এলো মেলো ফটোগ্রাফি 📸💞

in আমার বাংলা ব্লগlast year

১৬আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

০১জুলাই , ২০২৩ খ্রিস্টাব্দ
১২জিলহজ ১৪৪৪ হিজরী
শনিবার।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


📸💞

1688179125819.jpg

ক'দিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে। হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ সূর্যের আলো ফুটে উঠছে। এক কথায় আষাঢ় মাসের ফুল হাওয়াটা আমাদের গায়ে বয়ে যাচ্ছে। ঈদে ছুটিতে এসে প্রায় ঘরবন্দি। মাঝে মাঝে একটু-আধটু ঘরের বাইরে গেলেও বৃষ্টির কারণে কোথাও ঘোড়া হচ্ছে না। বন্ধুদের সাথে দেখা করা আড্ডা দেওয়া এরকম সময় কমই হলো এবার। যা হোক ধারাবাহিকতা বজায় রেখে প্রতি শনিবারের ন্যায় এ সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো আপনারা ভালভাবে উপভোগ করতে পারবেন।


পাখিদের মেলা

IMG_20230701_082255.jpg

ঈদের দিন খুব সকালে ফজরের নামাজের পরে বন্ধুদের সাথে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে নদীর পাড়ে অনেক সময় অতিবাহিত করেছি। নদীতে গোসল করা নদীতে মাছ শিকার করা নদীর পাড়ে বসে খোলা হাওয়া খাওয়া এবং আড্ডা দেওয়া সবই অতীতের স্মৃতি। সবাই যেহেতু ঈদের ছুটিতে বাড়ি আসছে এজন্য আগে থেকেই কথা হয়েছিল ঈদের দিন সকালে আমরা পদ্মা নদীর পাড়ে ঘুরতে বের হবো। তো যে কথা সেই কাজ সবাই সবার মত একত্র হয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। খুব সকালে যখন সূর্যি মামা উঁকি দেয় পূর্ব আকাশে ঠিক তখনই পাখিগুলো তাদের বাসা থেকে এসে নদীর পাড়ে ভিড় জুমায়। নদীর পাড়ে একটি জায়গায় অনেকগুলো বাঁশগাড়া ছিল সেখানে দেখি অনেকগুলো পাখির মেলা সেখান থেকেই এটি ফ্রেমবন্দি করেছি।


মেঘলা আকাশে সকালের সূর্য

IMG_20230701_082356.jpg

সকালে আকাশটা মেঘলা ছিল সূর্য উঠার পরে কালো মেঘে আবার ঢেকে যায়। ঘন ঘন সূর্যকে কালো মেঘ অতিক্রম করছিল সেই মুহূর্তে একপাশে সূর্যের আলো নদীর উপর পড়তেই সৌন্দর্যটা যেন বেড়ে উঠছিল। এই সৌন্দর্য টা খুব ভালোভাবে উপভোগ করি এবং ফ্রেমবন্দী করে আপনাদের মাঝে তুলে ধরলাম।


প্রজাপতি 🦋

IMG_20230701_082759.jpg

প্রজাপতির মায়াবী সৌন্দর্য দেখে এমন কেউ নেই যে মুগ্ধ হবে না। নদীর পাড় দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো একটি ফুলের উপরে বসে থাকা সুন্দর ডিজাইনের প্রজাপতি। দেখেই তো চোখ এবং মনটা জুড়িয়ে গেল। আর এমন সুন্দর দৃশ্যপ্রেম বন্দি না করে থাকা যায়। আশা করছি এই সুন্দর দৃশ্যটি আপনাদের কাছেও ভালো লাগবে।


মাশরুম

IMG_20230701_082507.jpg

মাশরুম বলি আর ব্যাঙের ছাতা বলি সৌন্দর্যটা কিন্তু অপরূপ। যদিও কথার কথা ব্যাঙের ছাতা ব্যাংক কিন্তু কখনো এর নিচে বৃষ্টি পড়লে আশ্রয় নেয় না। নদীর ধারে লতার মাঝে একটি সাদা মাশরুমের সৌন্দর্য দেখতে পাই। সৌন্দর্যটা দেখে বিবাহিত হয়ে যায় ।তাৎক্ষণিক ফ্রেমবন্দি করে রাখি আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি ভালো লাগবে।


