শোল মাছের পোনার মজাদার রেসিপি😋\\১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পোনার মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। এটি আমাদের দেহের পুষ্টিগুন যোগায়। ও দেহের জন্য খুবই উপকারী একটি খাবার।

  • এই মাছ গুলে শহরাঞ্চলে বেশি পাওয়া যায় না বা নেই বললেই আলে। গ্রামের পুকুরে এগুলো দলবেঁধে ঘুরে। এগুলে আমাদের পুকুরেই মাছ। ছোট জাল দিয়ে ধরা এগুলো। নিচে মাছ ধরার পর একটি ছবি শেয়ার করেছি।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।

রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20220419_105936465.jpg

20220329_114611.jpg

GridArt_20220419_145428808.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • মাছের পোনা
  • রসুনবাটা
  • লবন ও সয়াবিন তেল
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়া
  • মরিচেরগুঁড়ো
  • জিরে গুঁড়া

20220329_105705.jpg

প্রথম ধাপ:

  • প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম ও কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে পরিমান মতো সয়াবিন তেল দিয়ে দিলাম।

GridArt_20220419_110021691.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর পাতিলে পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিয়ে দিলাম।

GridArt_20220419_110107637.jpg

তৃতীয় ধাপ:

  • এখন মসলাগুঁড়া ও সব গুলো উপকরণ দিয়ে দিলাম।

GridArt_20220419_110216750.jpg

চতুর্থ ধাপ:

  • এখন মসলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম ও মাছের পোনা গুলো দিয়ে দিলাম।

GridArt_20220419_110241710.jpg

পঞ্চম ধাপ:

  • এখন মসলার সাথে পোনা গুলো ভালভাবে মিশিয়ে দিলাম ও পরিমাণমতো পানি দিয়ে দিলাম।

GridArt_20220419_110352060.jpg

সর্বশেষ ধাপ:

  • ৫-৬ মিনিট পর এটি সম্পূর্ণ রান্না হয়ে এসেছে তারপর তা চুলা থেকে নামিয়ে নিলাম ও পরিবেশের জন্য প্রস্তুত করলাম।

GridArt_20220419_110412170.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

20220329_114632.jpg

20220329_114628.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  
 2 years ago 

শোল মাছের পোনার মজাদার রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

শোল মাছের খুবই প্রিয় একটি মাছ আমার। এই মাছ পুকুর থেকে ধরা খুবই কঠিন, কারণের শরীর খুবই পিছলা হয়ে থাকে।

 2 years ago 

যথার্থ বলেছেন আপনি,এগুলো ধরা খুবই কঠিন কাজ। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ও আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া

 2 years ago 

বাহ আপু আপনি তো অনেক সুন্দর করতে পারেন। শোল মাছের পোনা রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। শোল মাছ খেয়েছি। কিন্তু এভাবে শোল মাছের পোনা রেসিপি কখনো খাওয়া হয়নি। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

শোল মাছের পোনার মত লাগছে না, তবে এটি টাকি মাছের পোনা মনে হচ্ছে আমার। তবে যেকোনো পোনাই যদি একটু ঝাল করে পেঁয়াজ কুচি করে যদি মরিচ করা হয়। বা রান্না করা হয় তখন এটি খুবই সুস্বাদু হউ। অনেক প্রিয় একটি রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

শোল আর টাকি আমার কাছে একই লাগে। পার্থক্যটা আমি খুজেই পাইনাহ। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ও আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপু রিপ্লে দেওয়ার জন্য, আসলে শোল মাছের পোনা গুলো লালা কালার হয়। কিন্তু টাকি মাছের পোনার দুইপাশে সোনালী কালারের রেখা থাকে যেটি আপনার এই পোনার মধ্যে দেখা গেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু,কি রেসিপি শেয়ার করলেন শোল মাছের পোনা রেসিপি দেখে আমার জিভে জল এসে যায়।কি করবো বলেন রোজা রেখেছি আর কিছু বলতে পারলাম না 😔আপু,শোল মাছের পোনা রেসিপি খুবই সুস্বাদু। শোল মাছের পোনা রেসিপি খেয়েছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে।আমাদের চট্টগ্রামের মানুষ গুলো শোল মাছ পোনা অথবা টাকি মাছের পোনা খেতে চায় না। আমার হাজব্যান্ড তো এগুলো পছন্দ করে না।তাই আপু,এই শোল মাছের পোনা রেসিপি খাওয়া হয় না। তবে আপনার তৈরি করা শোল মাছের পোনা রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপু,শোল মাছের পোনা রান্না রেসিপি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু, এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য দেখে খুশি হলাম আপু। আশাকরি সবসময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 🙂

