রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

1000019374.jpg

1000019374.jpg

1000019374.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি রঙিন কাগজের ওয়ালমেট নিয়ে। রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তবে ইদানিং রঙিন কাগজ নিয়ে বসা হয়ে ওঠে না। আসলে বর্তমান অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। সামনে বাচ্চাদের ফাইনাল এক্সাম তারপর আবার দিন একদম ছোট হয়ে গিয়েছে। যাইহোক মেয়ে স্কুল থেকে এসে বললো একটা ওয়ালমেট বানিয়ে দিতে। আসলে যে সময় বলেছিল তখন হাতে একেবারে সময় ছিল না। আর এই কাজ গুলো একটু সময় নিয়ে করলে অনেক ভালো লাগে। যেহেতু বাচ্চারা নাছরবান্দা যখন যা বলবে তা না দিলে ঝামেলা করে।যেহেতু ওয়ালমেট তৈরি করেছি তাই ভাবলাম ফটোগ্রাফি করে রাখি আপনাদের মাঝে শেয়ার করা যাবে।যাইহোক অল্প সময়ে তৈরি করেছি বেশ ভালোই লেগেছিল।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000019313.jpg
১.রঙিন কাগজ
২.আঠা
৩.কাঁচি
৪.কম্পাস
৫.পেন্সিল

প্রস্তুত প্রণালী

1000019316.jpg

1000019332.jpg
প্রথমে আমি একটা বোর্ড নিয়েছি। তারপর কম্পাস দিয়ে এভাবে বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

1000019314.jpg

1000019317.jpg

1000019318.jpg
তারপর লাল রঙের রঙিন কাগজ নিয়েছি।তারপর কম্পাস দিয়ে বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।একই আমি বেশ কিছু বৃত্ত কেটে নিয়েছি।

1000019319.jpg

1000019321.jpg
তারপর আর একটা রঙিন কাগজের বৃত্ত কেটে নিয়েছি।

1000019324.jpg

1000019325.jpg

1000019326.jpg
এখন লাল রঙের রঙিন কাগজ ও আর একটা রঙের কাগজের ওপর আঠা লাগিয়ে দিয়েছি।

1000019327.jpg

1000019328.jpg
এভাবে আমি একটা কাগজের ওপর অন্য একটা কাগজ লাগিয়ে দিয়েছি।এভাবে আমি বেশ কিছু বৃত্ত বানিয়ে নিয়েছি।

1000019330.jpg

1000019331.jpg

1000019334.jpg

এখন বৃত্ত চিত্রের মতো করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।এভাবে আমি সব গুলো বৃত্ত দিয়ে ফুল বানিয়ে নিয়েছি।

1000019344.jpg

1000019345.jpg

1000019347.jpg

1000019348.jpg

1000019354.jpg

এখন আর একটা রঙিন কাগজ নিয়ে ভাজ করে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি।

1000019374.jpg

1000019374.jpg
এখন গোলাপ ফুলটি ওয়ালমেট এর সাথে লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের ওয়ালমেট তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 10 months ago 

বাহ চমৎকার। আপু আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। এটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই ওয়ালমেট আমার কাছে ভালো লেগেছে আপু। বেশি দারুণ হয়েছে।

 10 months ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেট দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের ওয়ালমেট গুলোর ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু ‌

 10 months ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে একটি ফুল বানিয়েছেন আপু।কাগজের তৈরি ফুল দেখতে আমার খুব ভালো লাগে।আপনি চমৎকার সুন্দর করে কাগজের তৈরি ফুল বানিয়ে। ধাপে ধাপে ফুল বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 10 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার করে আপনি খুব চমৎকার একটা ওয়ালমেট বানিয়েছেন। অনেক সুন্দর হয়েছে দেখতে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 10 months ago 

কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে আপু। ফুলের ডিজাইনটি খুবই সুন্দর লাগছে। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে সময় অনেক বেশি লাগে। দারুন হয়েছে দেখতে।

 10 months ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

এরকম ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে মন থেকে একটু বেশি ভালো লাগা কাজ করে। কেননা কাজ শেষে ফাইনাল আউটপুটটি দেখলে মন শান্তিতে মেতে ওঠে। ঠিক তেমনি আপনিও রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি তৈরি করার প্রসেস গুলি এমনভাবে বর্ণনা করেছেন যা দেখে মনে হচ্ছে আমি নিজেই এখন তৈরি করে নিতে পারব এই ওয়ালমেট টি। যাই হোক নতুন একটি ওয়ালমেট বানানোর প্রসেস আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

জি ভাইয়া ধাপ গুলো দেখে সহজেই তৈরি করে নিতে পারবেন, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেট দেখতে বেশ চমৎকার লাগছে। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

শুকরিয়া আপু ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111872.14
ETH 4465.08
SBD 0.86