আসলে আগে অনেকেই আমরা অনেক ভোরে উঠতাম। এখন অবশ্য যারা চাকুরীজীবি এবং যারা ধর্মীয় উপাসনা করে তারাই খুব ভোরে উঠে। সকাল
সকাল উঠা কিন্তু স্বাস্থ্য সম্মতও।কারন আমি এক চিকিৎসা বিজ্ঞানের বইয়ে পড়েছি "সকাল-সন্ধ্যা হাঁটা,দুপুরের খাবারের পরে হালকা বিশ্রাম নেওয়া এবং রাতে ঘুমানোর পূর্বে নিন্মে চল্লিশ কদম হাঁটা, লক্ষ টাকার ঔষধ খেলে যে উপকার তার চেয়ে বেশি উপকার পাওয়া যাবে"।সকালের ফটোগ্রাফিগুলো সাধারণত খুব সুন্দর হয়ে থাকে।আর আপনার ধান খেতের পাশ থেকে হালকা কুয়াশাঘেরা পরিবেশের ফটোগ্রাফিগুলোও খুব দারুণ হয়েছে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ও চমৎকার কিছু হালকা কুয়াশাঘেরা সকালের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া
আসলেই ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠা স্বাস্থ্যের জন্য ভালো ৷ কিন্তু দেরি করি ঘুমানোর জন্য আর সকাল সকাল উঠা হয় না ৷ ধন্যবাদ আপনাকে