সৎ ইচ্ছে থাকলে যে কোন দিনই বিশেষ হতে পারে।(১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

তারিখ-১৮.০৯.২০২২

নমস্কার বন্ধুরা!

আশাকরি সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। এটা একটা লেট পোস্ট করছি। কারণ পালনও দেরিতে হয়েছিলো।শিক্ষক দিবস ছিলো ৫ই সেপ্টেম্বর।প্রতিবছর আমরা আমাদের জিমে ট্রেইনার দাদাকে নিয়ে এই বিশেষ দিন টি সেলিব্রেট করি। জিমটা তৈরী হয়েছে ২০১৫ তে। আর আমাদের ট্রেইনার দাদা এই জিমে ট্রেইনার হিসেবে আসে ২০১৬ থেকে। আজ দীর্ঘ ৬ বছর ধরে দাদার সাথে আমাদের পরিচয়।একজন মানুষ হিসেবে ব্যাক্তিগত ভাবে দাদা কেমন তা জানি না। কিন্তু একজন ট্রেইনার হিসেবে অসাধারণ একজন মানুষ যার প্রতি আপনেই একটা শ্রদ্ধা তৈরী হয়।দেখলেন! এত কথা বললাম আর দাদার নামই বলি নি। দাদার নাম শেখ নওশদ।

fbb8af74-ea92-43f0-a879-21240806e467.jfif

যদিও লক ডাউনের সময় প্রায় দেড় বছর জিম বন্ধ ছিলো, তবুও পরে যখন জিম খুললো আবার তখন দাদাই আমাদের ট্রেইনার হিসেবে নিযুক্ত ছিলো।দাদা কে আমরা প্রত্যেকেই ভীষণভাবে শ্রদ্ধা করি কারণ দাদা শুধু একজন ভালো ট্রেইনার নয়, আমাদের সাথে ঠিক বোন সুলভই আচরণ করে।

এই যেমন ধরুন এক্সারসাইজ করার সময়ে যদি আড়াল হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি ঠিক উঁকি মেরে বলবে, "এই পায়েল! ফাঁকিবাজ!কর তাড়াতাড়ি! জীবনেও রোগা হবি না এমন করলে।" 😄এইগুলো যখন দাদা বলে তখন নিজেকে মনে হয় ছোটবেলায় ফিরে গেছি।আমরা জিমে প্রায় ২৫-৩০ জন যাই আর তার মধ্যে ১৬-১৭ জন রেগুলার যায়।

46097c4f-1379-4fa9-af13-8dfaaaea1a16.jfif

তো যেটা বলছিলাম, দাদা আমাদের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ট্রেইন করতে আসে।সেরকম ভাবেই যদিও টিচার্স ডে সোমবার পড়েছিল কিন্তু অনেকেই সেদিন না যাওয়াতে আমরা সেলিব্রেট করতে পারি নি। আর সবাই মিলে টাকা তুলে কেক কেনা,একটা কফি মগ কেনা, এসব করতে করতে সেটা হয়ে গেলো ১৫ তারিখ বৃহষ্পতিবার।

দিন তা সে যা ই হোক।সেলিব্রেশনটাই তো আসল তাই না? বৃহস্পতিবার জিমে গেছি আর আকাশ পুরো অন্ধকার।আমরা তো এদিকে আশঙ্কা করছি যে বৃষ্টি তো নামেবেই। আর বৃষ্টি নামলে দাদা তো আসে না।দাদা কে কল করলো মৌ দি। বলা হল দাদা আজ ঝড়, তুফান হয়ে গেলেও আসতেই হবে।

