You are viewing a single comment's thread from:

RE: বিষাক্ত বাজার।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসলে ভাই কি বলবো আমরা এমন এক দেশে আছি, যেখানে দুর্নীতি এবং মানুষ মানুষকে মেরে ফেলার ব্যবস্থা করতেও কারো মনে বাধেনা। ফলমূল শাক সবজি কোথায় নেই বিষক্রিয়া। সব জায়গাতে বিষক্রিয়া মিশানো হচ্ছে। যার ফলে অন্যান্য দেশের চাইতে বাংলাদেশের মানুষজন স্বাস্থ্য ঝুঁকিতে বেশি পড়ছে।এই যে আপনি ড্রাগন ফলের কথা বললেন, আমি তো এটা মোটেও জানতাম না যে স্প্রে দিয়ে ড্রাগন ফলকে বড় করা হয়। আমি বাঁচ্চার জন্য মাঝে মাঝে দু একটা করে ড্রাগন ফল আনি। তবে আমি আবার ছোট গুলো দেখেই আনি। কিন্তু এটা জানতাম না যে ড্রাগন ফল স্প্রে দিয়ে বড় করা হয়। আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম। মূলত বাইরের কান্ট্রিগুলোতে ফলমূল অনেক তরতাজা হয়ে থাকে। আমরা যখন সুপার মার্কেট থেকে ফল কিনতে যেতাম, তখন ফল কিনে এনে খেতে অন্যরকম ভালো লাগতো। কিন্তু আমাদের দেশে ফল খেতে ইচ্ছে করে না বিষক্রিয়ার কারণে ।যাই হোক বাস্তবে কিছু কথা তুলে ধরলেন। সত্যি বলতে সরকার চাইলে খুব সহজে এগুলো সসমাধান করতে পারে। কিন্তু উপর মহলের লোকের জন্য আসলে একটা জায়গাতে গিয়ে থেমে যাচ্ছে। যাইহোক সবকিছু যাতে ঠিক হয়, আর যারা বিষক্রিয়া প্রয়োগ করছে তাদেরকেও যাতে আল্লাহ হেদায়েত করে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.032
BTC 92446.68
ETH 3289.43
USDT 1.00
SBD 2.88