অনেক সময় যখন নিজের স্বাধীনতা বা মত প্রকাশ করাটা মূল্যহীন মনে হয় তখন হয়তোবা নিশ্চুপ হয়ে যাওয়াটাই শ্রেয়। তেমনি কারো মনে যদি অনেক রাগ অভিমান জমা থাকে তখনও হয়তো বা কেউ নিশ্চুপ হয়ে যায়। স্থিরতা চলে আসে মনের মাঝে। তবে আপনি আজকে যে লিখাগুলো লিখেছেন পড়ে খুবই ভালো লেগেছে। ছাদে বসে কান্না করা আর এই চাঁদটাকে দেখা হয়তো বা তার কষ্ট গুলো দেখার মত কেউ নেই। এত বড় পৃথিবী, এত মানুষজন কিন্তু দুঃখ ভাগ করে নেয়ার ক্ষেত্রে হয়তোবা কাউকে খুঁজে পাওয়া যাবে না। মানুষ নিজের নিয়মে নিজের গতিতে চলে। কেউ কখনো অন্যের জন্য সময় বের করে বসে থাকে না। লেখাগুলো পড়ে সত্যিই খুব ভালো লাগলো।