কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে খাবারের ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। আসলে খাবারের ফটোগ্রাফি এর মাধ্যমে বিভিন্ন ধরনের খাবার এক সাথে দেখতে পাওয়া যায়। আসলে ফটোগ্রাফি করতে ও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সব সময় চেষ্টা করি ফটোগ্রাফি করার জন্য। আসলে ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না। আমার বাংলা ব্লগের বন্ধুরা অনেক ভালো ভালো ফটোগ্রাফি করে থাকেন। যদি ও তাদের মত পারি না তবে চেষ্টা করে যাচ্ছে। আসলে চেষ্টা করলে সফল হওয়া যাবে এটাই স্বাভাবিক। আমি আজ আমার নিজের হাতে তৈরি কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
এটি হচ্ছে চিতই পিঠা। আসলে আমাদের বাড়িতে প্রায় এই পিঠা গুলো বানায়। এই পিঠা গুলো চিকেনের ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগে। গতকাল বাড়িতে মেহমান এসেছিল তখন বানিয়ে ছিলাম। সবাই পিঠা গুলো অনেক মজা করে খেয়েছে। আসলে নিজের হাতে তৈরি খাবারের তুলনা হয় না।তবে পিঠা গুলো সবাই খেতে চায় কিন্তু অনেকে গ্যাসের সমস্যা জন্য খেতে পারে না।
এখন হলো তালের মৌসুম । আসলে তালের পিঠা খেতে অনেক মজার কিন্তু মজা মনে করে বেশি খেলে সমস্যা। আসলে শুধু পিঠা কেন যেকোন জিনিস বেশি খেলে সমস্যা হয়।যাইহোক বাড়িতে মেহমান আসলে বিভন্ন ধরনের পিঠা খাওয়া যায়।আসলে মেহমানের উদ্দেশ্য তৈরি করে নিজেদের খাওয়া হয়।
এগুলো হচ্ছে দেশি মুরগীর মাংস। আসলে দেশি মুরগীর খাওয়ার মজাই আলাদা। তবে দেশি মুরগী গুলো যদি হয় নিজের পালিত তাহলে অনেক ভালো লাগে। বর্তমান দেশি মুরগী সহজে পাওয়া যায় না। আর পেলেই অনেক দাম।কিন্তু আমি বাড়িতে কিছু কিছু পালন করে মাঝে মাঝে খেয়ে থাকি।সত্যি দেশি মুরগীর পাতলা ঝোল পিঠা দিয়ে খেতে অনেক মজা।
এই গুলো হলো ছোট মাছের চচ্চড়ি। আসলে আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক মজা লাগে। আর যদি হয় নদীর মাছ তাহলে তো কথায় নেই। গতকাল এই চচ্চড়ি করেছি সবাই মজা করে খেয়েছে। বিশেষ করে মেহমানরা। তবে শুধু কাল না আমার চচ্চড়ি সব সময় ভালো লাগে এটা কিন্তু আমার কথা নয় যারা খেয়েছে তাদের কথা।
এগুলো হচ্ছে তালের আরেক ধরনের পিঠা। আসলে তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা করে করে খাওয়া হয়।এই পিঠা গুলোকে বলা হয় তালের ভাজা পিঠা। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। তবে এই পিঠা খেতে অনেক মজা।কিন্তু পিঠা গুলো তৈরি করতে অনেক সহজ। আসলে তেলের জিনিস খেতে সত্যি অনেক মজা হয়ে থাকে।
এগুলো হচ্ছে করলা ভাজি। আসলে কয়েক দিন ধরে যেহারে গরম পড়ছে তাতে এমন ভাজি দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে যায়। আসলে গরমে উস্তা ভাজি খেতে অনেক ভালো লাগে। আমার মনে হয় মাছ মাংসের চেয়ে এমন ভাজি হলে পেট ভরে ভাত খাওয়া হয়ে যায়।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
খাবারের ফটোগ্রাফি পোস্ট দেখে লোভে পড়ে গেলাম আপু। পিঠা খেতে অনেক ভাল লাগে আমার কাছে। তাছাড়াও ছোট মাছের চচ্চড়ি রেসিপির ফটোগ্রাফি দেখে জিবে জল চলে এসেছে। প্রতিটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে আপু, ধন্যবাদ আপু আপনাকে।
জি ভাইয়া পিঠা খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিভিন্ন রকমের খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আপনার চমৎকার এই সমস্ত খাবারের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন আমাদের মাঝে রেসিপিগুলো। যেখানে মিষ্টি জাতীয় রেসিপিগুলো বেশ দারুন ছিল।
জি আপু মিষ্টি জাতীয় খাবার গুলো অনেক ভালো ছিল, ধন্যবাদ আপু।
খাবারের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। পিঠা গুলো দেখে অনেক লোভ লাগছে। ছোট মাছের চচ্চড়ি খেতেও অনেক ভালো লাগে। দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো। খাবারের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। চিতই পিঠা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে তো খিদে পেয়েছে আপু। সুন্দর করে বর্ননা করেছেন ধন্যবাদ আপনাকে।
হা হা হা খিদে পেলে খেয়ে নিন, ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি বেশ লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার তো সবগুলো খাবার দেখেই খুব খেতে ইচ্ছে করছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা খাবার ক্যামেরা বন্দি করেছেন। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
https://x.com/MimiRimi1683671/status/1838212776554283384?t=DtRNP2MRlI1_loE6LPJovA&s=19
বেশ কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।প্রত্যেকটা খাবার আমার খুব পছন্দের আপু। দেখেই খেতে ইচ্ছে করছে। অসংখ্য ধন্যবাদ মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
পিঠাগুলো দেখে খুবই ভালো লাগলো। গ্রামের বাসায় গেলে পিঠা খাওয়া হয়। তবে এখন গ্রামের বাসায় গিয়ে সময় দেওয়াই হয় না। আপনি নিজে নিজেই খুবই মজার মজার খাবার তৈরি করতে পারেন এটা দেখে ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বেশ মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রতিটি খাবার দেখতে বেশ লোভনীয় লাগছে। চিতই পিঠা এবং দেশী মুরগির মাংস আমার খুবই পছন্দ। তবে আপনি দেশী মুরগির মাংস এবং তালের ভাজা পিঠার বর্ণনা ভুল লিখেছেন। আশা করি ঠিক করে নিবেন।
ধন্যবাদ ভাইয়া ভুল ধরিয়ে দেওয়ার জন্য