"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ || আমার করা ফটোগ্রাফি -শীতকালীন প্রাকৃতিক দৃশ্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা ❣️❣️

আশাকরি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালোই আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনারা সকলেই জানেন আমার বাংলা ব্লগ এ একটি শীতকালীন প্রকৃতির সৌন্দর্য ফটোগ্রাফি এর আয়োজন করেছেন আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগের ফাউন্ডার। আমি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এই প্রতিযোগিতায় সবাই সবার ফটোগ্রাফির দক্ষতার প্রকাশ করতে পারবে। এবং আমি নিজেও আজ এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলাম।

আর আমি আমি মনে করি আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে বাঙ্গালীদের দক্ষতা ও যোগ্যতা প্রমান করার জন্য শ্রেষ্ঠ একটি কমিউনিটি। এখানে আমি প্রতিনিয়ত আমার আমার সেরা দিয়ে (আর্ট, বিভিন্ন রেসিপি, ও ফটোগ্রাফি ইত্যাদির মাধ্যমে) চেস্টা করছি নিজেকে প্রমাণ করার জন্য। আর তারসাথে সকল এডমিন এবং মডারেটগন আমাদের বিভিন্ন ভাবে,বিভিন্ন বিষয়ে অনেক সাহায্য করে যাচ্ছেন। এই জন্য এডমিনস আপু এবং ভাইয়াদেরকেও অসংখ্য ধন্যবাদ।

  • যাইহোক এখন আমি আপনাদের মাঝে আজকে আমার শীতের প্রকৃতির ফটোগ্রাফি গুলো শেয়ার করবো। আমি চেস্টা করছি আমার বেস্টটা দিয়ে ফটোগ্রাফিগুলো করার।

Screenshot_20220201-192045_Photo Collage Maker.jpg

তো চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখা যাক 📸📸

ফটোগ্রাফি নংঃ ১ এবং ২

  • আমি কাল সকালেই ফটোগ্রাফিগুলো করেছি। প্রত্যেকদিন নামাজ পড়ে একটু ঘুমাই কিন্তু কাল সকাল সকাল কুয়াশা,সূর্য উঠা ও শিশির বিন্দুর ফটোগ্রাফি করতে বের হয়ে গেলাম আমি আম্মুকে নিয়ে। বের হয়েই ছোট একটি পাতা নিয়ে সূর্যের মুখোমুখি করে ২টি ফটোগ্রাফি করে নিলাম।

20220130_075622.jpg
লোকেশন
20220130_075633.jpg
লোকেশন

ফটোগ্রাফি নংঃ৩,৪ এবং ৫

  • তারপর চারিদিকের কুয়াশার একটি ফটোগ্রাফিক করলাম। যেহেতু শীতকালীন প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা তাই কুয়াশার ফটোগ্রাফি না করলেই নয়। এবং সূর্য উঠার ফটোগ্রাফিও করলাম।

20220130_072848.jpgলোকেশন

20220130_071632.jpgলোকেশন

20220130_072119.jpgলোকেশন

ফটোগ্রাফি নংঃ৬,৭এবং৮

  • তারপর আমরা হাঁটতে হাঁটতে সমানে দেখলাম কচু পাতা ও কুমড়ো পাতার উপর শিশির বিন্দু পড়ে আছে। তারপর আমি দুটোর ফটোগ্রাফি করে নিলাম।

20220130_075357.jpgলোকেশন

20220130_072630.jpgলোকেশন

20220130_072617.jpg
লোকেশন

ফটোগ্রাফি নংঃ ৯ এবং ১০

  • তারপর দেখলাম ঘাসের উপর শিশির বিন্দু জমে আছে তখন আরো দুটি ফটোগ্রাফি করে নিলাম।

20220130_072940.jpgলোকেশন

20220130_072948.jpg
লোকেশন

ফটোগ্রাফি নংঃ১১,১২ এবং১৩

  • অবশেষে আমি নিজের হাতে জমে থাক শিশির বিন্দু গুলোকে একহাতে স্পর্শ করলাম এবং আরেক হাতে ছবি তুললাম।

20220130_073002.jpg
লোকেশন

20220130_072952.jpg
লোকেশন

20220130_073008.jpg
লোকেশন

  • এই ছিলো আমার আজকের ফটোগ্রাফি গুলো। শীতকাল মানেই অন্য রকম কিছু অনুভূতি। শীতকাল আমার অনেক পছন্দের।
আশা করি আপনাদের সকলের কাছে আমার শীতকালিন ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর ভুলক্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung A22

ফটোগ্রাফারঃ @naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য ❣️❣️

Sort:  

আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছিলাম না,বিশেষ করে ঘাসের উপরে শিশির জমার দৃশ্যটা সত্যি অসাধারণ। প্রত্যেকটি ছবি অনেক ভালো হয়েছে। শুভকামনা আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে ঘাসের উপরে শিশিরবিন্দু জমে থাকা ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। খুবই চমৎকার ভাবে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। বিশেষ করে শীতের সকালের সূর্য উদয় এবং শিশিরবিন্দুর ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে আমার কাছে। শিশির বিন্দু গুলো একদম হিরার মত লাগছে দেখতে। এত সুন্দর ফটোগ্রাফি দেখলেই মন ভালো হয়েছে। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। তাছাড়া ফটোগ্রাফি গুলো করার সাথে সাথে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন । আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

শীত মানেই যেন কুয়াশা আর শিশির। শীতকালীন ফটোগ্রাফির প্রতিযোগিতা হবে আর তাতে শিশিরের ছবি থাকবে না ভাবাই যায় না। আপনার সবগুলো ছবির মধ্যে শিশিরভেজা হাতের ছবিটি আমার কাছে সেরা মনে হল। শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু,আপনার এই ফটোগ্রাফিগুলো আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমার খুব আফসোস হচ্ছে আমি এখন অসুস্থতার কারণে বাইরে বের হতে পারছি না তাই কোনো ফটোগ্রাফি করতে পারছিনা।আপাতত সবার অংশগ্রহণ দেখেই খুশি থাকলাম।খুব সুন্দর ছিল ফটোগ্রাফিগুলো।

 3 years ago 

আপনার সুস্থথা কামনা করি আপু। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলি। বাহ কতদিন পর যে ঘাসের উপর শিশির জমে থাকা দেখলাম ভুলেই গেছি হয়তো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সব ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ দেখাচ্ছে। আপনার হাতে থাকা পাতা ফটোগ্রাফি টা তো আমার কাছে সবচেয়ে আকর্ষণীয়। অনেক সুন্দর ভাবে এসব ফটোগ্রাফি গুলো তুললেন আপনি। আমার কাছে সব ফটোগ্রাফি গুলোই খুবই আকর্ষণীয় মনে হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

শীতকালীন প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য স্বাগতম। প্রত্যেকটা ফটোগ্রাফি এক কথায় অসাধারন ছিল। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে বাস্তব। বলতে হবে ছবি তোলা হাত অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মতামত প্রকাশ করার জন্য আপনাকে নিয়ে ধন্যবাদ ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ওয়াও! আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিলো মনমুগ্ধকর। শিশিরের সাথে খেলা করা ছবিটি দেখে আমার খুব ভালো লাগছে। শীতের সকালে এই দৃশ্যগুলো খুবই পরিচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ছবি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77