You are viewing a single comment's thread from:
RE: শোল মাছের পোনার মজাদার রেসিপি😋\\১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য
আপু আপনার রান্না যতই মজাদার হোক না কেন আমার একটুও ভালো লাগছে না। এতগুলো পোনা থেকে না জানি কত গুলো বড় মাছ হতো। সবাই যদি আপনার মত এভাবে পোনা খাওয়া শুরু করে তাহলে অচিরেই শোল মাছ হারিয়ে যাবে এ দেশ থেকে।
জি ভাইয়া আপনি হয়তো ঠিকই বলেছেন। কিন্তু আমরা শোল মাছ চাষ করি না। কারণ শোল মাছ অন্যসব বড় মাছের পোনা খেয়ে ফেলে। শোল মাছ হলো রাক্ষসে মাছ।এই মাছটা কিভাবে যেন সব সময় হয়ে যায়। এগুলো শুধু ক্ষেতেই চাষ করা হয় এখানে । তাই মাছগুলো যেহেতু ধরে ফেলেছি ফেলে তো দিতে পারবনা সেজন্য খেয়ে ফেলেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন ।ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
এগুলো হচ্ছে আমাদের দেশী প্রজাতির মাছ। বড়জোর ছোট ছোট মাছ খাবারে ক্ষমতা আছে এদের। যে কারণে এদের কারণে অন্য কোন মাছের প্রজাতি হুমকির সম্মুখীন হয় না। যাই হোক কিনে ফেলেছেন তাই খেয়েছেন। আশা করি আমরা সবাই এ ব্যাপারে সচেতন হব।