লেভেল ওয়ান হতে আমার অর্জন By @neelamsamanta

in আমার বাংলা ব্লগ23 days ago (edited)

।। নমস্কার বন্ধুরা।।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


নীলমের লেখামিতে আপনাদের স্বাগত



1000178343.jpg

কেমন আছেন বন্ধুরা? আশাকরি ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমার পোস্টে লিখব লেভেল ওয়ানে আমি কি কি শিখলাম।



স্টিমিট জার্নি আমার খুবই অল্প সময়ের৷ শুরুতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি অস্বীকার করব না৷ নতুন কিছু শিখতে হলে হয়তো এভাবেই ভুল-ভ্রান্তির পথ পেরিয়ে হোঁচট খেয়ে শিক্ষালাভ করতে হয়৷ এখানকার মডারেটর দাদারা পোস্টে কমেন্ট করে "আমার বাংলা ব্লগ"এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট সম্পর্কিত পোস্টটি শেয়ার করে জানিয়েছেন কি কি নিয়ম মেনে পোস্ট করতে পারব৷ এছাড়াও লেভেল ওয়ানের ক্লাস ও লেকচার শিটটি পড়ার ফলে অনেকটাই অজ্ঞতা দূর হয়েছে। সমস্ত মডারেটর দাদাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এভাবে সুন্দর ও গুছিয়ে পাশে থাকার জন্য৷

যা কিছু শিখলাম-

প্রথমেই যেটা বুঝেছি স্টিমিট কি। ফেসবুক, ইন্সটাগ্রাম আরও নানান সোসাল মিডিয়ার মতোই একটি সোসাল মিডিয়া যেখানে আমি নিয়মিত ব্লগিং করতে পারব৷ তবে বিশেষ পার্থক্য হল অন্যান্য সোসাল মিডিয়াগুলোতে সময় দেওয়ার পর আমাদের বেনিফিট আসলেই শূন্য থাকে। কিন্তু স্টিমিট পেমেন্ট করে। স্টিমিটে অন্যের পোস্টে করা কমেন্টও টাকা পায়। আমার করা প্রতিটা কমেন্ট ও ভোট টোকেন বহন করে। এই পেমেন্ট পদ্ধতি হয় ব্লকচেইন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। যাকে বলা হয় স্টীম ও এসবিডি।

এখন কথা হচ্ছে ব্লকচেইন কি। স্টিমিট একটি ডিসেন্ট্রালাইজড প্লার্টফর্ম। অর্থাৎ আমরা এখানে যাই লিখি, কমেন্ট লাইক ইত্যাদি সমস্ত ধরণের অ্যাক্টিভিটি করি তা কোন একটি বিশেষ সারভারে সংরক্ষিত হয় না এবং তার দ্বারা নিয়ন্ত্রিতও হয় না৷ বিন্যস্ত ডেটাবেসে সংরক্ষিত হয় এবং প্রতিটি তথ্যই বিন্যস্ত করে সমস্ত ইউজারদের সাথে শেয়ার করা হয়৷ লেজারে যখন তথ্যগুলো আসে তখন গুচ্ছ আকারে জমা হয়৷ এক একটি গুচ্ছই হল এক একটি ব্লক। যখন নতুন ব্লক আসে তখন তা পুরনো ব্লকের সাথে জুড়ে যায়৷ এভাবেই তৈরি হয় শেকল বা চেইন৷ ব্লক দিয়ে তৈরি চেইন বলে এর নামও ব্লকচেইন।

বেসিক আইডিয়া এভাবেই হয়েছে।


এবার আসি প্রশ্নপত্রের উত্তরে।


কোন ধরণের অ্যাক্টিভিটিকে স্প্যামিং বলে ?

