সবজি কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

সবজি কেনার অনুভূতি

1000017651.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি সবজি কেনার অভিজ্ঞতা নিয়ে। অনেক দিন হলো সবজি কেনা হয়না।কয়েক দিন আগে যখন শহরে গিয়েছিলাম তাই ভাবলাম কিছু সবজি কিনে নিই। আসলে নিজে গেলে ইচ্ছে মত সবজি কেনা যায়।অনেক দিন হলো সবজি কেনা হয়নি।আসলে সবজি কেনা হয়নি বলতে নিজে করিনি।আমরা যখন বাজারে গিয়েছিলাম তখন একটু দেরি হয়েছে। আসলে দেরিতে গেলে তেমন ভালো জিনিস পাওয়া যায় না। তবে এবার ভাগ্য ভালো ছিল তাই ভালো সবজি পেয়েছি। তবে বর্তমান সবজির অনেক দাম। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000017651.jpg

1000017650.jpg

1000017656.jpg

আসলে অনেক দিনের ইচ্ছে ছিল শাপলা কিনে আনব।তবে সুযোগ হয়নি। আপনাদের ভাইকে বললে আনতে চাই না।আসলে সে এগুলো পছন্দ করে না।তবে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে অনেক ভালো লাগে। তবে শাপলা না পাওয়ার জন্য আর রান্না করা হয়নি।যাইহোক সামনে যখন পেলাম তখন কিনে এনেছি। সত্যি শাপলা দিয়ে ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে। তবে শাপলা ও ইলিশ সব কিনে এনেছি এখনো রান্না করিনি।করলে অবশ্যই রেসিপি আমাদের মাঝে শেয়ার করব।

1000017633.jpg

1000016201.jpg

1000016200.jpg

1000016197.jpg

তারপর গেলাম অন্য সবজি কেনার জন্য। আসলে সবজির বর্তমান এত দাম বলার মতো নয়।কোন সবজি ৬০ টাকার নিচে নেই। তবে দাম যাইহোক সবজি গুলো অনেক ভালো ছিল। আসলে ভালো জিনিসের দাম একটু বেশিই হয়।দাম বেশি হলেও জিনিস ভালো হলেই ভালো। তারপর কয়েক ধরনের সবজি দেখলাম। যেহেতু সবজি কিনতে গিয়েছি তাই একটু বেশি সবজি কিনলাম।এখন লাউ তেমন ভালো লাগে না কিন্তু কিছু কিছু মাছ লাউ দিয়ে অনেক মজা। তারপর সামনে দেখলাম কত সুন্দর আমড়া আসলে আমড়া রান্না করে খেতে অনেক ভালোবাসে আমার মেয়ে। তাই কিছু আমড়া কিনলাম।

1000017639.jpg

1000017638.jpg

1000016198.jpg

1000017640.jpg

সবজি কেনা শেষ হলে গিয়েছিলাম কিছু গুড়ো মসলা কেনার জন্য। আসলে গুড়ো মষলা গুলো আমি একবারে কিনে ভাঙিয়ে রাখি। এবারো কিছু কিনেছি। তবে হলুদের গুড়ো শেষ হয়েছে তাই ভাবলাম একটু কিনে নিই। সাথে বাচ্চাদের জন্য কিছু ফুসকা কিনে আনলাম। আসলে মাঝে মাঝে খেতে চাই তাই বাড়িতে থকলে যেকোন সময় তৈরি করা যায়।

1000017643.jpg

1000017646.jpg

অবশেষে বাচ্চাদের জন্য কিছু বিস্কুট ও অন্যান্য জিনিস কিনলাম।আসলে বাচ্চাদের কেনার তো আর শেষ নেই। তাদের জন্য যতই কিনি না কেন শেষ হয় না।যাইহোক সব মিলে বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

কেনাকাটার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি। কিছুদিন আগে আমিও কেনাকাটা করতে গিয়ে এমন বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। দেখলাম প্রত্যেকটা জিনিসের অনেক অনেক দাম। কোন জিনিসের দাম কম নয়। বিভিন্ন প্রকার শাকসবজি বাজারে জুটেছে তবে প্রচন্ড দাম আর প্রচন্ড বৃষ্টির মুহূর্তে পড়ে গেছিলাম সেদিন। যাহোক কেনাকাটা করতে গিয়ে সবকিছু জিনিসের ফটো ধারণ করেছেন দেখে ভালো লাগলো।

 28 days ago 

জি আপু দাম সব কিছুর অনেক বেশি দাম, ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

শাপলা ফুলের ডাটা দিয়ে ইলিশ মাছ রান্নার কথা অনেক শুনেছি কিন্তু কখনো তৈরি করে খাওয়া হয়নি। আমাদের এলাকাতে তো ছেলেমেয়েরা অনেক অনেক শাপলা ফুল তুলে আনে ডাটা সহ কিন্তু সেগুলো খেলা খেলে বা নষ্ট করে। আপনি আজকে বাজার থেকে শাপলা ফুল ও ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছেন। আশা করছি খুব দ্রুত রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপু।

 28 days ago 

জি আপু রেসিপি করেছি অবশ্যই শেয়ার করবো,ধন্যবাদ আপনাকে।

 last month 

আসলেই আপু, বর্তমানে সবজির যে দাম হয়েছে তাতে বাজারে যাওয়া মুশকিল। তবে সবজি যদি টাটকা হয় তাহলে দাম একটু বেশি হবে এটা ঠিক। আর ইলিশ মাছ দিয়ে শাপলা চচ্চড়ি খেতে সত্যি খুব ভালো লাগে। অনেক ভালো লাগলো আপনার বাজার করার মুহূর্ত এবং টুকটাক কিছু বিষয় জানতে পেরে।

 28 days ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69984.84
ETH 2469.68
USDT 1.00
SBD 2.37