প্রথমবার অণুগল্প লিখছি আমার বাংলা ব্লগে৷ গল্পের নাম গাছ কথা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা


কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা বেশ ভালই আছেন। আমিও ভালো আছি। আপনাদের সবার সুস্থ জীবন এবং ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।

rabbit-8196781_1280.webp
সোর্স

আজ আমি আপনাদের একটি অণুগল্প পড়াবো। আমি যে খুব একটা অণুগল্প লিখি নিয়মিত তা নয় তবে মাঝেমধ্যে লিখে থাকি। এই গল্পটি কয়েকদিন আগে লেখা। মানুষের জীবনে সব সময় ভালো বন্ধু থাকে না আবার কোন কোন বন্ধু আজীবন ভালো হয়েই থেকে যায়। আসলে বন্ধুত্ব শব্দ টা অত্যন্ত নিঃস্বার্থ। কিন্তু মানুষ তো তা নয়। প্রতি পদে প্রতি মুহূর্তে সে কেবল তার স্বার্থের কথাই ভাবে। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বন্ধুত্বের তাগিদে যে মানুষ মানুষের জন্য করবে সেই যুগটা আজ আর নেই। তবুও কিছু বন্ধুত্ব থেকে যায় আবার কিছু বন্ধুত্ব হারিয়ে গিয়েও থেকে যায়। যেকোনো পরিণত সম্পর্ক বলা ভালো যে কোনো পরিণত মানুষের সম্পর্ক যদি হারিয়েও যায় তা সত্ত্বেও তাদের যখন নতুন করে দেখা হয় বা হঠাৎ করে কথা হয় তারা হয়তো অপরিনত মানুষের মতো মুখ দেখা দেখি বন্ধ বা কথা বলবে না আজীবন কাল এরম করে না। আমার আজকের গল্পটি অনেকটা এরকমই। তো চলুন আর বেশি কথা না বলে গল্পটা পড়া যাক।


গাছ কথা

-------------------- নীলম সামন্ত


  • "তুমি যে বলেছিলে সম্পর্কটা টিকবে না, তাও তো এতগুলো বছর হয়ে গেল,"

  • সাধারণত টেকে না রে, প্রত্যেকেরই একটা করে নিজস্ব ইউনিট আছে। শেষে সেখানেই ফিরতে হয় আর অতিরিক্ত কোন কিছুই টিকে থাকে না। একদিন শেষ হয়েই যায়।

  • আমিও মানি এ'কথা।

  • জীবন দিয়েই তো দেখলাম। অস্বাভাবিক কোন কিছুই স্থায়ী নয়৷

  • জানি, এভাবেই ভেবে দেখেছি। সব মিলে যাচ্ছিল তোমার সাথে।

  • তুই তো ম্যাচিওর মেয়ে।

  • এখনও বেশ স্বল্প শব্দেই চ্যাট করো তাই না?

  • হাত ভালো হয়নি, হবারও না৷ আয় না একদিন বসে আড্ডা দেওয়া যাবে।

  • কি বলবে? কবিতা?

  • সবই বলব, তারপর ওই তন্দুরি চা।

  • মনে আছে?

হুড়মুড়িয়ে স্মৃতিগুলো ভিড় করে এসে আচ্ছন্ন করে ফেলে সুজাতাকে। মুখ দেখাদেখি বন্ধ প্রায় ছ'মাস। এতোদিনের বিরতির পর খুলল হোয়াটসঅ্যাপের চ‍্যাটবক্স দুটো। সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলগুলো এখনও ব্লক। মেসেজ দেখেও উত্তর না দেওয়ার অভ্যেসটা আজও অপরিবর্তিত অভিষেকের। বয়সের ব‍্যবধান থাকলেও বন্ধুত্বে কোনও খাদ ছিল না ওদের৷ অভিষেক যেদিন প্রোপজ করল, সুজাতা বলেছিল-- "ইশ তোমার বয়সটা আরও একটু বেশি আর আমার আরও বেশ কিছুটা কম হলে ভালো হত ঠিক 'রবি-রানু'-র মত।" অভিষেক বুঝে গেছিল এ সম্পর্ক টেঁকার নয়৷ সুজাতাও হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিল সমস্ত বাগবিতণ্ডা। তবে বন্ধুত্ব ছিল৷ সমবয়সিদের থেকে বেশি বই কম নয়৷ নিখাদও। সুজাতা বোঝে সে কথা। যেভাবে একদিন ডাইরির সমস্ত পৃষ্ঠা ফাঁকা রেখে এক কোণে লিখে রেখেছিল, প্রেম নয় জীবনের নিখাদ লাঠি যদি কেউ হয় তবে তা বন্ধুত্ব

  • কি গো চুপ করে গেলে যে...

  • নতুন কি লিখলি? অনেকদিন পড়িনি তোর লেখা ।

  • ধুর। তুমি বাড়ি যাও। অনেকটা পথ যেতে হবে একা একা...

চ‍্যাটবক্সটা বন্ধ করে হোয়াটসঅ‍্যাপের অ‍্যাবাউটে টাইপ করল সুজাতা, প্রেম নয় জীবনের নিখাদ লাঠি যদি কেউ হয় তবে তা বন্ধুত্ব



কেমন লাগলো আমার আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসবো আগামীকাল অন্য কিছু নিয়ে আজ এ পর্যন্তই।

টাটা!

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণগল্প লিখন
লেখিকানীলম সামন্ত
লোকেশনপুণে,মহারাষ্ট্র


1000216466.jpg


৫% বেনেফিশিয়ারি এবিবি স্কুলকে এবং ১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

PUSSfi.png

1000205505.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.18
JST 0.032
BTC 88358.62
ETH 3275.22
USDT 1.00
SBD 3.02