ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগlast month

ABB 26 সেপ্টেম্বর 2025 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

ডালিয়া ফুল

20240211_120735.jpg

আমার খুব পছন্দের একটি ফুল হচ্ছে ডালিয়া। বিশেষ করে আমার কাছে বড় আকৃতির তিনটা ডালিয়া ফুলগুলো অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগ ডালিয়া ফুল খুব সুন্দর হয়, কিন্তু অনেক বেশি কালারফুল হয়ে থাকে, যার কারণে এগুলো সবাইকেই খুব মুগ্ধ করে তোলে। ডালিয়া ফুল হচ্ছে একটি শীতকালীন ফুল। শীতকালে বেশিরভাগ জায়গায় এই ফুলগুলো দেখা যায়। বিশেষ করে নার্সারিতে গেলে তো অনেক কালারের ডালিয়া ফুল দেখা যায়। এই ফটোগ্রাফিটা আমি অনেক দিন আগে করেছিলাম, যখন একটি সুন্দর নার্সারিতে গিয়েছিলাম। ওখানে এই ডালিয়া ফুল দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি, আপনাদের কাছেও ভালো লাগবে।

গাজানিয়া ফুল

20240130_104038.jpg

  • আমার পছন্দের কিছু ফুলের মধ্যে গাজানিয়া ফুলও রয়েছে। গাজানিয়া ফুল কয়েক কালারের হয়ে থাকে। তবে আজকে আমি সাদা কালারের সুন্দর একটা গাজানিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। আর এই ফুলের ভেতরের অংশ হচ্ছে হলুদ যার কারণে ফুলটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। এই ফুল প্রায় অনেকটাই বড় হয়। ফুলগুলোর পাপড়ি একটু বেশি সুন্দর। আমি কয়েকদিন আগে একটা সুন্দর নার্সারিতে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখতে পাই এই গাজানিয়া ফুল। তারপর ওখান থেকে আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনাদের সবারও অনেক পছন্দ হবে আমার তোলা ফুলের ফটোগ্রাফি।

প্রাকৃতিক দৃশ্য

20240515_164230.jpg

  • এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। আমি ঘুরাঘুরি করতে অনেক বেশী ভালবাসি। আর যদি হয় প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করা তাহলে তো কোন কথাই নেই, মন মাইন্ড দুটোই অনেক বেশি ভালো হয়ে যায়। এই জন্য আমি প্রায় সময় চেষ্টা করি প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য। মন খারাপ থাকলেও আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি ঘুরাঘুরি করতে। আসলে সবুজ শ্যামল প্রকৃতি দেখলে মনটা আর খারাপ থাকে না। আমি দু-তিন দিন আগে ঘুরতে বের হয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটা করেছি ফটোগ্রাফিটা। আমার অনেক বেশি পছন্দ হয়েছে করার পর।

বন্য ফুল

20240410_064801.jpg

  • এটি হচ্ছে খুবই সুন্দর দেখতে বন্যফুল। বন্যফুলটা সাদা কালারের হাওয়ায় দেখতে খুব ভালো লাগছিল।সকালবেলায় হাঁটাহাঁটি করা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি ভালো। এই জন্য আমি এখন প্রতিদিনই চেষ্টা করি ভোরবেলায় ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করার জন্য। বেশ কয়েকদিন আগে যখন আমি হাঁটতে বের হয়েছিলাম তখন সকালের সবুজ ঘাসের উপরে শিশির ভেজা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল। সেই সাথে ছিল খুবই সুন্দর বন্য ফুল। ফুলের উপরেও শিশির পড়েছিল। আর আমি তো তখন এই ফটোগ্রাফি করে নিয়েছিলাম এই সুন্দর দৃশ্যের আশা করি সবারই পছন্দ হবে।

খাল এবং নৌকা

20240518_111255.jpg

  • এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খাল এবং খালের উপরে ভেসে থাকা নৌকা। নৌকা আমার অনেক বেশি পছন্দের এটা জিনিস। দেখলে আপনার বুঝতে পারবেন এখানে জেলেরা মাছ ধরছে একেবারে খালের মাঝখানে গিয়ে। এরকম মাছ ধরার দৃশ্যগুলো আমার খুবই পছন্দের। বেশ কয়েকদিন আগে আমি ঘুরতে বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। যাওয়ার সময় আমি একটি ছোট খাল দেখতে পাই। যেখানে নৌকা দিয়ে জেলেরা মাছ ধরছিল। এই দৃশ্যটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল যে আমি তো সঙ্গে সঙ্গে এই ফটোগ্রাফি করে নিয়েছিলাম নৌকা এবং খালের।

ডায়ান্থাস ফুল

20231208_114304.jpg

  • এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি কালারের খুবই সুন্দর ডায়ান্থাস ফুল। ডায়ান্থাস ফুল আমার এত বেশি পছন্দের যে দেখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে। এই ফুলগুলো অনেক কালারের হয়ে থাকে তবে আমার কাছে গোলাপী কালার টা সবথেকে বেশি ভালো লাগে দেখতে। নার্সারিতে গেলে কিন্তু অনেক কালারের অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়। আমি কয়েকদিন আগে একটি নার্সারিতে যাই। ওখানে যাওয়ার পর দেখতে পাই এই সুন্দর ডায়ান্থাস ফুলগুলো। আমি তো প্রথমবার দেখেই জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম এই ফুলের দিকে। আর চেষ্টা করেছি তখনই সুন্দর করে ফটোগ্রাফি করার জন্য।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ দ্রঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>

1000163454.png


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

তুমি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। তোমার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি তোমার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবে।

 last month 

আমার ফটোগ্রাফির প্রশংসা করার জন্য তোমাকে ধন্যবাদ।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 last month 

ওয়াও আপনিতো খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন রেনডম। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা ভেবেই ভালো লাগলো।

 last month 

প্রতিনিয়তই আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে গজানিয়া ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে ফটোগ্রাফির জন্য আরও বেশি উৎসাহিত হলাম।

 last month 

1000358999.jpg

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109011.68
ETH 3798.53
USDT 1.00
SBD 0.58