ব্যস্ততা আর অজুহাতের আড়ালে কতই না সম্পর্ক হারিয়ে যায়।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
ব্যস্ততা আর অজুহাতের আড়ালে কতই না সম্পর্ক হারিয়ে যায়। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আসলে ব্যস্ততা আর অজুহাতের আড়ালে কতই না সম্পর্ক হারিয়ে যায়।কেউ ইচ্ছে করে ব্যস্ততা দেখায় কেউবা আবার ইচ্ছে করেই অজুহাত দাড় করায়।যখন বুঝতে পারি নিজের সাথে ও এমন চলছে, তখন নিজেকে ও লুকাতে মন চায়।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা মন্দলাগা আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
ব্যক্তিগত ভাবে যার যার জীবনে সবাই ব্যস্ত। কেউ কাজে, কেউ পড়াশোনায়, আবার কেউ নিজের ইচ্ছায় ব্যস্ত থাকে। কিন্তু এই ব্যস্ততা আর অজুহাতের আড়ালে অনেক সম্পর্ক হারিয়ে যায়। অনেক সময় আমরা দেখি, যাদের আমরা ভালোবাসি, তারা আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যায়। প্রথমে ভাবি, হয়তো তারা সত্যিই ব্যস্ত। কিন্তু যখন বুঝতে পারি, তারা ইচ্ছে করেই ব্যস্ততার অজুহাত দেখাচ্ছে, তখন কষ্ট লাগে।
মাঝেমধ্যে নিজেও এমনটা করি। ইচ্ছে করেই ব্যস্ততার অজুহাত দেই, কারো সাথে কথা বলতে চাই না। তখন মনে হয়, আমি কি সেই মানুষগুলোর মতোই হয়ে যাচ্ছি, যারা অজুহাত দিয়ে সম্পর্ক এড়িয়ে চলে? নিজের কাছে অপরাধী মনে হয়।আবার পরক্ষণে মনে হয় আমি দূরে থাকলেই বোধহয় কারো কারো ভালো হয়।
আবার এমন অবস্থায় মনে হয়, সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই। ব্যস্ত শহরের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলি। যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ কোনো প্রশ্ন করবে না। এইভাবে হয়তো কষ্টটা ভুলে থাকা যাবে। আসলে আমরা সবাই চাইলে একটু সময় বের করতে পারি। যাদের ভালোবাসি, তাদের একটু সময় দিলে সম্পর্কগুলো আর হারিয়ে যায় না।
কিন্তু যখন বুঝি, কেউ ইচ্ছে করেই আমাদের এড়িয়ে চলে, তখন তাদের জন্য অপেক্ষা করার মানে নেই। ব্যস্ততার অজুহাতে যদি সম্পর্কগুলো শেষ হয়ে যায়, তাহলে সেগুলো নিয়ে দুঃখ পাওয়ারও কিছু নেই। তাই যারা সত্যিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাদের সময় দেওয়া উচিত। আর যারা ইচ্ছে করেই দূরে সরে যায়, তাদের ছেড়ে নিজের ভালো থাকার চেষ্টা করাই ভালো।
একক সম্পর্ক টিকিয়ে রাখা সবার পক্ষে সম্ভব না, কারণ আমরা সকলেই জানি এক হাতে তালি বাজে না।তবে নিজের ভালো থাকা আমাদের নিজেদের হাতেই।তাই নিজেকেও গুরুত্ব দেওয়া উচিত।নিজের ভালো লাগার দিকেও মনোযোগ দেওয়া উচিত। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি।
যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Nevlu123/status/1904398652946452855
https://x.com/Nevlu123/status/1904397536154231023
https://x.com/Nevlu123/status/1904480546304221486
https://x.com/Nevlu123/status/1904512700660736150
https://x.com/Nevlu123/status/1904513998911140066
https://x.com/Nevlu123/status/1904548531089891832
একদম ঠিক বলছ, ব্যস্ততার কারণে অনেক সম্পর্ক হারিয়ে যায়। সময় না দিলে কাছের মানুষও দূরে চলে যায়। তাই অজুহাত না দিয়ে যদি একটু সময় দেয়া হয় , তাহলে সম্পর্ক টিকে থাকে।ধন্যবাদ দারুন একটি বিষয় শেয়ার করার জন্য।