পৃথিবীতে আপন মানুষের জায়গা পূরণ করা যায় না।

in আমার বাংলা ব্লগlast month

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পৃথিবীতে আপনজন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে আমাদের এই পৃথিবীতে জীবনে বিভিন্ন ধরনের প্রিয় মানুষ আছে। আসলে আমাদের জন্মের পর থেকে যেমন আমাদের মা-বাবা আমাদের সব সময় পাশে থাকে তেমনি আস্তে আস্তে যখন বড় হই তখন অনেক ধরনের প্রিয় মানুষ আমাদের কাছে আসে এবং আমাদেরকে ভালোবাসে। আসলে কোন প্রিয় মানুষের জায়গা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না। এই পৃথিবীতে যতই প্রিয় মানুষ থাকুক না কেন মা-বাবার মতো আর কেউ আমাদের পৃথিবীতে কখনো হতে পারে না। আসলে এসব দিক থেকে সবাই যতই ভাবুক না কেন মা-বাবার জায়গা আর অন্য কেউ কখনো নিতে পারে না। আসলে এই মা বাবা আমাদের সেই ছোটবেলা থেকে তাদের শেষ বয়স অবধি আমাদের জন্য অনেক বেশি কষ্ট করে। যদিও আমাদের সুখের জন্য তারা সারা জীবন অনেক বেশি কঠোর পরিশ্রম করে যায়।


আসলে শুধুমাত্র এই পৃথিবীতে মা-বাবা ছাড়া আর অন্য কেউ স্বার্থহীনভাবে আমাদের জন্য কাজ করে না। আসলে মা বাবার চোখে আমরা সারা জীবন সবসময় ছোটই থাকি। কেননা ছোটবেলায় যখন মা বাবা আমরা কোন ভুল করতাম তখন শাসন করতো। ঠিক তেমনি আমরা যখন বড় হয়েছি তখনও যদি কোন রকমের ভুল করি তাহলে মা-বাবা সেই ছোটবেলার মত আমাদেরকে শাসন করে। আসলে এই পৃথিবীতে সবার জায়গা অন্য কেউ পূরণ করতে পারলেও মা-বাবার জায়গা এই পৃথিবীতে কেউ কখনো পূরণ করতে পারেনি, বর্তমানে কেউ কখনো পূরণ করতে পারছে না, আর ভবিষ্যতে কেউ কখনো পূরণ করতে পারবে না। আসলে মা বাবা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জীবনে যারা মা-বাবার স্নেহ পায়নি তারা এই পৃথিবীতে সব থেকে বড় অসহায়।


আসলে আমাদের এই পৃথিবীতে সবাই যেমন জন্মগ্রহণ করেছে তেমনি সবাইকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আসলে এই চিরন্তন সত্যকে কেউ কখনো উপেক্ষা করতে পারবে না। আর এই সত্যকে গ্রহণ করে এক সময় আমাদের যেমন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আসলে আমাদের জন্মের আগে আমাদের মা-বাবা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন আমাদের কাছে এই পৃথিবীটা বড়ই শূন্য মনে হবে। কেননা মা বাবা ছাড়া পৃথিবীর কখনো সুখের হতে পারে না। আসলে এই মা-বাবা সারা জীবন আমাদের উপরে বটবৃক্ষের ছায়ার মত থাকে এবং সকল বিপদ আপদ থেকে আমাদের সবসময় দূরে রাখে। কিন্তু তাদের চলে যাওয়াতে আমাদের মাথার উপরের সেই বট বৃক্ষের ছায়াটা মনে হয় চিরদিনের জন্য চলে যায়। আর এই মা বাবার জায়গা আর কেউ কখনো পূরণ করতে পারে না।


আসলে তাই আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের জীবনে আমাদের এই মা-বাবা যাতে কোন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখব। এছাড়াও তাদের সবকিছু পূরণ করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। কেননা শুধুমাত্র তারা আমাদের জন্য তাদের নিজেদের জীবনের অনেক প্রয়োজনীয় জিনিস অপূরণ রেখে গেছে। ঠিক আমরা যখন বড় হয়ে কোন কাজ করবো এবং সেই কাজের মাধ্যমে যে অর্থ উপার্জন করবো তা দিয়ে সব সময় মা বাবাকে সুখে রাখার চেষ্টা করব। কিন্তু মা-বাবাকে কখনো অর্থ দিয়ে সুখে রাখা যায় না। আসলে মা বাবা চায় তার শেষ বয়সে তার সন্তানেরা তার লাঠি হয়ে তাদের পাশে সারা জীবন থেকে যাক। তাদের জন্য আমাদের সবার উচিত আমাদের কোন আচরণে যাতে করে মা-বাবা কোন কষ্ট না পায় সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখব।


