ভাইয়া ধাপ -১৮ তে নামিয়ে নেওয়ার পর একটু নক করলেই ধাপ - ১৯ টি নিজের চোখে দেখতে পারতাম। আর খেতে কেমন হয়েছে তাও একটু বলে দিতে পারতাম। কিন্তু কি আর করার, দাওয়াত তো আর আপনি দিবেন না। 🤪
দাওয়াত এর কথা বাদ দি, আমি কখনোই দমে দিয়ে বিরিয়ানি করিনি। আজকে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে রান্না করতে পারবো। কি যে মজাদার লাগছে দেখতে বিরিয়ানিটা কি আর বলবো!মাশাল্লাহ মাশাল্লাহ।
পরের বার আসিয়েন। এবার ত শেষ। চেয়েছিলাম আরো বড় করে পুরো রান্নাটা ভালভাবে দিতে, কিন্তু লিখতে গিয়ে কিছুটা শর্টকার্ট এই দিয়ে দিলাম। রেসিপি লেখা অনেক ধৈর্য এর ব্যাপার।
তাহলে পরের বার এর জন্য অপেক্ষায় রইলাম ভাইয়া। 🥺🥺