আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
অবিশ্বাসের তীব্র আঘাতে জর্জরিত
হৃদয়ে বাড়ছে শুধু দ্বন্ধ
ভালোবাসার আকাংখার চঞ্চলতা উগ্র
হৃদয়ে লুকাচ্ছে অনুভূতির শব্দ।
লেখক
লেখক এর অনুভূতি:
বিশ্বাস কিংবা অবিশ্বাস দুটোর দ্বন্ধ ছাড়া ভালোবাসা কখনো তীব্র হয় না কিংবা কাংখিত রূপ প্রকাশ পায় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অসহায় আজ ভালোবাসা
অবিশ্বাসের ডালে,,
ইচ্ছে করে আঘাত করি
নরম কোমল গালে।
হৃদয় মাঝে চঞ্চলতার
বাঁধভাঙ্গা সেই ঢেউ,,
অনুভবে অনুভূতি
বোঝেনা তো কেউ,,,
♥♥
বিশ্বাসের ভরে সকলই ভুলায়ে,
মিলায়েছি নতুন প্রেম ছন্দে।
নিকষ কালো অন্ধকারেও, খুঁজি আলোকের রন্ধ্রে।
দেবো-মেলাবো, রব স্বভাবে সকল বর্ণ, গন্ধে।
হুম জটিল অংক খুব কম সময় কিন্তু সমাধান হয়, বেশীর ভাগ সময় অংক মেলানো যায় না। দারুণ লিখেছেন কঠিন শব্দ দিয়ে।
বিশ্বাসের হাত কি আর সর্বদা যোগ্য হয় বলুন তো? 😄 ধন্যবাদ। ☺
অবিশ্বাসের তীব্র ছায়া পড়েছে হৃদয়ে,
মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের মতো যন্ত্রণা।
ভালোবাসা যেন এক শূন্যের উপরে দাঁড়িয়ে,
লুকায়িত থাকছে মনের দ্বন্দ্ব।
এ যেন এক তীব্র আকাঙ্ক্ষা,
হৃদয় বাঁধে কষ্টের ছায়া।
বিস্মিত মনে কত শত প্রশ্ন,
এবার বুঝি ভেঙে গেল সব মায়া।
কেন এত অবিশ্বাসের ছায়া,
ভালোবাসা কি, কম দিয়েছি তোমাকে।
হৃদয় কেন হচ্ছে সব ছিন্নভিন্ন,
শুধু এতটুকু ভরসা করবে কি আমাকে।
বাহ! দারুণ লিখেছেন আপু, আপনার ছন্দগুলোতো মুগ্ধ করে দিলো আমায়।
সবটাই আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে। আপনার প্রশংসা পেয়ে ভালো লাগলো।
খুব ভালো লিখেছেন আপু 🌼🦋
হৃদয়ের অনুভূতির ভাজে,
খুজেঁ ফিরি আমি সুখ!
ভালোবাসা পেলে এই হৃদয়,
হয়ে যাবে সর্বসুখ!
তোমার ভালোবাসার মায়ায়,
বাড়িয়ে দাও আমার হৃদয়ের অনুভূতি!
কবিতার কয়টি লাইনের মাঝে দারুণভাবে নিজের অনুভূতি তুলে ধরেছেন ভাইয়া। আপনার লেখা কবিতার লাইনগুলো সত্যিই দারুণ হয়েছে।
কাঁটাময় রাস্তাটা হাটতে হবে একা,
সেই পথে পাবো না তো কোনো বন্ধুর দেখা।
নিজের দুঃখে নিজেই আছি থাকবে না তো কেউ,
মাঝেমাঝে সেসব ভেবে মনে উঠে বেদনার ঢেউ।
তব এ হৃদয় শান্ত রবে থাকবে না কারো পানে,
তবুও মাঝেমাঝে কেন জানিনা বসে থাকে কারো টানে।
বেদনাময় হৃদয় এর আজ নেইতো কোনো বন্ধু,
হাসির দুয়ারে লাগিয়েছি তালা গড়েছি বিষাদসিন্ধু।
নিঃশব্দে হৃদয়স্পন্দন হচ্ছে তীব্র,
প্রতিধ্বনি নাইকো বা শুনলে।
ভালোবাসাময় এই পৃথিবীতে
নতুন মায়ার জাল বুনলে।
অনাস্থার আঘাতে আঘাতে রক্তাক্ত
মনে শুধু বিষে ভরাক্রান্ত
ভালোবাসারা পরিতৃপ্তি খুঁজতে ব্যস্ত
মনের আড়ালে অনুভবেরা ডানা মেলে।
চমৎকার হয়েছে আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া।
যেখানে হারানোর ব্যাথা নেই
সেখানে পাওয়ার আনন্দ নেই।
যেখানে সন্দেহের অবকাশ নেই
সেখানে ভালবাসার মিষ্টতা নেই।
স্বর্ণ খাটি হয় না পুড়ানো ছাড়া
ভালবাসা পূর্ণ হয় না দ্বন্ধ বিনা।
কষ্ট ছাড়া কোন কিছু অর্জন হয় না
আঘাত ছাড়া ভালবাসা মজবুত হয় না।
ছলনার ভীষণ খেলায় মেতেছো
হৃদয় পুড়ে খান খান
আবেগ অনুভূতি বিলীন হয়েছে
হৃদয়ের অস্থিরতা যেন বেগবান।
তবুও স্বপ্ন নিয়েই তাকিয়ে আছি
আকাশের দিকে।
কখন চাঁদের দেখা মিলবে ঐ দূর আকাশে
আর মেঘগুলো সব ঝরে পড়ে
ভিজিয়ে যাবে আমার এই শুকনো হৃদয়টাকে।