নামাজের পর হাটাহাটি করলে আমাদের নিজেদের জন্য এটা বেশ ভালো হয়। পদ্মা নদীর পাড়ে আবার কখনো যাওয়া হয়নি। তবে বেশি ইচ্ছা আছে আমার নদীর পাড়ে গিয়ে খুব কাছ থেকে নদী সৌন্দর্য উপভোগ করব। নদীর কাছে গিয়ে এত সুন্দর দৃশ্য কখনো উপভোগ করা হয়নি , জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।
আমন্ত্রণ রইল আপু আপনাকে পদ্মার পাড় ঘুরে দেখার জন্য ।চলে আসুন আমাদের কুষ্টিয়ায় সেই সাথে খাওয়ানো হবে কুষ্টিয়ার বিখ্যাত খাবার কুলফি মালাই আর তিলের খাজা।।
সিরিয়াসলি ভাইয়া?
কুলফি মালাই আমার যেমন পছন্দ তিলের খাজাও তেমনি পছন্দ। কখনো সুযোগ হলে যেতে চাই ভাইয়া।
সত্যি সত্যি বলছি আপু একদিন সময় করে চলে আসুন ভাইয়াকে সাথে নিয়ে।
রবি ঠাকুরের বাড়ি আর লালন শাহের মাজার ভ্রমণ ফ্রি।