বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

IMG_20231219_155408.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন কিছু নিয়ে আসার জন্য। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আসলে আমাদের মন ভালো কিংবা খারাপ থাকলে আমরা প্রকৃতির মাঝে ঘুরতে যাই। আর প্রকৃতি এমন জিনিস যা কাউকে কখনো নিরাশ করে না। আসলে কয়েকদিন আগে আমরা আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। যদিও আমার বোনের বাসা শহরে তবে ওদের বাসা থেকে কিছু দূর এগিয়ে গেলে বিশাল বড় মাঠ রয়েছে। আর মাঠের পাশ দিয়ে এভাবে খোলা অনেক জায়গা রয়েছে। বিকেল হলে দেখা যায় এই জায়গায় লোকজনে ভরপুর । যেহেতু আমরা একদিন থেকেছিলাম তাই এই জায়গা দেখার মত মতো সৌভাগ্য আমাদের হয়েছিল। আসলে চারপাশে রোড তারপর বড় বড় বিল্ডিং মাঝে এরকম খোলা জায়গা তাই লোকজন দেখতে আসে। তবে আমাদের যেতে প্রায় ৩০ মিনিটের মতো সময় লেগেছিল।

IMG_20231219_164746.jpg

IMG_20231219_141607.jpg

আমরা বোনের বাসা থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলাম। আসলে কিছু দূর এগিয়ে যেতে একটা রিক্সা পেলাম। যদিও আমাদের রিক্সা যাবার কোন ইচ্ছা ছিল না, কারণ আমরা অনেক লোক ছিলাম হেঁটে যেতে চেয়েছিলাম। যাইহোক তারপর আমার বাচ্চা দুটো ও আমার ভাগ্নিকে রিক্সায় পাঠিয়ে দিয়ে আমরা হাঁটতে লাগলাম। যেহেতু বাচ্চারা নেই তাই আমাদের হেঁটে যেতে ২০ মিনিটের মধ্যে লেগেছিল।
IMG_20231219_143448.jpg

IMG_20231219_143442.jpg

আসলে চারপাশ দিয়ে লোকজন অনেক বাড়ি করেছে। মাঝখানে এমন খোলা জায়গা দেখতে অনেক ভালো লেগেছে। আসলে আপনারা যে পানি দেখতে পারছেন। এই পানিতে অনেক মাছ রয়েছে। এখানের অনেক বাচ্চারা এ সকল জায়গা থেকে মাছ ধরে থাকে । আবার অনেকেই পানির উপরে মাচা দিয়ে এভাবে অনেক সবজি লাগিয়েছে। আসলে লোকজন এখান থেকে তাজা সবজি নেবার জন্য আসে । এক কথায় বলতে জায়গাটি আসলেও বেশি সুন্দর ছিল।

IMG_20231219_143436.jpg

IMG_20231219_143417.jpg

IMG_20231219_143411.jpg

তবে এ সকল জায়গা পানি তেমন না।এই পানির উপর দিয়ে অনেক সুন্দর কলমি শাক রয়েছে। শাক আমার তুলতে অনেক ইচ্ছে করেছিল । আসলে শাকগুলো একটু ভিতরে ছিল তাই পানির ভিতর দিয়ে যেতে সাহস পাইনি।আসলে ইচ্ছে থাকলেও ওই পানির ভিতরে নামতে অনেক ভয় লেগেছিল।তবে অনেকে শাক তুলে এনেছিল । আর একটু সামনে এগিয়ে দেখলাম মানুষ ধান লাগানোর জন্য জমি চাষ করছ। তবে এই চাষের জমিতে ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর বক মেরেছে । অনেকদিন পরে সেই দিন ঘুরতে গিয়ে বক মারা দেখেছে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে ছোটবেলা এভাবে কত বক মারা দেখেছি।

IMG_20231219_171028.jpg

IMG_20231219_170718.jpg

IMG_20231219_155408.jpg

আমরা পাশে আরো কিছু সময় ঘোরাঘুরি করলাম । আসলে শীতের দিন বিকেল বেশি সময় থাকে না বলেই চলে। যাইহোক আমরা বেশ কিছু সময় এভাবে ঘোরাঘুরি করেছি,সত্যি অনেক ভালো লেগেছিল।যদিও আরো কিছু সময় থাকতে চেয়েছিলাম তবে এদিকে সন্ধ্যা নেমে এসেছে তাই চলে আসতে হলো।সত্যি এমন প্রকৃতির সময় কাটাতে অনেক ভালো লেগেছে । আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 6 months ago 

