প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে ৷ আজও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
ভোর বেলা কখনো উঠা হয় না ৷ আমি সাধারণত অনেক বেলা করে ঘুম থেকে উঠি ৷ আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ৷ একটু বেশিই সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশা ঢেকে গেছে ৷ যদিও আরো বেশ কিছু দিন পর থেকে এমন কুয়াশা দেখা যাওয়ার কথা ৷ তবে এবার একটু আগেভাগেই এমন কুয়াশা ছন্ন সকাল দেখা যাচ্ছে ৷ ভোর বেলা বেশ ঠান্ডা ঠান্ডা অনুভুতি হয় ৷ আজ ভোরে ঘুম থেকে প্রকৃতির এমন দৃশ্যে দেখে বেশ ভালোই লাগছে ৷ মা বললো প্রকৃতির এমন রূপ নাকি আরো আগেই শুরু হয়েছে ৷ যদিও কার্তিক মাস থেকে এমন কুয়াশা ছন্ন সকাল শুরু হওয়ার কথা , কিন্তু এ বছর আশ্বিন মাস থেকেই এমন কুশায়া ছন্ন ভোরের দেখা মিলছে ৷ তো আজ আমি কুয়াশা ছন্ন একটি সকালে অনুভুতি ও কিছু ফটোগ্রাফি শেয়ার করবো আপনাদের মাঝে ৷ যা খুবই অল্প এবং সামান্য , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
অন্যান্য দিনে মাথার উপর সূর্য এলে ঘুম থেকে উঠি ৷ আজ একটু তারা তারই ঘুম থেকে উঠেছি ৷ যদিও এতো সকালে ঘুম থেকে উঠতে ভালোই কষ্ট হয়েছে ৷ ঠান্ডা ঠান্ডা অনুভুতি নিয়ে চোখ মুছে বাইরে দেখি কুয়াশায় চারপাশ ঢেকে আছে ৷ বাড়ি থেকে ধান ক্ষেত পাশেই চলে গেলাম সেখানে ৷ তখন সূর্যটা একটু একটু করে উঠছে আকাশে ৷ এমন প্রকৃতির দৃশ্যে ছিলো সত্যিই অনেক মনোমুগ্ধকর একটি দৃশ্য ৷
কুয়াশায় ঢাকা চারপাশ ৷ একটু একটু করে সূর্য উদয় হওয়ার দৃশ্যে মুগ্ধ করার মতো ৷ আমি দারিয়ে এমন সৌন্দর্য উপভোগ করছি ৷ আসলে এমন দৃশ্যে আমি খুব কম দেখতে পাই ৷ কারণ আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠি ৷ অনেক ভালো লাগছে সকাল বেলার এমন অপূর্ব দৃশ্যে দেখতে পেয়ে ৷ যদিও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে শীতের জন্য , তবুও প্রচুর ভালো লাগছে এমন সুন্দর দৃশ্যে উপভোগ করতে পেরে ৷
কুয়াশা ছন্ন সকাল টাকে উপভোগ করার পাশা পাশি কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ৷ যদিও ততটা ভালো ছবি তুলতে পারি না ৷ সুন্দর দৃশ্যে গুলো সুন্দর ভাবে ক্যামেরা বন্দি হচ্ছে না দেখে একটু বিরক্তিকর লাগছে ৷ দু-একটা ছবি তোলার পর আর তুলিনি ৷ ভাবলাম সুন্দর সকালটাকে উপভোগ করি ৷ অন্য একদিন ফটোগ্রাফি করা ষাবে ৷ তাই আর বেশি ছবি না তুলে কুয়াশাছন্ন সকালটা উপভোগ করেছি ৷ অনেক সুন্দর ও মনোমুগ্ধকর একটি সকাল ছিল আজ ৷ বেশ ভালোই উপভোগ করেছি কুয়াশাছন্ন সকালটা ৷ এরপর আবার একটা ঘুম ৷ আসলে ঘুম প্রিয় মানুষ আমি ৷ ভোর বেলা বেশ শান্তির ঘুম হয় আমার ৷ অন্যান্য সময় জেগে থাকলেও ভোর বেলা ঘুমাতেই হবে আমার ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার তোলা ছবি গুলো এবং কুয়াশাচ্ছন্ন সকালটা ৷ আপনাদের মাঝে আবারও আসবো নতুন কিছু নিয়ে ৷ এতোক্ষণে সবাই ভালো থাকুন ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট সময় নিয়ে দেখার জন্য ৷ শুভ রাত্রি
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷
ক্যামেরা | realme C11 |
ফটোগ্রাফার | @𝙽𝚒𝚛𝚘𝚋70 |
ছবি | The beauty of nature |
লোকেশন | Bangladesh |
তারিখ | ৩১ আশ্বিন ১৪২৯ |
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
আপনাদের ওই দিকে তো দেখছি আশ্বিন মাসেই প্রচুর পরিমাণে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে ভাইয়া। আমাদের গ্রামে এখন পর্যন্ত শীতের কোন আমেজ লক্ষ্য করা যায় না। বর্তমান সময়ের আবহাওয়া দেখে যেন মনে হচ্ছে আমাদের এলাকাতে গ্রীষ্মকাল। আমি প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠি কিন্তু এখনো এই ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম না এবছর।