কোন একটি পোস্ট বার বার শেয়ার করা, বা কাউকে খুব বিরক্তিকর ভাবে অপ্রয়োজনে বার বার মেনশন করা, অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা, ধরাবাঁধা কয়েকটি শব্দে কমেন্ট সেরে দেওয়া যেমন খুব ভালো, ধন্যবাদ, শুভেচ্ছা, দারুণ এসব মন্তব্য৷ ইত্যাদি এই ধরণের অ্যাক্টিভিটিগুলো কে স্প্যামিং বলা হয়৷


ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধরণের ধারণা অর্জন করেছেন?

স্টিমিট আমেরিকান প্লার্টফর্ম হওয়ার কারণে এখানে কপিরাইটের নিয়মাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সহজ উপায় হল, নিজের তোলা ছবির ব্যবহার৷ এখানে যেহেতু আর্থিক বেনিফিট রয়েছে তাই বিনা অনুমতিতে কারও ছবি পোস্ট করা যাবে না৷ কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট অর্থাৎ বুদ্ধিবৃত্তিক পোস্ট বা ছবিগুলিকে রক্ষা করার আইন, বলে অন্যের আবিষ্কার বা অন্যের সৃষ্টি বা অন্যের আর্ট আমরা তাদের অনুমতিতে নিয়ে ব্যবহার করতেই পারি৷ কিন্তু তা যদি অর্থনৈতিক বেনিফিটের কারণে হয় তবে তা করতে পারি না৷


তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রী ফটো সংগ্রহ করা যায়।

https://pixabay.com/
https://www.pexels.com/
https://www.freeimages.com/


পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

পোস্টে ট্যাগব্যবহার করা অত্যন্ত জরুরি। পোস্ট করার সময় একেবারে শেষের দিকে ট্যাগের ঘরটি দেখা যায়। এক একটা লেখা যে বিষয়ে সেই বিষয়ের ওপর কী ওয়ার্ডগুলিকে ট্যাগ হিসেবে ব্যবহার করা যায়। কারণ ওই ট্যাগে ক্লিক করে ওই বিষয়ে সবারই লেখা আমরা দেখতে ও পড়তে পারব এবং অন্য পাঠকেরাও আমার লেখাটি সহজেই পেয়ে যাবেন৷

যে বিষয়ে লিখছি তার মূল শব্দগুলিই ট্যাগ নির্বাচন করব। যেমন কোন ট্রাভেলগ লিখছি, সেক্ষেত্রে ট্যাগ হবে ট্রাভেল, কোন জায়গায় গেলাম সেই জায়গার নাম, কোন বিখ্যাত জিনিস দেখলে তার নাম।

আবার যদি কোন রেসিপি নিয়ে ব্লগ লিখি তবে ট্যাগ হবে রেসিপি, কোন দেশের স্পেশাল রেসিপি হলে সেই দেশের নাম, যে প্রধান উপকরণ ব্যবহার করছি তার নাম ইত্যাদি

ফটোগ্রাফি নিয়ে লিখছি, সেক্ষেত্রে ট্যাগ হবে ফটোগ্রাফি, যে বিষয়ের ফটো সেই বিষয়টি, কোন গাছ বা ফুল হলে তার নাম।

সেক্সচুয়াল কন্টেন্ট, প্রানী হত্যা, বা দূর্ঘটনার মুমুর্ষু অবস্থার ছবি, কিংবা নগ্ন ছবি সংক্রান্ত পোস্টে অবশ্যই nsfw অর্থাৎ not safe for work ট্যাগটি ব্যবহার করতে হবে৷

এভাবেই আমরা ট্যাগগুলি নির্বাচন করব৷


আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের ওপর পোস্ট লেখা নিষিদ্ধ ?

