You are viewing a single comment's thread from:
RE: ছায়াপথ বা গ্যালাক্সি সম্পর্কে প্রাথমিক ধারনা📚 || 10% Beneficiaries @shy-fox
প্রায় ২০০ কোটি বছর পর একটি ছায়াপথ নীল ছায়াপথ থেকে লাল ছায়াপথে রূপান্তরিত হতে শুরু করে। ছায়াপথ বিভিন্ন আকৃতিও হতে পারে
এই ব্যাপারটা একদম ই জানা ছিলোনা আমার কাছে।তবে ভাইয়া সূর্যের মৃত্যু ঘটে বলতে কি বুঝালেন?
সূর্যের জ্বাললি শেষে এর দিকে থাকলে এর আয়তন বাড়তে থাকে, এবং এক সময় জ্বলানি শেষ হলে সূর্য নিউট্রন স্টার, নিস্তেজ অথবা মাঝে মাঝে ব্লাগহোলে পরিনত হতে পারে। এ ভাবেই সূর্যের মৃত্যু হয়।
তো এরপর কি হয়?
নিউট্রন স্টারে পরিনত হলে আকারে অনেক ছোট হয়, এবং ঘনত্বে অনেক বেশি হয়। যেমন, পুরো পৃথিবীর ভর একটি ফুটবলে আনলে যেমন হয় আর কি। তবে এমনটা হলে গ্রহ গুলোতে জীবন আর থাকবে না, গ্রহ গুলো হয় নস্ট হয়ে যাবে আর না হয় নিরিবিচ্ছিন্ন ভাবে মহাবিশ্বের ঘুরতে থাকবে।