বেতে শাক ভাজি রেসিপি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

বেতে শাক ভাজি রেসিপি

PhotoCollage_1675239325882.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো বেতে শাক রান্নার রেসিপি। আসলে আমাদের মাঠে গমের ভিতরে অনেক বেতে শাক হয়েছে। অনেকেই তুলে নিয়ে যায় কিন্তু আমাদের তুলা হয় না।আজ কয়েক দিন ধরে কৃষণে আমাদের বাড়িতে কাজ করছে। তারা যখন দুপুরে খাবার এসেছিল তখন আমি বললাম আমার জন্য কিছু বেতে শাক আনতে। তারা বলল ঠিক আছে এনে দেব।তবে আপনাদের ভাই বাজার থেকে আনতে চেয়েছিল আমি না করেছি।কারণ খেতের তার মতো বাজারের তা এতো স্বাদ লাগবে না। তবে উনারা এনে দিয়েছিল ঠিক বেছে দেবে কে।তারপর আমার শাশুড়ি বসে বসে শাকগুলো বেছে দিয়েছে । তাহলে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

PhotoCollage_1675227464700.jpg

উপকরণপরিমাণ
বেতে শাকপরিমাণ মতো
কাঁচামরিচ ফালিকয়েকটি
পিঁয়াজ কুঁচিকয়েকটি
শুকনো মরিচ২ টি
রসুন২ টি
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ - ১

20230201_095824.jpg20230201_100304.jpg

প্রথমে আমি শাকগুলো কেটে নিয়েছি। তারপর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চালনে পানি ঝরিয়ে নিয়েছি।

ধাপ - ২

20230201_101131.jpg

20230201_105049.jpg

20230201_105103.jpg

এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে লবন দিয়ে দিলাম।

ধাপ - ৩

20230201_105441.jpg

20230201_105503.jpg

20230201_105137.jpg

এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে কেটে ধুয়ে রাখা পিঁয়াজ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব।

ধাপ - ৪

20230201_111237.jpg

20230201_111433.jpg

20230201_111509.jpg
ঢাকনা খুলে এভাবে হয়ে আসলে, একটা প্লেটে তুলে নেব। তারপর চুলাই একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব।

ধাপ - ৫

20230201_111543.jpg

20230201_111605.jpg

20230201_111726.jpg
তেল গরম হয়ে আসলে শুকনো মরিচ দিয়ে দেব। তারপর কেটে ধুয়ে রাখা রসুন কুঁচি দিয়ে দেব। রসুন এভাবে হয়ে আসলে শাক দিয়ে দেব ।

ধাপ - ৬

20230201_111802.jpg

20230201_112415.jpg

PhotoCollage_1675239325882.jpg

শাকগুলো দিয়ে বেশকিছু ক্ষণ নেড়ে চেড়ে নেব।এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন একটি প্লেটে তুলে পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন সময় অন্য পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।



TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য ।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

বেতে শাকের নাম শুনে প্রথমে চিনতে পারছিলাম না। এরপর ছবি দেখে বুঝতে পারলাম আমাদের আঞ্চলিক ভাষায় এই শাকের নাম বতুয়া শাক। গম ক্ষেতের ভেতর অনেক বেশি হয়। আর খেতে অনেক ভালো লাগে। আজকাল বাজারেও কিনতে পাওয়া যায়। তবে নিজের খেতে থেকে তোলা শাক খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে এই শাক খেতে অনেক ভালো লাগে।

 2 years ago 

জি আপু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার বেতের শাক ভাজির রেসিপি দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে তো এরকম শাক শাক ভাজির সাথে শুকনো মরিচ দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনার বেতে শাক ভাজি গুলো দেখে আমার এখনই গরম ভাত দিয়ে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শাক ভাজি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে বেতে শাক ভাজি রেসিপি করেছেন। বেতে শাকের নামে প্রথম শুনলাম। তারপর শাকগুলোর ছবি দেখে চিনতে পারলাম। আমাদের এখানে আঞ্চলিক নাম হচ্ছে আমরা ভর্তার শাক বলে থাকি। তবে এই শাকগুলো রান্না করলে এবং ভাজি করলে খেতে অনেক মজা হয়। শুকনো মরিচ দিলে শাকগুলো খেতে খুব ভালোই লাগে। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করছেন।