 2 years ago 

এই রকম ছোট পোনা মাছের ভাজি রেসিপি গুলো আমার খেতে খুব ভালো লাগে। শহরে অবশ্য এই পোনা মাছ গুলো ঠিকমতো পাওয়া যায়না। গ্রামে গেলে এই পোনা মাছ গুলো মাঝে মাঝে খাওয়া হয়। এখন পুকুরে এই রকম শোল মাছের পোনা পাওয়া যায় ভাবতে ভালো লাগে। অবশ্য দিনকাল বদলে গেছে এই কিছুদিন আগে আমি একটি পুকুরে প্রচুর চিংড়ি মাছের পোনা দেখেছি মনে হচ্ছিল পোনা ছেড়ে দেয়া হয়েছে।যাইহোক পানার রেসিপিটি অনেক মজার ছিল।ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া চিংড়ি পোনা চেড়ে দিয়েছি। আপনার সুন্দর মন্তব্যটি দেখে অনেক খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

শুভকামনা রইল, ভালো থাকবেন।

 2 years ago 

শোল মাছের পোনা দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছে। শোল মাছের পোনা দিয়ে আমি কখনো রেসিপি তৈরি করিনি। তবে আপনার উপস্থাপন দেখে সুস্বাদু মনে হয়েছে। তাই তৈরি করার ইচ্ছা হলো।পরবর্তীতে তৈরি করবো।

 2 years ago 

আপু আপনার রান্না যতই মজাদার হোক না কেন আমার একটুও ভালো লাগছে না। এতগুলো পোনা থেকে না জানি কত গুলো বড় মাছ হতো। সবাই যদি আপনার মত এভাবে পোনা খাওয়া শুরু করে তাহলে অচিরেই শোল মাছ হারিয়ে যাবে এ দেশ থেকে।

 2 years ago 

জি ভাইয়া আপনি হয়তো ঠিকই বলেছেন। কিন্তু আমরা শোল মাছ চাষ করি না। কারণ শোল মাছ অন্যসব বড় মাছের পোনা খেয়ে ফেলে। শোল মাছ হলো রাক্ষসে মাছ।এই মাছটা কিভাবে যেন সব সময় হয়ে যায়। এগুলো শুধু ক্ষেতেই চাষ করা হয় এখানে । তাই মাছগুলো যেহেতু ধরে ফেলেছি ফেলে তো দিতে পারবনা সেজন্য খেয়ে ফেলেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন ।ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এগুলো হচ্ছে আমাদের দেশী প্রজাতির মাছ। বড়জোর ছোট ছোট মাছ খাবারে ক্ষমতা আছে এদের। যে কারণে এদের কারণে অন্য কোন মাছের প্রজাতি হুমকির সম্মুখীন হয় না। যাই হোক কিনে ফেলেছেন তাই খেয়েছেন। আশা করি আমরা সবাই এ ব্যাপারে সচেতন হব।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে শোল মাছের পোনার মজাদার ভুনা রেসিপি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আপু। আপনার তৈরি করার রেসিপি দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করতেছে। যদি একটু খাইতে পারতাম তাহলে খুব ভালো হতো। শোল মাছ আমি খুবই পছন্দ করি। আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য ও আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আসলেই বুঝি শহরে শোল মাছের পোনা পাওয়া যায় না। আমি কখনোই বাজারে পোনা শোল মাছ দেখি নি।

যাইহোক আপনার রেসিপিটি দেখতে দারুন লাগছে আপু, দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। বেশ গুছিয়ে পুরো রেসিপিটি উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32