You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা -৪১||পোয়া মাছের পকোড়া রেসিপি।।

in আমার বাংলা ব্লগlast year

আসলে বৃষ্টির সময় এরকম গরম গরম ভাজাপোড়া খেতে খুবই ভালো লাগে। আর গরম গরম পাকোড়া খাওয়ার মধ্যে তো অন্যরকম মজা রয়েছে। আপনার পাকোড়া তৈরি করার রেসিপিটা দেখে আমার তো ইচ্ছে করছে কয়েকটা পাকোড়া তুলে খেয়ে ফেলতে। তার আগেই তো দেখছি ভাইয়া এবং আপনি পুরো প্লেট ফাঁকা করে ফেলেছেন। এই প্রতিযোগিতা উপলক্ষ্যে বেশ ইউনিক পাকোড়া রেসিপি তৈরি করেছেন বলতে হয়।

Sort:  
 last year 

ছবি তোলার জন্যই মূলত পকোড়া গুলো অনেকক্ষণ ওভাবেই ছিল। তা না হলে আরো আগেই সব শেষ হয়ে যেত ☺️।অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য।

 last year 

তাহলে তো ছবি তুলতে তুলতে সবগুলো পকোড়া মচমচে আর থাকে না। আমার পোষ্টের ছবিগুলো তুলতে তুলতে সবগুলো পকোড়া নরম হয়ে গিয়েছিল। মচমচে পকোড়া খেতে ভালো লাগে।

 last year 

জ্বি ভাইয়া।ছবি তুলার জন্য সবকিছু সাজাতে গোছাতে গিয়ে পকোড়াগুলা নরম আর ঠান্ডা হয়ে যায়। আর সেজন্যই তো আগে থেকে বুদ্ধি করে গরম গরম কয়েকটি খেয়ে নিয়েছিলাম🥰।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 64063.60
ETH 2742.49
USDT 1.00
SBD 2.67