আমার বাংলা ব্লগে বেশ কিছু বিষয় আছে যা নিয়ে আমরা পোস্ট লিখতে পারি না। যেমন ধর্মীয় অ্যাফিলিয়েশন ও রাজনৈতিক পোস্ট, চাইল্ড পর্ণগ্রাফি, বর্ণ বৈষম্যকে সাপোর্ট জানিয়ে কোন লেখা, অবৈজ্ঞানিক, গুজব, রটনা ইত্যাদি নিয়ে পোস্ট, কোন নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণমূলক পোস্ট, জাতিসত্তার বিরুদ্ধাচারণ করে কোন পোস্ট, শিশুশ্রম বা পশুপাখি নির্যাতনকে সাপোর্ট করা কোন পোস্ট ইত্যাদি৷


প্ল্যাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

শুধু ছবির কথা বা আর্টের ওপর নিষেধাজ্ঞা নিয়ম নিয়ে কথা বললে বিষয়টা শেষ হয় না৷ এখানে যেহেতু আমরা ব্লগিং করি তাই নানান বিষয়ে অনেক ধরণের লেখা আসতেই পারে যা আমাদের নানান সোর্স থেকে পড়ে জানতে হয়। যেমন ঐতিহাসিক ঘটনা বা বিজ্ঞানমূলক ব্যাখ্যা। অনেকেই নানান ধরনের গবেষণামূলক নিবন্ধ কিংবা গদ্য বা পদ্য আলোচনা লিখে থাকেন যা আজকাল গুগুলে খুব সহজেই পাওয়া যায়৷ নিজের পোস্টটির মান বৃদ্ধি করার জন্য কখনই ওই লেখাগুলিকে হুবহু কপি পেস্ট করে দিতে পারি না৷ কিন্তু বিষয়গুলি নিয়ে আলোচনা মূলক পোস্ট করা যেতেই পারে, সেক্ষেত্রে ৭০% হবে নিজের লেখা আর ৩০% হবে অন্যের লেখনি থেকে নেওয়া যেতে পারে৷ অন্যথায় এটি প্ল্যাগারিজমের আওতায় গ্রাহ্য হবে৷


re-write আর্টিকেল কাকে বলে

এমন কোন বিষয় নিয়ে যদি লিখি যেখানে অথেন্টিক ডাটা দিতে হবে যেমন, পিরামিড নিয়ে , বা কোন একটা গ্যালাক্সি নিয়ে বা এভারেস্ট নিয়ে। সেক্ষেত্রে আমাদের নির্ভর করতে হবে গুরুত্বপূর্ণ কোন ওয়েবসাইট কিংবা বিশ্বস্ত কোন সোর্স। কারণ সঠিক তথ্য দিয়েই লিখতে হবে৷ এই সঠিক তথ্য সমেত লেখাটি যখন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখব তাকেই বলব রিরাইট আর্টিকেল।


ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হয়?

রিরাইট আর্টিকেল লেখার সময় যা বিশেষ ভাবে উল্লেখ করতে হয়, তা হল, বিষয়টির তথ্য কোন সোর্স থেকে নিয়েছি। এছাড়াও আরও কিছু বিষয় আমাদের উল্লেখ করা দরকার, যেমন যে যে তথ্যগুলো আমরা সরাসরি নিচ্ছি সেগুলো ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে৷ আর্টিকেল সংক্রান্ত কোন ছবি ব্যবহার করতে হলে কপিরাইট ফ্রী হতে হবে। আর এই সমস্ত ছবিরও সোর্স উল্লেখ করাও প্রয়োজনীয়।


একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

ম্যাক্রো অর্থাৎ অনেক বড় কিছু। শব্দটি প্রথম শুনেছিলাম জেরক্স দোকানে৷ মাইক্রো জেরক্স হত একেবারে ছোট ছোট অক্ষরে আর ম্যাক্রো হত বড় বড় অক্ষরে। যাইহোক, এখানে ব্লগিংয়ের ক্ষেত্রে বডিতে ৬৫৫৩৬ ক্যারেক্টর লেখা যাবে৷ যা নিতান্তই কম না৷ কম্পিউটারের পরিমাপ অনুযায়ী ৬৫ কিলোবাইট৷ বেশ কিছু ছবি দেওয়া দরকার৷ যা নিজের তোলা হবে৷ তবে তা ১০ এমবির বেশি কখনোই নয়। এই সীমাবদ্ধতার বাইরে গিয়ে পোস্ট হলে তাকে ম্যাক্রো পোস্ট বলতে পারি। তবে সেই পোস্ট আপলোড হবে না বলে আমার ধারণা৷ লেকচার শীটে আমরা মাইক্রো পোস্টের ধারণা পাই৷ সেটিও একটু বলে রাখি। মাইক্রো পোস্ট মানে, একটি পোস্ট যেখানে একটি মাত্র ছবি ও লেখা একশ' শব্দেরও কম, এখানে করা যাবে না।


প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ]?