কেননা মা-বাবা যাদের জীবন থেকে একবার চলে গেছে তারা জানে এই জীবনে মা-বাবার গুরুত্ব কত বেশি। আর এর মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করবো যে জীবিত অবস্থায় মা বাবার সেবা করা এবং তাদের পাশে সব সময় থাকা। এছাড়াও এই পৃথিবীতে যারা মা-বাবাকে কষ্ট দেয় তারা কিন্তু কখনোই জীবনে সুখী হতে পারে না। আসলে যারা মা-বাবাকে অবহেলা করে তারা কখনো একজন প্রকৃত মানুষ নয়। আর তাদের জায়গা কেউ কখনো পূরণ করতে পারবেনা। আর এর জন্য আমরা সবাই আমাদের নিজেদের মা-বাবাকে ভালোবাসবো এবং তাদের শ্রদ্ধা করব। এছাড়াও জীবনে তাদের যত শখ আল্লাদ আছে তা সব সময় পূরণ করার চেষ্টা করব। আসলে তাদের সুখ দেখতে পারলে আমাদের মনের সুখের কোন শেষ থাকবে না। আর যার জীবনে মা-বাবা আছে তার কাছে মনে হয় স্বর্গ সুখ থাকে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last month 

সত্যি বলেছেন ভাইয়া জন্ম নিলে মৃত্যু বরণ করতে হবে এটাই স্বাভাবিক। আর এই সত্যকে আমাদের অবশ্যই মেনে নিতে হবে। আর বাবার মার স্হান কেউ কখনো দিতে পারেনা আবার নিতেও পারে না।বাবা মা প্রতিটি সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে থাকেন। বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা মা।ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 last month 

ভাইয়া দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।কথাগুলো অনেকটা যৌক্তিক আসলেই।পৃথিবীতে আপনজনের স্থান কেউ নিতে পারেনা।আর বাবা মা সন্তানদের জীবনের মাথার উপরের ছাদ বললে ভুল হবেনা।একজন সন্তান তার বাবা মা কে যেমনি ভালোবাসে তেমনি তারাও তার সন্তানদের দুনিয়া মনে করেন।এই স্থান আর অন্য কারো জন্য না।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ আপন হয় না। আর হলেও সেটা একটা ছোট সময়ের জন্য। আমাদের উচিত সবসময় তাদের খুশি রাখা তাদের কথা শুনে চলা। কেননা একবার তাদের হারিয়ে ফেললে তাদের শূণ্যতা টা বোঝা যায়। বেশ ভালো লিখেছেন দাদা।

 last month 

ছোটবেলায় মা-বাবা যেমন তাদের সন্তানকে শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করেছে এবং হাজার হাজার কষ্ট সহ্য করে মানুষ করেছে। সেই সন্তানরা যদি মা-বাবাকে ভালো রাখতে না পারে তাহলে সন্তান হিসেবে কোন যোগ্যতাই তার নেই। আমার মনে হয় প্রত্যেকটা মা-বাবা তার সন্তানের জন্য যেমনটা করে কিন্তু প্রত্যেকটা সন্তান তার মা বাবার জন্য তেমনটা কখনোই করতে পারে না। তবে সাধ্যমত সবকিছু করা উচিত। মা বাবা যতদিন আছে ততদিন বৃক্ষ আছে, ছায়া আছে।তারা না থাকলে মায়া মমতা কখনো মন থেকে পাওয়া যায় না। আপনার পোস্টটা পড়ে আসলে খুব ভালো লাগলো। তবে ব্যথিতও হলাম আমাদের প্রিয় দাদার বাবা গত হয়েছেন সেটা মনে পড়ে গেল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59453.81
ETH 2607.50
USDT 1.00
SBD 2.39