ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি
আসসালামু আলাইকুম
ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি
প্রয়োজনীয় উপকরণ
১। দুই ধরনের ক্লে
২।স্কেল
৩।ক্লের চাকু
প্রস্তুত প্রণালী
প্রথমে আমি গোলাপি রঙের ক্লে নিয়েছি। তারপর পরিমাণ মতো ক্লে বের করে নিয়েছি।
এখন ক্লেকে হাত দিয়ে চিত্রের মতো করে নিয়েছি। তারপর ক্লের চাকু দিয়ে এভাবে কেটে নিয়েছি।
এখন ক্লে গুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর গোল করে নিয়েছি।
এখন স্কেল দিয়ে এভাবে চেপে নিয়েছি। এভাবে আমি সব গুলো বানিয়ে নিয়েছি।
এখন একটা করে পাপড়ি ফুলের শেপে বানিয়ে নিয়েছি। এভাবে আমি সব গুলো পাপড়ি দিয়ে ফুল বানিয়ে নিয়েছি।
এখন সবুজ রঙের ক্লে নিয়েছি। তারপর গোল করে একটু লম্বা করে নিয়েছি।
এখন হাত দিয়ে পাতা বানিয়ে নিয়েছি। তারপর গোলাপ ফুলের সাথে লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
ক্লে দিয়ে অপূর্ব সুন্দর গোলাপ ফুল বানিয়েছেন আপনি। ব্লগে ক্লের তৈরি জিনিসপত্র অনেকেই শেয়ার করে। আপনার ফুলটি ও চমৎকার হয়েছে। রংটাও একদম পারফেক্ট চয়েস করেছেন। গোলাপি রঙ বলেই সবুজ রঙের পাতাটা আরও বেশি উজ্জ্বল লাগছে।
জি আপু পাতাটি বেশ উজ্জ্বল লেগেছে, ধন্যবাদ আপু।
https://x.com/MimiRimi1683671/status/1855233757143564353?t=aKifuhG4BALXfukJSlCR3g&s=19
ক্লে দিয়ে বানানো প্রতিটা জিনিস দেখতে খুবই ভালো লাগে। এই ধরনের কাজ গুলো সময় নিয়ে করতে হয়।আপনি ধাপে ধাপে সুন্দর ভাবে গোলাপ ফুল তৈরি করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ক্লে দিয়ে চমৎকার সুন্দর গোলাপি একটি গোলাপ বানিয়েছেন আপু ভীষণ সুন্দর হয়েছে। আপনার ক্লে দিয়ে বানানো গোলাপটি দেখে মনে হচ্ছে গাছ থেকে তুলে আনা তাজা গোলপ।ধাপে ধাপে গোলাপ তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্লে দিয়ে গোলাপ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
প্রথমে দেখে তো আপু গোলাপ ফুল মনে করেছি। এরপরে আপনার শিরোনাম দেখে এবং বিস্তারিত পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি করলেন। আপনার তৈরি করা গোলাপ ফুলটি অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু
আসলে আপু ক্লে দিয়ে যে কোন জিনিস বানালে দেখতে খুবই সুন্দর লাগে। আপনি দেখছি খুব সুন্দর করে গোলাপ তৈরি করেছেন। সত্যি এটা একদম গোলাপ ফুলের মত লাগছে। দেখে খুবই ভালো লাগলো আপনার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এটি তৈরি করে শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
দেখে একদম তাজা গোলাপ ফুলের মত লাগছে। ক্লে দিয়ে যে কোন জিনিস বানালেই দেখতে অনেক সুন্দর লাগে। আপনার তৈরি করা গোলাপ ফুলটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ফুলটি দেখতে অসাধারণ ছিল, ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি ক্লে দিয়ে খুবই সুন্দর একটি গোলাপ ফুল বানিয়েছেন। আপনার এত সুন্দর গোলাপ ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম বাস্তবের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের কালার আরও বেশি সুন্দর হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ক্লে দিয়ে বানানো জিনিস দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি গোলাপ ফুল শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে বানানো জিনিস গুলো অনেক ভালো লাগে ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। গোলাপ ফুল আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করলেন। দেখে শিখে নিলাম
জ্বী ভাইয়া ধাপগুলো দেখে সহজেই তৈরি করা যাবে ধন্যবাদ আপনাকে।