কাঠবিড়াল 🐿️

IMG_20230701_083243.jpg

কাঠবিড়াল কিন্তু আমাদের সবার পরিচিত। সৌন্দর্যটা দারুণ খুব চঞ্চল খুব দ্রুত গাছের চড়তে পারে। আর খাবার খাওয়ার দৃশ্য তো অসাধারণ। দু পায়ের উপর ভর দিয়ে আর ডু পা ধরে কুটকুট করে কামড়িয়ে খায়। ঠিক সেই মুহূর্তের ফটোগ্রাফিটি করতে গিয়েছিলাম কিন্তু একটু শব্দ হওয়াতেই দূরে অন্য তোরে চলে যায়। অনেক সময় চেষ্টা করার পরে একটি লতা ঝাড়ের মধ্য থেকে এই ফটোগ্রাফিটি ফ্রেমবন্দি করেছি।


কবুতর

IMG_20230701_082956.jpg

কবুতর আমাদের গৃহপালিত প্রাণী হলেও ও কিন্তু উড়ে বেড়াতে খুবই ভালোবাসে। এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই উড়ে যেতে পারে। সব থেকে বেশি ভালো লাগে কবুতরের বাগবাকুম ডাক ‌। তাছাড়া খাবারের সন্ধানে কবুতর এক জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করে। আমাদের এদিকে যারা কবুতর পালন করি বেশিরভাগ কবুতরই চরের উপর ঘুরে ফিরে খাবার খেয়ে আবার বাসায় ফেরত যায়। বিশেষ করে সরিষা দানা এবং বিভিন্ন ফসলের দানা খাওয়ার জন্য কবুতর চরের উপরে বিচরণ করে।


দোয়েল

IMG_20230701_083135.jpg

দোয়েল পাখি হচ্ছে ভোরের আলো ফোটার আগেই জেগে ওঠে এবং ঠোঁট দিয়ে খুব সুন্দর ভাবে শীষ বাজাতে থাকে। আমরা যারা গ্রামে বাস করেছি তারা হয়তো এই মায়াবী সুর শুনতে অনেক অভ্যস্ত। দোয়েল পাখির সৌন্দর্য অসাধারণ সাদা-কালো দোরাকাটা গায়ের বর্ণ। ভোরের আলো এখনো পরিষ্কার হয়ে ফোটেনি কিন্তু দোয়েল পাখি গুলো অনেক আনন্দের সাথে ওড়াউড়ি এবং সেটাও ছুটি করে বেড়াচ্ছে এ গাছ থেকে ও গাছে। অনেকগুলা দোয়েল পাখি একসাথে এমন ভাবে বিচরণ করা দেখে প্রেমবন্দি করে নেই। ঈদের দিন সকালে ভ্রমণও হয়ে গেল ফটোগ্রাফি ও হয়ে গেলো। অনেক সুন্দর সময় পার করেছি বন্ধুদের সাথে। সুন্দর মুহূর্তের সুন্দর ফটোগ্রাফি গুলা আপনাদের মাঝে আজ তুলে ধরলাম আশা করছি ভাল লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Canon 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 last year 

আপনার ফটোগ্রাফি টা আমার অনেক ভালো লেগেছে। যদিও ফটোগ্রাফি গুলো এলোমেলো বলে আপনি গণ্য করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে। সব থেকে বেশি ভালো লেগেছে কবুতরের ফটোগ্রাফি টা।

 last year 

জি ভাইয়া ফটোগ্রাফিগুলো ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো মডেল canon 600d।
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আসলেই ভাইয়া ঈদের ছুটি গুলো ঘর বন্দিতেই কাটানো হচ্ছে। আমাদের এখানে তো একদম সারাদিন অনবরত বৃষ্টি পড়ছে। যদিও বাইরে বের হওয়া যায় না তবে এই আবহাওয়াটা অনেক বেশি সুন্দর।
আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। প্রজাপতির ফটোগ্রাফি টা বেশ ভালো লাগছে দেখতে। কাঠবিড়ালির ফটোগ্রাফি টাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