প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার মতো দারুন কিছু আর নেই।বোঝাই যাচ্ছে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো আপু।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 6 months ago 

মন ভালো রাখার অন্যতম মাধ্যম হচ্ছে এদিকে সেদিকে ঘুরতে যাওয়া। অনেক সময় আমাদের সেটা হয়ে ওঠেনা বিভিন্ন ব্যস্ততার ফলে। এতে কিন্তু আমাদের জন্য খুব ক্ষতি হয়। তাই আমাদের উচিত এভাবে যে কোন মুহূর্তে একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে যাওয়া।

 6 months ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 6 months ago 

বোনের বাসায় গিয়ে মাঠ,প্রকৃতি,খাল বিলে ঘুরেছেন ও সেগুলোর ফটোগ্রাফি ও সুন্দর বর্ণনা করেছেন যা বেশ ভালো লাগলো।গ্রামের এমন বিল গুলোতে অনেক মাছ থাকে এবং দেশিও কলমি শাক থাকে।আপনি শাক তুলেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 6 months ago 

আসলে আপু তুলতে চেয়েছিলাম কিন্তু পারিনি, ধন্যবাদ আপু।

 6 months ago 

আসলে শহরের দিকে খুব একটা ঘুরাঘুরি করার মত জায়গা থাকে না। প্রাকৃতিক এরকম দৃশ্য শহরের দিকে দেখাই যায় না। তবে আপনার বোনের বাসা থেকে কিছুটা দূরে এরকম একটা জায়গা রয়েছে দেখেই ভালো লাগলো। আপনারা তো দেখছি খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন সেখানে গিয়ে। বাচ্চাদেরকে রিক্সা করে পাঠিয়ে দিয়ে ভালোই করেছেন। আপনারা তাড়াতাড়ি হেঁটে চলে যেতে পেরেছিলেন। আর পানির কারণে শাক তুলতে পারেননি শুনে খারাপ লাগলো। তবে শহরের দিকে এরকম শাক দেখা যায় না। তাই দেখলে তুলে আনলে মজা করেই খাওয়া যায়। ভালো লাগলো আপনাদের কাটানো মুহূর্তটা।

 6 months ago 

জি আপু অনেক মজা করে খাওয়া যায়, ধন্যবাদ আপু।

 6 months ago 

পৃথিবীর সব সৌন্দর্য কে হার মানায় প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে। প্রকৃতির সৌন্দর্যের মধ্যে নিজেকে একটু মিলিয়ে দেওয়াটা খুবই ভালো লাগে। কিছু কিছু সময় প্রকৃতি ভিন্ন হতে পারে তবে বিকেলে প্রকৃতিটা সবার কাছেই ভালো লাগে। প্রকৃতির মাঝে ঘোরাঘুরে অনুভূতিটা আমাদের মাঝে প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

সাবলীল মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

 6 months ago 

বোঝা যাচ্ছে বিকেল বেলা প্রকৃতির মাঝে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন, বিকেলবেলা প্রকৃতির মাঝে সময় কাটাতে সকলেই অনেক বেশি ভালোবাসে। দেখে বোঝা যাচ্ছে আপনারা বিকেলবেলা দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। পানির উপর ভেসে থাকা কলমি শাক খেতে সত্যিই অনেক বেশি সুস্বাদু লাগে, আর কলমি শাক দেখে আপনার শাক তুলতে ইচ্ছে হয়েছিল জেনে ভালো লাগলো। মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে ভাইয়া এমন শাক দেখে তুলতে যে কারো মনে চায় , ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে সবাই অনেক বেশি পছন্দ করে। মনটা খারাপ থাকলেও প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মন একেবারে ভালো হয়ে যায়। আর আমি তো বেশিরভাগ সময় প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য বের হয়ে থাকি। আপনার বোনের বাসায় যাওয়ার কারণে বিকেল বেলায় প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য বের হয়েছিলেন। যদিও তাদের বাসা শহরে, তবুও পাশে এই জায়গাটা ছিল, যেখানে অনেক মানুষ গিয়ে থাকে। হেঁটে যেতে দেখছি অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। যাইহোক তবুও গিয়েছিলেন এবং ভালো সময় অতিবাহিত করেছিলেন দেখেই ভালো লেগেছে।

 6 months ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65231.23
ETH 3491.62
USDT 1.00
SBD 2.48