প্রতি পাঁচ মিনিট অন্তর একটি করে পোস্ট করা গেলেও একজন ব্লগার চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবেন৷


এছাড়াও আমি জেনেছি অ্যাবিউজ এর অর্থ। আমার বাংলা ব্লগে পোস্ট করার বিশেষ নিয়মাবলীগুলো। সাথে
কিছু পরিচিত টার্ম যেমন লাইক, কমেন্ট, রিস্টিম, ফলো, আনফলো ৷ কারণ আমরা যারা সোসাল মিডিয়া ব্যবহার করি তারা লাইক দি কমেন্ট করি, ফলো আনফলো ইত্যাদি৷ রিস্টিম শব্দটা নতুন শোনা। ক্লাসের পর বুঝলাম এটি শেয়ার৷ যেভাবে আমরা এর ওর পোস্ট ভালো লাগলে শেয়ার করি এখানেও তাই করতে হবে৷ যা রিস্টিম নামে পরিচিত৷

লেভেল ওয়ানের ক্লাস থেকে এবং স্টাডি মেটিরিয়াল পড়ে যা বুঝেছি প্রশ্নপত্রের হিসেবে লিখতে গিয়ে এইগুলিই আপাতত মাথায় এলো। এছাড়াও আমার পোস্টগুলিতে আমি সামান্য কোডিং-এর ব্যবহারও করছি।


আমার বাংলা ব্লগের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। এখানে নিয়মিত লিখে ও নতুন পরিবার পেয়ে আমি আনন্দিত৷ ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন।
Sort:  
 23 days ago 

আপনি দেখছি লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে বুঝতে পারলাম আপনি লেভেল ওয়ানের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আসলে লেভেল ওয়ানের বিষয় গুলো একজন নতুন মেম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি খুবই সুন্দর ভাবে বিষয় গুলো উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 22 days ago 

হ্যাঁ৷ ঠিকই বলেছেন। এটি লেভেল ওয়ানের পরীক্ষার উত্তরপত্র। আমার মতো করে যতটুকু বুঝেছি সেটুকুই ব্যক্ত করার চেষ্টা করেছি মাত্র। আপনাকে অনেক ধন্যবাদ আমার উত্তরপত্র পড়লেন এবং জানালেন।

 23 days ago 

লেভেল ওয়ান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি স্টিমিট প্ল্যাটফর্মে সুন্দরভাবে কাজ করতে হয়। এই বিষয়ে সুন্দরভাবে যদি সবকিছু বুঝতে হয় তাহলে লেভেল ওয়ান ভালভাবে বুঝতে হবে। স্টিমিট কি? ব্লকচেইন কি? অনেক সুন্দর সুন্দর কথা আপনি তুলে ধরেছেন। আমরা শুরুতেই স্পামিং করতে থাকি সেটা সম্পর্কে আজকে সুন্দর ধারণা পেয়েছি। আজকে আমরা বুঝতে পেরেছি কি কি পোস্ট করা যাবে? কি কি পোস্ট করা যাবে না এবং কপিরাইট সম্বন্ধে জানতে পেরেছি। বেশ দারুন পরীক্ষা দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 22 days ago 

লেভেল ওয়ান সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই লেকচার শীটটা পড়ে অনেক ধারণা পরিষ্কার হয়েছে৷ সেটাই নিজের মতো করে লিখে উত্তর দিয়েছি৷ আপনাকে অনেক ধন্যবাদ আমার উত্তরপত্রটি পড়লেন ও পাশে থাকলেন।

