You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৭
কাঁটাময় রাস্তাটা হাটতে হবে একা,
সেই পথে পাবো না তো কোনো বন্ধুর দেখা।
নিজের দুঃখে নিজেই আছি থাকবে না তো কেউ,
মাঝেমাঝে সেসব ভেবে মনে উঠে বেদনার ঢেউ।
তব এ হৃদয় শান্ত রবে থাকবে না কারো পানে,
তবুও মাঝেমাঝে কেন জানিনা বসে থাকে কারো টানে।
বেদনাময় হৃদয় এর আজ নেইতো কোনো বন্ধু,
হাসির দুয়ারে লাগিয়েছি তালা গড়েছি বিষাদসিন্ধু।