You are viewing a single comment's thread from:

RE: পরোপকারী সুমনা আপুর নিঃস্ব হয়ে যাওয়ার কাহিনী||পর্ব-১

in আমার বাংলা ব্লগ5 months ago

এত বড় টাকার এমাউন্ট এর ঋণ এখন পুরো ই সুমনা আপুর কাঁধে। এতগুলো টাকা তিনি ঋণ করে ননদ এবং নিজের মেজো বোনকে দিয়েছে। টাকা নেওয়ার পর তো দেখছি উনার মেজ বোন উনার সাথে কোন রকম সম্পর্কই রাখেনি এমনকি যোগাযোগ রাখেনি। আর এত সবকিছুর পরও তিনি ননদকেও টাকা দিয়েছে তাও আবার ঋণ নিয়ে। সর্বমোট ১২ লাখ টাকা হয়ে গিয়েছে। উনার এটা করা উচিত হয়নি। আপনজনদের বিরুদ্ধে কোনরকম অ্যাকশন নেওয়া যায় না। আর তেমনই তিনিও কোনরকম অ্যাকশন নিতে পারেননি। শেষ পর্যন্ত কি হবে এটা ভাবছি আমি।

Sort:  

ভাই, সুমনা আপু ভেবেছিল সে তার নিজের বোনকে টাকা দিয়ে সাহায্য করেছে যদি ননদকে সাহায্য না করা হয়, তাহলে হয়তো সুমন আপুকে তারা ভুল বুঝবে। এছাড়া সুমনা আপু খুবই মানবিক লোক ছিল, যার কারণে সবাই তাকে ঠকিয়েছে। আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 58715.10
ETH 2588.69
USDT 1.00
SBD 2.44