 23 days ago 

আমরা সকলে জানি লেভেল ওয়ানের লেকচার শীট বেশ গুরুত্বপূর্ণ। আর সেই শীত পড়ে আপনি আনসার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উত্তর দিতে দেখে বেশ ভালো লেগেছে। আশা করব এভাবেই আপনি এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 22 days ago 

আমার বাংলা ব্লগের বন্ধুরা যে সত্যিই ভীষণ আন্তরিক তা আপনাদের সবার কমেন্ট পড়ে আরও বেশি করে অনুভব হয়৷ ভালো থাকুন। আপনার উৎসাহ আমার পাথেয়৷

 23 days ago 

অনেক বিস্তারিত লিখেছেন। তবে প্রশ্ন পত্রটি পড়ে প্রশ্ন অনুযায়ী লেখা গুলো গুছিয়ে দিন।

https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam

 22 days ago 

আপনার বলা অনুযায়ী কিছুটা গুছিয়ে দেবার চেষ্টা করেছি৷ কেমন হল বলবেন৷

 23 days ago 

লেভেল ওয়ান বেশ ভালোভাবেই আপনি আয়ত্তে নিতে পেরেছেন। আমি আশা করি আপনার প্রত্যেকটি লেভেলের পরীক্ষার প্রশ্নোত্তরগুলো আগামী দিনে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন। যাহোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 18 days ago 

চেষ্টা করেছি৷ শিটটি পড়ে ও ক্লাস করে যেটুকু বুঝেছি সেটাই ব্যক্ত করেছি। আপনাকে অনেক ধন্যবাদ মনযোগ দিয়ে পড়লেন।

লেভেল ওয়ান হতে আপনি অনেক কিছু শিখে নিয়েছেন আপনার পোষ্টের মাধ্যমে আমি জানতে পারলাম। এভাবেই লেগে থাকুন অনেক কিছু শিখে নিতে পারবেন। আমার বাংলা ব্লগে সকল নিয়মকানুন মেনে এগিয়ে চলুন ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 18 days ago 

চেষ্টা করছি দাদা। রোজই কিছু না কিছু শিখছি। আপনাদের উৎসাহই আমার পাথেয়৷ এভাবে পাশে থাকুন। ধন্যবাদ জানবেন৷ ঈশ্বরের কৃপায় ভালো থাকুন দাদা৷

 23 days ago 

ইস্টিমিট কি এই প্রশ্নটি আপনি অনেক সুন্দর ভাবে উত্তর দিয়েছেন। প্রতিটি প্রশ্নের উত্তর অনেক সঠিকভাবে দিয়েছেন ।ধন্যবাদ আপু দোয়া করি খুব শীঘ্রই লেভেল পাস করে ভেরিফাই মেম্বার হয়ে যান।

 18 days ago 

আপনার দোয়া আমায় এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে দিদি৷ আমি শুধু চেষ্টা করে যাচ্ছি। বাকিটা তাঁর ইচ্ছে৷ দেরী হল উত্তর দিতে৷ পাওয়ার ছিল না তাই৷

 23 days ago 

আপনার পরীক্ষামূলক পোস্ট দেখে খুব ভালো লেগেছে আপু। বেশ সুন্দরভাবে পরীক্ষা দিয়েছেন আপনি। অবশ্য এই লেভেল ওয়ান ভেরিফাই হওয়ার সময় অনেক কাজে লাগবে। আশা করব সব সময় চর্চা করবেন।

 18 days ago 

হ্যাঁ দাদা, অবশ্যই চর্চায় থাকব৷ যা শিখছি তাকেই পাথেয় করে এগোনোর চেষ্টা করছি। আপনি আমার উত্তরপত্র পড়লেন খুব খুশি হয়েছি দাদা৷ ভালো থাকবেন৷ পাশে থাকবেন এভাবেই৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61436.95
ETH 3388.33
USDT 1.00
SBD 2.49