আপু আসলে কি বলবো? আমি তো আপনার টাইটেল পড়ে অন্য কিছু ভেবেছিলাম। পোস্টটা পড়ে বুঝতে পারলাম ওই রকম কিছুই না। কিন্তু দুর্ঘটনার কথাটা শুনে খুবই খারাপ লেগেছে। সাবধানে কাজ করা উচিত ছিল আপনার। যদি সাবধানে কাজ করতেন তাহলে এরকম একটা দুর্ঘটনা ঘটতো না। আগুনের ছ্যাকা খেলে আস্তে আস্তে হাতের মধ্যে ফোসকা পড়ে যায় আর অনেক বেশি হয়ে যায় এটা। পরবর্তীতে সাবধানে থাকবেন এবং কাজ করবেন।
সেটাই ভাইয়া। সবসময় তো চেষ্টা করি সাবধানে কাজ করার। তবে ওইসময়ে কিছুটা অন্যমনস্ক ছিলাম। তার ই ফলাফল পেয়েছি 😔