আমাদের এই দিকে কুয়াশা শুরু হয়ে গেছে ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
ভাই প্রথমেই ধন্যবাদ জানাই আজকে সকাল সকাল ওঠার জন্য। কারণ আপনি সকাল সকাল না উঠলে এত সুন্দর মৃদু কুয়াশা মোড়ানো সকাল আর দেখা হতো না। এ বছর মনে হয় আপনার ছবিতেই প্রথম এমন মিষ্টি কুয়াশায় সকাল দেখলাম। ছবি গুলো যেমন সুন্দর তুলেছেন সেই সাথে নিজের কথা গুলোও বেশ চমৎকার করে লিখেছেন। ভালো লাগলো খুব ভাই পোস্ট টা।
হ্যা দাদা সকাল বেলা ঘুম থেকে না উঠলে এমন সুন্দর একটি সকাল উপভোগ করা হতো না ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
আসলেই ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠা স্বাস্থ্যের জন্য ভালো ৷ কিন্তু দেরি করি ঘুমানোর জন্য আর সকাল সকাল উঠা হয় না ৷ ধন্যবাদ আপনাকে
আপনার এই পোস্ট পড়ে ভালো একটি ধারণা পেলাম, কাল সকালে সূর্য ওঠার আগে আমিও ধানি জমিতে গিয়ে সূর্যের সাথে কুয়াশা জড়িত ধান গাছের ছবি তুলব। আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া এই জন্যই নিজেও চেষ্টা করব ভাবছি সকালবেলায়।
হ্যা ভাই চেষ্টা করিয়েন ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
আপনার মত আমারও সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। সকালে যখন ঘুম থেকে উঠি তখন একেবারে রোদ উঠে পড়ে। এত সকালে কখনো উঠেছি বলে মনে হয় না। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে সকালবেলায় ওঠার ইচ্ছে যাচ্ছে। প্রকৃতির এত সুন্দর রূপ শুধু সকালবেলাতেই দেখা সম্ভব। সত্যি ভাইয়া অসাধারণ ছিল আজকের এই ফটোগ্রাফি গুলো।
হ্যা আপু সকাল সকাল ঘুম থেকে উঠবেন , এতে নিজের জন্য অনেক ভালো ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
সত্যি বলছি ভাইয়া কুয়াশাচ্ছন্ন সকালের ফটোগ্রাফি গুলো দেখে খুব অবাক হলাম। কারণ আমাদের শহর এলাকায় তো শীতের ছিটেফোঁটাও অনুভব করছি না। তাই কল্পনাও করতে পারছি না যে সকাল ভোরে ঘুম থেকে উঠলে এমন কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখতে পাবো। তবে ফটোগ্রাফি গুলো দেখে শীতের আগমনকে খুব শীঘ্রই আশা করছি। কারণ শীতকাল আমার খুব পছন্দের একটি ঋতু। সত্যিই আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে এবং সেই সাথে নতুন একটি ঋতুর আগমন মনে আনন্দের দোলা দিচ্ছে।
অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে ৷ ধন্যবাদ আপনাকে
কুয়াশা পড়া শুরু হয়েছে কয়দিন পরে শীতের আমেজ বিরাজ করবে। আসলে শীতের সকালের পরিবেশ খুবই সুন্দর থাকে। চারদিকে কুয়াশা অন্ধকারে ঢাকা থাকে প্রাকৃতিক খুবই নিরিবিরি। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। একটি শীতের সকালের গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
সকালবেলায় ঘুম থেকে উঠে হাটাহাটি করতে আমার একটু বেশি ভালো লাগে কিন্তু এখন ওটা হয় না তেমন। আর সকালে যদি ফটোগ্রাফি করা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগবে। আমি সকালবেলা ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি এবং সকালবেলার সুন্দর সুন্দর প্রাকৃতির ফটোগ্রাফি গুলো দেখতেও ভীষণ ভালোবাসি।
আসলেই আমারও সকাল বেলা ঘুম থেকে উঠা হয় না ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
ঠিকই বলেছেন এখন অধিকাংশ মানুষ এই ভোরবেলা ঘুম থেকে উঠে না ।তাছাড়া ভোর বেলা যারা উঠে তারা ভোরের সৌন্দর্যটা উপভোগ করতে পারে। আপনার পোষ্টের মাধ্যমে বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দরভাবে সকালের পরিবেশটা উপভোগ করতে পেরেছেন ।আর আপনার পোস্টে ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