622c6c4b-d10a-40f3-80b9-dd67e8ea11d4.jfif

অন্য দিকে সঙ্গীতা দি আর রিমি রিমির স্কুটি তে করে চলে গেলো কেক আনতে। ওরাও বাড় হল আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে শুরু হল বৃষ্টি। দাদার আসার সময় থাকে বিকেল ৪.৩০ কিন্তু টানা প্রায় ৫.৩০ পর্যন্ত বৃষ্টি হল।বৃষ্টি থামার পর সঙ্গীতা দি আর রিমি কাক ভেজা হয়ে কেক নিয়ে ফিরল।আর দাদাও ঢুকলো কিছুক্ষণের মধ্যেই।

e8b26286-e809-42b1-8798-8362b6b876cc.jfif

আমরা কেকটা বাক্সের থেকে বার করে সাজিয়ে দিলাম। দাদা দেখে বেশ খুশিই হল প্রতিবারের মত, কিন্তু খুশি হলেও দাদা তো কেক শুধু কাটে।খায় না। আমরা সেদিন ১৭ জন গেছিলাম।দাদা কেক টা কেটে একটুখানি ক্রিমটা জিভে ছোঁয়ালো। যাকে বলে নিয়ম রক্ষা আর কি! ব্যাস। মূহুর্তের মধ্যে আমরা কেকের উপর ঝাঁপিয়ে পড়লাম। ৫ মিনিটের মধ্যেই কেকটা শেষ।দাদা শুধু দেখলো আর হাসলো। হয়তো মনে মনে এটাই ভাবছিলো, "এবার বুঝলাম এরা কেনো রোগা হয় না।" 🤣

d7798616-c07e-4f4a-9258-40ab3d71a653.jfif

সেদিন যদিও বেশী আমাদের এক্সারসাইজ হয় নি দেরি হয়ে গেছিলো বলে।হয়তো বিষয়টা খুবই সাধারণ এবং ছোট। কিন্তু এই দিনটা সেলিব্রেট করতে না পারলে আমাদেরও মন ভীষণ খচখচ করতো। কারণ নওশদ দাদা সত্যিই একজন ভালো এবং প্রকৃত শিক্ষক।

🌸🌸ধন্যবাদ🌸🌸

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHasrbANgiURdsJZbqzojRuxTqrn8BwVMhvjW2bszpJVcHcPW7rxPZLtrPVi9FWSiNoAnyKt4P3qfRidjbh5nr88gtri9qE2ohuC3tavoQ5nX9ihXXuBCWz.jfif

Sort:  
 2 years ago 

আসলেই ইচ্ছে থাকলে যে কোন দিনই দিবস পালন করা যায়।আপনার জিম ট্রেইনার দাদা সম্পর্কে পোস্ট পড়ে মনে হচ্ছে উনি অনেক ভালো মানুষ।যাই হোক দেরিতে হলেও পালন করতে পেরেছেন।বৃষ্টিতে ভিজে কেক আনা তারপর কেকের উপর ঝাপিয়ে পরা।মনে হচ্ছে বেশ মজা করেছেন।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

হ্যাঁ। ছোট ছোট বিষয় গুলো আমাদের জীবনে অনেক সময় আনন্দের মূহুর্ত নিয়ে আসে।

 2 years ago 

আসলে দিদি ইচ্ছা থাকলে উপায় হয়। দিদি শ্রদধা কোনদিন হারিয়ে যায় না।শুধু কি শিক্ষক যে দিন ঐ পালন করলে হয়। মনে ইচ্ছা আর শ্রদধা থাকে সবদিনে পালন করা যায়।শেষে অনেক হাসি পাইছে ৫মিনিটে যে কেক শেষ করছেন , এজন্য তো রোগা হয় না 😂😂😂

 2 years ago 

হ্যাঁ লিখতে গিয়ে দাদার মুখ টা মনে পড়ে হাসি পেয়ে গেছিলো। ধন্যবাদ। 😄

 2 years ago 

সত্যি বলেছেন আপু ইচ্ছে থাকলে যেকোন দিন যে কোন দিবস পালন করা যায়।কথায় আছে না ইচ্ছে থাকলে উপায় হয়।আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনার দাদার নাম শেখ নওশদ অনেক ভালো মনের লোক ছিল। বৃষ্টি থামার পর সঙ্গীতা দি আর রিমি কাক ভেজা হয়ে কেক নিয়ে ফিরল।কেক কাটার সাথে সাথে ৫ মিনিটের মধ্যে শেষ দারুণ মজার ব্যপার তো।