 2 years ago 

জি আপু শাকগুলো খেতে অনেক মজা হয়েছিল, আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ক্ষেতের শাক আর বাজারের শাকের মধ্যেই অনেক পার্থক্য আছে আপু ক্ষেতের শাক আলাদা অনেক মজা হয়।বেতে শাক আমিও কিছুদিন আগে রান্না করেছিলাম খেতে অনেক মজা হয়।তবে আপনার শাক রান্নার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না গরম ভাতের সাথে খেতে মন চায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু খেতে হলে আসতে হবে, জি আপু শাক গুলো অনেক মজা লাগে গরম ভাতের সাথে।

 2 years ago 

বেতে শাক ভাজি রেসিপি দেখে প্রথম তো চিনতে পারি নাই। পরে ভিতরে দেখে বিস্তারিত পড়ে চিনতে পারলাম। এই শাক গুলো খেতে ধারুন লাগে। সরিষা খেতে আর আলু খেতে এগুলো হয়ে থাকে। যদিও প্রায় দশ বছর যাবৎ এগুলো খাওয়া হয় না। খুব সুন্দর একটি রেসিপি দিলেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কথা শুনে অনেক খারাপ লাগল, দেওয়া গেলে হয়তো কিছু পাঠিয়ে দিতাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু বেতে শাক শুনে আমি ভাবলাম আবার বেত দিয়ে পেটাবেন নাকি।😂 এখন দেখি এটা বতুয়া শাক। শাক আমার পছন্দ খুব।আমি সব রকমের শাক খেতে পছন্দ ও করি। আপনার মত আমিও এভাবে ভাজি করি।আর খুব মজারই হয়। এখন এই বতুয়া শাক পাওয়া যায় অনেক।আপনি খুব সুন্দর করে রেসিপিটির প্রতিটি ধাপ দেখালেন। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এখন এই শাক অনেক পাওয়া যায়, ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

যে কোন শাক বলেন না কেন,শাক আমার অনেক প্রিয় একটি খাবার। আমি যখন ছোট ছিলাম তখন তামাকের মাঠ থেকে এই বাইতুর শাক আমরা তুলে নিয়ে আসতাম। আসলে এই শাকগুলো এভাবে করে রান্না করে খেতে বেশ ভালোই লাগে। অনেক দিন যাবৎ এই শাক খাওয়া হয়নি। আপনার শাক রান্না দেখে পুনরায় খাওয়ার ইচ্ছা জাগলো আপু।অনেক সুন্দর একটি শাকের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া অনেক দিন খান না জেনে অনেক খারাপ লাগল। চলে আসুন রান্না করে খাওয়াবো।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেতে শাক ভাজি আমার খুব পছন্দের। আপনি খুব সুন্দর করে শাক ভাজি করেছেন। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। শুকনো মরিচ শাকের উপরে ছিটিয়ে দিলে খাওয়ার অনুভূতি সত্যি খুব অসাধারণ হয়ে থাকে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই শাকের নাম এই প্রথম শুনলাম। আমাদের এলাকায় হয়তো বা অন্য কোন নাম আছে এই শাকের। শাক ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার শাক ভাজি রেসিপি দেখে লোভনীয় লাগছে খেতে নিশ্চয়ই মজা হয়েছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হতে পারে ভাইয়া শাকগুলোর অন্য নাম আছে, তবে আমরা একে বেতে থাকি বলে জানি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58572.58
ETH 2551.35
USDT 1.00
SBD 2.47