কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। প্রতি নিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে আর ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না। আজ এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। আসলে আমরা প্রতি দিন কত কিছু রান্না করি তবে সব কিছুর ফটোগ্রাফি করা কখনো সম্ভব নয়। তবে মাঝে মাঝে সময় পেলে কিছু খাবারের ফটোগ্রাফি করে থাকি।আসলে নিজের হাতে তৈরি খাবারের তুলনা হয় না। নিজের তৈরি খাবারের মধ্যে রয়েছে অনেক পুষ্টি। তাহলে চলুন দেখে আসি আজ আমি কি কি খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এটি হচ্ছে রুই মাছ ভুনা রেসিপি। কয়েকটি দিন আগে বড় একটা রুই মাছ এনেছিল আর বাড়িতে মেহমান এসেছিল।তাই কয়েক পিস রুই মাছ ভেজে দিয়েছি। অনেক দিন হলো রুই মাছ ভেজে খাওয়া হয়নি। তবে যেকোন মাছ এভাবে ভেজে খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে রুই মাছ আর ইলিশ মাছ হলে কথায় নেই। দুপুরে সবাই গরম ভাত দিয়ে অনেক মজা করে খেয়েছে।

এটি হচ্ছে শাপলা দিয়ে ইলিশ মাছের তরতরি।আসলে শাপলা দিয়ে ইলিশ খেতে অনেক মজা। তবে বর্তমান ইলিশ কিংবা শাপলা দুটি পাওয়ায় মুশকিল। আসলে যেমন ইলিশের দাম তেমনি শাপলা পাওয়া মুশকিল। তাই কয়েক দিন আগে শাপলা আর ইলিশ দুটি কিনে এনেছি।সত্যি এভাবে রান্না করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল।

এই খাবার আমরা হয়তো সবাই চিনি। এটি হচ্ছে হচ্ছে লাউ শাক ভাজি। আমাদের প্রতি দিন খাদ্য তালিকায় শাক থাকা জরুরি। আসলে শাকে রয়েছে অনেক পুষ্টি। তবে বর্তমান বাচ্চারা শাক খেতে চাইনা বলেই চলে।যাইহোক অনেক দিন হলো লাউ শাক খাওয়া হয়নি। তবে কয়েক দিন আগে রান্না করেছিলাম অনেক মজা করে খেয়েছি।

এটি হচ্ছে উস্তা ভাজি। আসলে আলু দিয়ে উস্তা ভাজি খেতে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে ভাজি করি।তবে এবার মেহমান এসেছিল তাদেরকে ভাজি করে দিয়েছিলাম সবাই খেয়ে অনেক ভালো বলেছে। আর ভাজির ভিতরে শুকনো মরিচ দিলে টেস্ট আরও বেশি হয়।

এটি হচ্ছে সবুজ শাক ভাজি। আসলে শাক আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই সবুজ শাক ভাজি খেতে অনেক ভালো লাগে। তবে সব সময় পাওয়া যায় না। কয়েক দিন আগে বাজার থেকে এনেছিল তাই রান্না করেছিলাম বেশ মজা হয়েছিল।

এগুলো হচ্ছে জলপাইয়ের আচার। এগুলো দেখলে জিভে জল চলে আসে।তবে এই আচার গুলো কিন্তু আমার বানানো নয় এগুলো গিফট পেয়েছি। তবে খেতে অনেক মজার।বিশেষ করে গরম ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এমন আচার তৈরি করে রেখে সারাবছর খাওয়া যায়।

এগুলো হচ্ছে মিষ্টি। আমাদের বাড়িতে মেহমান এসেছিল তারা এনেছে বেশ মজার ছিল খেতে।আর যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য অনেক ভালো। যদিও আমাদের বাড়িতে সবাই মিষ্টি পছন্দ করে কিন্তু আমি তেমন পছন্দ করি না।যাইহোক মিষ্টি গুলো খেতে অনেক ভালো ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 3 months ago 

খুবই সুন্দর ও সুস্বাদু দেখতে কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে একের পর এক ফটোগ্রাফি করে শেয়ার করেছেন তা দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার বেশ কিছু খাবারের ফটোগ্রাফি দেখে। দারুন ভাবে আজকে আপনি খাবারের সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন এবং তা বর্ণনার সাথে উপস্থাপন করেছেন। আসলে এই জাতীয় বিভিন্ন খাবারের ফটোগ্রাফি মূলক পোস্ট দেখলে খুব ভালো লাগে আমার।

 3 months ago 

খাবারের ফটোগ্রাফি গুলো দেখলে ভালো লাগাই স্বাভাবিক, ধন্যবাদ আপু।

 3 months ago 

বেশ কয়েকটি মজাদার মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। খাবারের ফটোগ্রাফি গুলো দেখলেই খিদে লেগে যায়। আপনার শেয়ার করে খাবারের ফটোগ্রাফি গুলোর মধ্যে জলপাই এর আচার দেখে আমাকে খেতে খুবই ইচ্ছা করছে। কেননা জলপাই এর আচার খেতে আমি খুব পছন্দ করি।

 3 months ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

আপু আপনি বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার তো সবগুলো একসাথে খেতে ইচ্ছে করছে। বিশেষ করে জলপাই এর আচার দেখে লোভ সামলাতে পারছি না। এমন লোভনীয় খাবার খেতে খুব ভালো লাগে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

জি আপু জলপাই এর আচার অনেক মজার খাবার, ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আসলে দারুণ দারুণ কয়েকটা খাবারের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা খাবার আমার কাছে একটু আলাদা ধরনের ছিল এবং মনে হচ্ছে এই খাবারগুলো অনেক বেশি পুষ্টিকর। এত সুন্দর ফটোগুলো খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

জি ভাইয়া খাবার গুলো অনেক পুষ্টিকর, ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95634.12
ETH 3333.35
USDT 1.00
SBD 3.08