 2 years ago 

ধন্যবাদ। 😊

 2 years ago 

দিদি প্রথমে হেটলাইনটি পড়ে বুঝেছি ভালো কিছু হবে ৷আর তাই আমি আপনার সাথে একমত পোষন করছি যে সৎ ইচ্ছে থাকলে যে কোন দিনই বিশেষ হতে পারে৷ শেখ নওশদ দাদা সবসময় ভালো থাকুক এই প্রত্যাশা ৷
যাই হোক দিদি আপনাদের ওই দিক মেয়ে মানুষেরাও জিম করে শুনে অনেক ভালো লাগলো ৷যদিও আমাদের বাংলাদেশে মেয়ে মানুষ তেমন করে না ৷

তবে দিদি একটা কথা বলবো মেয়েরাও কী বডি ফিটনেসের জন্য জীম করে ৷

 2 years ago 

আমরা কেউই বডি বিল্ডিং করছি না। আমরা ফীট থাকার জন্য আর এক্সট্রা ফ্যাট ঝড়ানোর জন্য এক্সারসাইজ করি এবং প্রত্যেকটা মানুষের এক্সারসাইজ করা উচিত সুস্থ থাকার জন্য ছেলে মেয়ে নির্বিশেষে। আমাদের জিমে সকাল বেলা ছেলেরা করে। দুপুর ৩ টে থেকে ৬ টা পর্যন্ত মেয়েরা করে। আবার ৬টা থেকে ৯ টা পর্যন্ত ছেলেরা করে।

আপনার ট্রেইনার দাদা তো স্বাস্থ্য সচেতন এজন্য কেক খেলেন না। তবে আপনারা যেভাবে কেকের উপর ঝাঁপিয়ে পড়েছেন বললেন তাতে তো মনে হয় জিমে যাওয়া আপনাদের বেকার হয়ে যাচ্ছে। হা হা হা... সব মিলিয়ে খুব সুন্দর একটা পোস্ট ছিল।

 2 years ago (edited)

দাদাও মনে হয় মনে মনে এটাই ভেবেছিলো। 🤣

 2 years ago 

হ্যাঁ সেটাই। ইচ্ছাটাই আসল কথা। ইচ্ছা থাকলে যেকোনো মূহুর্তকেই সবথেকে সুন্দর মূহুর্তে পরিনত করা যায়।

 2 years ago 

একদমই তাই। ধন্যবাদ। 😊

 2 years ago 

এরকম ট্রেনার পাওয়াও ভাগ্যের ব্যাপার দিদি। আপনাদের সাথে বোন সুলভ আচরণ করে এবং দীর্ঘ পাচঁটি বছর ধরে নওশাদ দাদার সাথে জিমে আছেন। একজন শিক্ষক বা ট্রেনার হিসেবে আপনারা টিচার্স ডে তে বার্থডে সেলিব্রেট করলেন। তবে জিম করার ইচ্ছে আমারও আছে দিদি 😊। বসে বসে অলস যেন হয়ে যাচ্ছি 😴

 2 years ago 

টিচার্সডে তে বার্থডে সেলিব্রেট করেছি সেটা কখন লিখলাম?
ধন্যবাদ।

 2 years ago 

সরি দিদি ৫ তারিখে ছিলে আপনারা দেরিতে করেছিলেন আরকি 😐

 2 years ago 

আপনার সাথে আমি একমত সৎ ইচ্ছে থাকলে যে কোনদিনই বিশেষ দিন হতে পারে। হয়তো শিক্ষক দিবস উপলক্ষে সেই দিনের বিশেষ মুহূর্ত টা অতিবাহিত করতে পারেননি কিন্তু তারপরেও সেই দিনটি ফেলে রাখেননি। খুব সুন্দরভাবে দাদাকে শ্রদ্ধা জানিয়ে উদযাপন করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ। 😊

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41