কাঠবিড়ালির ফটোগ্রাফিটি আরো ভালো করে ফ্রেমবন্দি করতে চেয়েছিলাম কিন্তু পারিনি।
এই প্রাণীটা যে পরিমাণ চঞ্চল ক্যামেরা ধরে ক্লিক করব এই সময়টা পর্যন্ত পাইনি এজন্য অনেক কষ্ট করে এটি সম্ভব হয়েছে।

Posted using SteemPro Mobile

 last year 

ভাই আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি যেসব ফটোগ্রাফি করেছেন এই ফটোগ্রাফি করা গুলো কিন্তু বেশ কষ্টসাধ্য। খুব সহজে এ ধরনের ফটোগ্রাফি গুলো করা যায় না। আর করতে হলে অনেকটা সময় প্রয়োজন হয়। যাক আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ফটোগ্রাফি করতে ধৈর্য আর পশুর সময় দিয়ে চেষ্টা করতে হয় তাহলেই ভালো কিছু ফ্রেমবন্দি করা যায়।
আপনার কাছে ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

কি বলবো ভাইয়া ঈদের আগের দিন থেকে বৃষ্টি এখনো বৃষ্টি চলছে। জানিনা কত দিন এমন থাকবে। প্রজাপতির মায়াবী সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি করার হাত অনেক তুখোড়। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

প্রজাপতির মায়াবী সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম মনে হচ্ছে যে ফটোগ্রাফি গুলো আসলেই সার্থকতা পেলো। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার ছবিগুলো জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে। প্রতিটি ছবি যেন অনেক বড় গল্পের জানান দিচ্ছে। বিশেষ করে ছবির এংগেল এবং বিষয়বস্তু বাছাই করন দারুন ছিল। সবমিলিয়ে দারুন ফটোগ্রাফী পোস্ট।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত আমার পোস্টগুলো দেখে এমন সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি এমন ফটোগ্রাফি করা কষ্টসাধ্য।বিশেষ করে পাখি গুলোর ফটোগ্রাফি করা অনেক কষ্টের। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

পাখিদের ফটোগ্রাফি করা একটু ঝামেলা আছে তবে যদি জুম লেন্স দিয়ে ফাঁকে থেকে করা যায় তাহলে তেমন একটা বেক পেতে হয় না।
ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো দারুন লাগলো ভাইয়া। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।বিশেষ করে পাখিদের মেলার ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

প্রতিনিয়ত চেষ্টা করি ভাল ফটোগ্রাফি করার।
আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে বিশেষ করে পাখিদের মেলা জেনে অনেক খুশি হলাম এবং অনেক উৎসাহ পেলাম।

Posted using SteemPro Mobile

 last year 

নামাজের পর হাটাহাটি করলে আমাদের নিজেদের জন্য এটা বেশ ভালো হয়। পদ্মা নদীর পাড়ে আবার কখনো যাওয়া হয়নি। তবে বেশি ইচ্ছা আছে আমার নদীর পাড়ে গিয়ে খুব কাছ থেকে নদী সৌন্দর্য উপভোগ করব। নদীর কাছে গিয়ে এত সুন্দর দৃশ্য কখনো উপভোগ করা হয়নি , জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

আমন্ত্রণ রইল আপু আপনাকে পদ্মার পাড় ঘুরে দেখার জন্য ।চলে আসুন আমাদের কুষ্টিয়ায় সেই সাথে খাওয়ানো হবে কুষ্টিয়ার বিখ্যাত খাবার কুলফি মালাই আর তিলের খাজা।।

Posted using SteemPro Mobile

 last year 

সিরিয়াসলি ভাইয়া?
কুলফি মালাই আমার যেমন পছন্দ তিলের খাজাও তেমনি পছন্দ। কখনো সুযোগ হলে যেতে চাই ভাইয়া।

 last year 

সত্যি সত্যি বলছি আপু একদিন সময় করে চলে আসুন ভাইয়াকে সাথে নিয়ে।
রবি ঠাকুরের বাড়ি আর লালন শাহের মাজার ভ্রমণ ফ্রি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62427.05
ETH 2464.11
USDT 1.00
SBD 2.65