"আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা -৩৬ || আমার তৈরি করা জার ক্যান্ডেল।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।

আজকে আমি আমার বাংলা ব্লগের চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের ফাউন্ডার দাদাকে, আমাদেরকে মাতৃভাষায় লিখার সুযোগ করে দেওয়ার জন্য। এবং কি আমাদের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। পাশাপাশি সকল এডমিন ও মডারেটরগণকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাদেরকে যেকোনো সমস্যায় সহজ সমাধান দিয়ে যাচ্ছেন।

ডাই প্রজেক্ট হলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ইউনিক কিছু তৈরি করা। আসলে আমাদের সকলের মধ্যে অনেক সুপ্রাচীন প্রতিভা রয়েছে। প্রয়োজন শুধু চেষ্টা করার। চাইলেই আমরা অনেক কিছু তৈরি করতে পারি। যাইহোক অনেক ভেবে লাষ্ট মুহুর্তে এটি তৈরি করেছি। অংশ গ্রহণ করবো কিনা তা নিয়েই চিন্তিত ছিলাম। কারণ ইউনিক কি তৈরী করা যায় তা ভাবছিলাম। তারপর এটি তৈরি করলাম।

আসল যে পরিমাণ লোডশেডিংয়ের হচ্ছে, আমাদের প্রদীপ খুবই প্রয়োজন। আর তা যদি একটু ধর্মী হয় তাহলেতো কোন কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে জার ক্যান্ডেল তৈরি শেয়ার করবো। চলো শুরু করা যাক৷

GridArt_20230510_221755518.jpg

GridArt_20230510_221823522.jpg

GridArt_20230510_221953137.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • মোম
  • বোয়ম
  • সুতা
  • পাথর

GridArt_20230510_215535397.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি ছোট্ট কাছের বয়োম এ সাদা সুতা দিয়ে উপরে একটু পেঁচিয়ে পেচিয়ে ডিজাইন করে নেব।

GridArt_20230510_213922357.jpg

দ্বিতীয় ধাপ:
  • এইদিকে আমি মোম গুলোকে ছোট ছোট টুকরো করে ,গলানোর জন্য একটি পাতিলে পানি বসিয়ে বাটিতে মোম দিয়ে দিব

GridArt_20230510_213236139.jpg

তৃতীয় ধাপ:
  • মোম গুলো গলে তরল হয়ে গেলে আমি সে পাত্রটিতে ঢেলে নেব।

GridArt_20230510_213408125.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর আমি সাথে সাথেই সুতো দিয়ে দেব, একটু দেরি করলে মোম গুলো বসে যাবে।

GridArt_20230510_213442411.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর দিয়ে দেব কতগুলো পাথর। এবং সুতাটা যাতে সোজা হয়ে থাকে সে জন্য একটি সলা দিয়ে দেব।

GridArt_20230510_213507193.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর আমি কিছু সাদ মোম গলানোর জন্য দিয়ে দেব।

GridArt_20230510_213538761.jpg

সপ্তমধাপ:
  • মোম গুলো গলে তরল হয়ে গেলে আমি সাদা মোম ঢেলে ফ্রিজে রেখে দেব।

GridArt_20230510_213658714.jpg

অষ্টম ধাপ:
  • সাদা মোম গুলো বসে গেলে এরপর আমি আরও একটু কালারফুল তরল মোম গুলো দিয়ে দেব।

GridArt_20230510_213641731.jpg

সর্বশেষ ধাপ :
  • এরপর এগুলো ভালোভাবে বসে গেলে আমি আমি ছবি তোলার জন্য নিজের মনের মত একটু ডেকোরেশন করে নেব।

GridArt_20230510_164024270.jpg

GridArt_20230510_163433019.jpg

GridArt_20230510_221716026.jpg

GridArt_20230510_222011054.jpg

GridArt_20230510_221906756.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ডাই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
Loading...
 2 years ago 

জার ক্যান্ডেল দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে এই ক্যান্ডেল তৈরি করেছেন। আসলে প্রতিযোগিতায় নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। আর আপনি ভিন্ন ধরনের একটি ক্যান্ডেল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি ক্যান্ডেল তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু।আপনার তৈরি করা জার ক্যান্ডেলটি বেশ সুন্দর দেখাচ্ছে ।আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল।

 last year 

সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করার সুযোগ হয়। এবং এমন সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হলে বেশ সুন্দর সুন্দর ইউনিক পোস্ট দেখতে পাওয়া যায়। আপনার জার ক্যান্ডেলটি দেখতে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে তৈরি করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে নিজের ক্রিয়েটিভিটিতে প্রকাশ করার একটা সুযোগ পাওয়া যায়। তাই আমার বাংলা ব্লগের সকল প্রতিযোগিতা আমার ভীষণ ভালো লাগে।

 2 years ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর করে জার ক্যান্ডেল তৈরি করেছেন আপু। দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এমন ইউনিক একটি প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করেছেন, দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনারা সুন্দর মন্তব্যটি দেখে বেশ ভালো লাগলো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76338.99
ETH 2965.83
USDT 1.00
SBD 2.62