You are viewing a single comment's thread from:
RE: শৈশব এর বর্ষা||স্বরচিত কবিতা
শৈশবের বর্ষা সবার থেকে অন্যরকম ছিল। যখন সকাল বেলায় বৃষ্টি হত স্কুলে না যাওয়ার বাহানা দিয়ে বসে থাকতাম। তারপরে বন্ধুদের সাথে খেলতে চলে যেতাম এবং কয়েক ঘণ্টা পরে বাড়িতে আসা হতো। আম্মু যেইনা বকা দিত তখনই গোসল করার জন্য চলে যেতাম এবং সেখানেও খুব মজা হত। সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও ইচ্ছে করে সেই শৈশবে ফিরে যেতে। আপনার লেখা কবিতাটা উপভোগ করলাম খুব সুন্দর ভাবে।