You are viewing a single comment's thread from:
RE: গ্রাম ভ্রমন পর্ব ০২ || মুক্ত বাতাসে মন খুলে ঘুরে বেড়ানো।
গ্রাম মানেই হচ্ছে প্রাকৃতিক সবুজে ঘেরা পরিবেশ
আর এজন্য প্রত্যেকটা গ্রামকে খুব পরিচিত মনে হয় আমার কাছে😍।আর কাকতাড়ুয়া দেখি শুয়ে পড়েছে বেচারা কতই আর দাড়িয়ে থেকে পাহারা দেয় হিবি।আর কিছুদিন আগে তো ঝড়ের সাথে বেশ পাথর পড়েছে আমাদের এইদিকে।এবার জমিতে ধান নেই বললেই চলে।
অনেক ধন্যবাদ ভাই ভীষণ চমৎকার মন্তব্যের জন্য।
সত্যিই গ্রাম বাংলার প্রতিটি গ্রাম একই মনে হয়।
সত্যি বলতে এ ধরনের পরিবেশ আমার ভীষণ ভালো লাগে।