ডাই : ক্লে দিয়ে নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ7 days ago (edited)

ABB 27.12.24 ✅

IMG-20241206-WA0023.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করেhmj heeg ef নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্লে দিয়ে নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা কার্ড ভালো লাগবে।

আর মাত্র তিন চার দিন রয়েছে নতুন বছরের আগমন হতে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আবার কিছুটা খারাপও লাগছে। কারণ আমাদের জীবন থেকে আরো একটা বছর চলে গেলো। দেখতে দেখতে আমরা কিভাবে যে একটা বছর পার করে দিলাম বুঝতেই পারিনি। মনে তো হচ্ছে এই কয়েকদিন আগেই আমরা ২০২৪ সালটা বরণ করে নিয়েছিলাম। আমি চাই আমাদের জীবনে যেন 2025 সালটা অনেক আনন্দের সাথে আসে। সবাই যেন নতুন করে এই বছরটাও কাটাতে পারি এটাই চাই। আমি চেষ্টা করেছি বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করে নতুন বছর উপলক্ষে সুন্দর করে শুভেচ্ছা কার্ডটি তৈরি করার জন্য। আমি চেষ্টা করেছি এটা তৈরি করার পদ্ধতি উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য।

IMG-20241206-WA0021.jpg

উপকরণ

ক্লে
কাগজ

IMG-20241206-WA0027.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা সাদা কাগজ নিলাম। এরপর কমলা কালারের ক্লে ব্যবহার করে বাঁকা বাঁকা করে চারপাশে বসিয়ে নিলাম।

IMG_20241206_193755.jpg

ধাপ 2️⃣

তারপরে বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করে অনেক সুন্দর করে HAPPY লেখাটা তৈরি করে বসিয়ে দিলাম।

IMG_20241206_193811.jpg

ধাপ 3️⃣

তারপর আরো কয়েকটা কালারের ক্লে ব্যবহার করে NEW YEAR লেখা তৈরি করে বসিয়ে নিলাম।

IMG_20241206_193827.jpg

ধাপ 4️⃣

এরপর আরো কয়েকটা কালার সিলেক্ট করে 2025 লেখা তৈরি করে নিচের অংশে বসিয়ে দিলাম।

IMG_20241206_193842.jpg

ধাপ 5️⃣

এরপর কয়েকটা কালারের ক্লে নিয়ে সুন্দর করে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20241206_193905.jpg

ধাপ 6️⃣

তারপরে ফুলগুলো চারপাশে লাগিয়ে নিলাম।

IMG_20241206_193930.jpg

ধাপ 7️⃣

এরপর সবুজ কালারের ক্লে ব্যবহার করে বেশ কয়েকটা পাতা তৈরি করে নিলাম সুন্দর করে।

IMG_20241206_193943.jpg

ধাপ 8️⃣

তারপরে পাতাগুলো এক এক করে সুন্দর করে লাগিয়ে নিলাম।

IMG_20241206_194008.jpg

ধাপ 9️⃣

এরপর লাল কালারের ক্লে গোল গোল করে বসিয়ে দিলাম। এভাবেই আমি এই শুভেচ্ছা কার্ড তৈরি করা শেষ করলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে।

IMG_20241206_194038.jpg

ফাইনাল আউটপুট

IMG-20241206-WA0023.jpg

IMG-20241206-WA0021.jpg

IMG-20241206-WA0022.jpg

IMG-20241206-WA0016.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 7 days ago 

দেখতে দেখতে একটি বছর চলে গেল। আর মাত্র কয়েকটা দিন আছে এই বছরের। আপনি বছর শেষ হওয়ার আগেই ক্লে দিয়ে খুব সুন্দর হ্যাপি নিউ ইয়ার কার্ড তৈরি করেছেন। বিভিন্ন কালারের হওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে।

 5 days ago 

বছর তো দেখতে দেখতে শেষ। তাই তৈরি করলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

1000212812.jpg

1000212814.jpg

1000212733.jpg

 7 days ago 

নতুন বছরের জন্য ক্লে দিয়ে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে যাচ্ছে। নতুন বছর হয়তো কারো জীবনে আনন্দ বয়ে আনবে আবার হয়তো কারো জীবনে দুঃখ। তবে দোয়া করি সবার জীবন যেনো নতুন বছরের ছোঁয়ায় নতুনত্ব ফিরে আসে। যাই হোক আপনার এই কার্ড খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড শেয়ার করার জন্য।

 5 days ago 

আমার তৈরি করা শুভেচ্ছা কার্ড সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 7 days ago 

অগ্রিম ২০২৫ এর শুভেচ্ছা জানিয়ে দিলেন ভাই। আপনাকেও শুভেচ্ছা নতুন বছরের। সেই সাথে ক্লে দিয়ে দারুন একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। যা দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম চমৎকার একটি ২০২৫ এর কার্ডবোর্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

আমার তৈরি করা শুভেচ্ছা কার্ড দেখে আপনার চোখ জুড়িয়ে গিয়েছে শুনে ভালো লাগলো।

 7 days ago 

অনেক সুন্দরভাবে শুভেচ্ছা কার্ড তৈরি করে দেখিয়েছেন দেখে খুবই খুশি হলাম ভাইয়া। আমরা সবাই যেন নতুন বছরকে সুন্দরভাবে গ্রহণ করতে পারি এবং হাসিখুশি ভাবে চলতে পারি সেই দোয়া রইল।

 5 days ago 

আমিও ঠিক এটাই কামনা করি, যেন নতুন বছর সবার জীবনে ভালো কিছু নিয়ে আসে।

 7 days ago 

দেখতে দেখতে আমাদের মাঝে আরেকটি নতুন বছর চলে আসতে লাগলো। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার তৈরি করা কার্ড টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কার্ড টি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।

 5 days ago 

ক্লে দিয়ে চেষ্টা করেছি সুন্দর করে নতুন বছর উপলক্ষে একটা শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য।

 7 days ago 

ক্লে দিয়ে নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড আপনি তৈরি করেছেন, আমার কাছে ভালো লেগেছে।

 5 days ago 

অনেক উৎসাহিত হলাম আমার তৈরি করা কার্ডবোর্ড আপনার কাছে ভালো লেগেছে শুনে। ধন্যবাদ ভাইয়া।

 7 days ago 

জাস্ট ওয়াও ভাই আপনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে ক্লে দিয়ে নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আর তারই ধারাবাহিকতায় আপনার এই শুভেচ্ছা কার্ডটিও অনেক সময় নিয়ে দেখেছি। তাছাড়া আপনার শুভেচ্ছা কার্ডের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ক্লে দিয়ে নতুন বছর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা কার্ড তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 5 days ago 

শুভেচ্ছা কার্ডের কালার কম্বিনেশনটা সত্যি খুবই সুন্দর ছিল।

 7 days ago 

ক্লে দিয়ে নতুন বছরের জন্য দারুন একটি ডাই তৈরি করেছেন। এবং যে ডাইটি শুভেচ্ছা কার্ড হিসাবে সবার মাঝে শেয়ার করেছেন। আপ কিন্তু বেশ দারুন একটি পোস্ট করলেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে আপনার ক্রেয়েটিভিটির জন্য।

 5 days ago 

এত সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করে সবাইকে শুভেচ্ছা জানাতে পেরে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.041
BTC 98445.27
ETH 3638.54
SBD 3.69