You are viewing a single comment's thread from:
RE: গল্প অবুঝ পাখির ভালোবাসা / দ্বিতীয় পর্ব
নীলকান্ত তার বোনকে অনেক বেশি ভালোবাসতো তা বুঝতেই পারছি। আসলে আমাদের কাছের মানুষগুলো যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, তাহলে সেই দুঃখ এবং বেদনা কখনোই ভুলে থাকা সম্ভব না। সেই মানুষগুলোর স্মৃতি আজীবন আমাদের মাঝে থেকে যায় এবং মানুষগুলোর কথা সব সময় মনে পড়ে। নীলকান্তের ঢাকায় গিয়ে রোজগারের কথা শুনে যদিও ভালো লেগেছে , তবে সে তার মা এবং ময়না পাখি দুটিকে ছেড়ে যাওয়ার কারণে তার কাছে খুব খারাপ লেগেছিল। কিন্তু সে আবার এসেছে এবং সবার সাথে ভালোভাবে থাকছে এটা যেন ভালো লাগলো। যদিও বোনের অভাবটা রয়ে গিয়েছে।