আলু দিয়ে ছোলা ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

আলু দিয়ে ছোলা ভুনা রেসিপি

1000023098.jpg

1000023098.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। আসলে নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে সময়ের অভাবে সব সময় রেসিপি করা হয় না। আসলে আমি প্রতি দিন বিভিন্ন ধরনের রান্না করি তবে বেশির ভাগ সময় রেসিপি করা হয় না। তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আসলে রেসিপি মজার হলে সত্যি অনেক ভালো লাগে। এখন চলছে রমজান মাস আর রমজানে ইফতারে আমরা অনেক কিছু আয়োজন করি।তবে এগুলো ফটোগ্রাফি করার মতো কোন সুযোগ থাকে না। আমার কাছে মনে হয় ইফতারে ছোলা ভুনা না হলে ভালো লাগে না। যদিও আমার বাচ্চারা খায় না তবে আমার কাছে ছোলা ভুনা খেতে অনেক ভালো লাগে। বেশ মজার খাবার। গতকাল ভুনা করেছি বেশ মজা হয়েছিল। তাই ভাবলাম ফটোগ্রাফি করে রাখি।আশাকরি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদিও এখন সবাই ছোলা ভুনা করে থাকে। অন্য সময় আমরা ছোলা যতই ভুনা করি না কেন তবে রোজার সময়ের মতো নয়। যাইহোক বেশ মজা করে খাওয়া হয় ছোলা ভুনা মুড়ি দিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000023099.jpg
উপকরণ
১.ছোলা
২.পিঁয়াজ কুঁচি
৩.পিঁয়াজ বাটা
৪.আদাবাটা ও রসুনবাটা
৫.হলুদ গুঁড়ো
৬.মরিচের গুঁড়ো
৭.ধনের গুঁড়ো
৮.জিরার গুঁড়ো
৯.এলাচ,দারচিনি
১০.জিরার গুঁড়ো
১১.লবন ও
১২.তেল
১৩.আলু

1000000390.png

1000023010.jpg

1000023012.jpg
প্রথমে আমি দুটি আলু কেটে ধুয়ে নিয়েছি। তারপর কিছু সিদ্ধ ছোলা নিয়েছি।

1000023011.jpg

1000023014.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000023015.jpg

1000023017.jpg

পিঁয়াজ কুঁচি দিয়ে একটু নেড়েচেড়ে কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দেব। আসলে ছোলা গুলো সিদ্ধ করে রাখা তারজন্য আলু দিয়ে ভেজে নেব। এখন আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।

1000023018.jpg

1000023019.jpg
তারপর সকল মসলা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। ভালো করে কষাণো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলা গুলো দিয়ে দেব।

1000023020.jpg

1000022211.jpg
তারপর সামান্য পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।এভাবে বেশ কিছু সময় রান্না করে নেব।

1000023022.jpg

1000023098.jpg

এখন জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তারপর একটা প্লেটে তুলে পরিবেশন করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 6 months ago 

ছোলা ভুনা আমার খুবই প্রিয়। রমজান মাসে এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 6 months ago 

ঠিক বলেছেন আপু রমজানে এই খাবার গুলো খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

 6 months ago 

1000023101.jpg

1000023100.jpg

 6 months ago 

আপু আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।ছোলা বুট আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে।আপনারা ছোলা ভুনা রেসিপি দেখেই আমার জিভে পানি চলে আসছে। রেসিপির সব গুলো ধাপ সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

জি ভাইয়া এগুলো খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

বেশ মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখেই অনেক লোভ লেগে গেল। আলু দিয়ে ছোলা এভাবে আমিও রান্না করি খেতে অনেক ভালো লাগে। রেসিপিটি দেখেও বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিন, ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আলু দিয়ে ছোলা ভুনা করার খুবই সুন্দর রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রমজানের ইফতারিতে এই ধরনের রেসিপি অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। ব্যক্তিগতভাবে আমার কাছে ও এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

শুধু ছোলার ভুনা খেতে যেমন ভালো লাগে তেমনি আলু দিয়ে ছোলার ভুনা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনার রেসিপি সমেত রান্নার পদ্ধতি দেখে বুঝতেই পারছি, রান্নাটা কত মজাদার হয়েছিল। এই ধরনের রান্না গুলো বেশ মুখরোচক।

 6 months ago 

ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

রমজানে এই ছোলার রেসিপি কমবেশি সবার বাসাতেই হয়। আলু দিয়ে ছোলা ভুনা খেতে দারুন লাগে। আপনি খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 6 months ago 

জি আপু রমজানে এই রেসিপি সবার বাসাতে হয়, ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আমাদের এলাকায় তো ইফতারের প্রধান উপকরণ এই ছোলা ভুনা এবং সাথে বুন্দিয়া।আমার মেয়র প্রতিদিন খাওয়া লাগে ইফতারে।আপনার সোলা ভুনা রেসিপিটি দারুণ হয়েছে। লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

এটা ঠিক বলেছেন ইফতারে প্রিয় খাবার এই ছোলা ভুনা, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111972.94
ETH 4470.32
SBD 0.85