You are viewing a single comment's thread from:

RE: DIY || (এসো নিজে করি) পুড়োন ফেলে দেয়া জিনিস দিয়ে সাউন্ড বক্স তৈরী । ১০% প্রিয় লাজুক খ্যাকঁ এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাই মাইক টি ৩ অথবা ৩.৪" ইঞ্চি হবে।আপনি উইথ আউট সাউন্ড আউট পুট সার্কিট ছাড়ায় কেমনে এটাকে বাজালেন ভাই আমার তো মাথায় কিছুই ঢুকলো না।আপনি জে জ্যাক এই ব্যাবহার করেন না কেনো।প্রথমে আপনাকে।সাউন্ড আউট পুট আর ইনপুট এর জন্য ম্যানুয়ালি সার্কিট ম্যানেজমেন্ট করতে হবে।যাকে অ্যাম্পলিফায়ার বলা হয়।আর হ্যা আপনি যে পদ্ধতিতে বানিয়েছেন এটাতে বড়জোর কানে হেডফন দিলে যেমন শব্দ হয় এ রকম হবে তবে এর থেকে বেশী না।

ধন্যবাদ

Sort:  
 3 years ago (edited)

দুখিঃত ভাইয়া, আপনার ধারনা সঠিন নয়। প্রথমত, ওটা মাইক নয় ওটা একটা ০.৫ ওয়াট এর স্পিকার। স্পিকারের সাইজ যাই হোক না কেন ওটার শক্তি নির্ভর করে কয়েল ও চম্বুকিয় শক্তির দ্বারা। দ্বিতীয়ত, প্রত্যেকটা এনড্রুয়েড ফোনে বিল্ট ইন এমপ্লিফায়ার থাকে, তৃতীয়ত আমার এখানে কোন সাউন্ড আউট পুট এবং ইনপুট সার্কিট প্রয়োজন নেই কারন আমার এটি একটি ছোট বক্স যার ওয়াট মাত্র ০.৫ ওয়াট এবং এটি আমি কোন অনুষ্ঠানে ধুমধারাক্কা বাজানোর কাজে ব্যবহার করবো না বা সম্ভব নয়। চতুর্থত, যে জ্যাক দুটো আমি দেখিয়েছি সেটা কেন দেখিয়েছি সেটা আমার পোষ্ট টা ভাল করে পড়েন নতুবা বুঝবেন না। অবশেষে কতটুকু সাউন্ড হয় কিংবা হেড ফোনের থেকে বেশী সাউন্ড হয় কিনা তা জানার জন্য পাশের কোন ইলেট্রনিক্সের দোকানে যোগাযোগ করেন তাহলে আপনার জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাবে। না পারলে একটা স্পিকার সংগ্রহ করে বাজিয়ে দেখতে পারেন তাহলেই লেঠা চুকে গেল। তবে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার ফোন থেকে আউট পুট সাউন্ড কত বের হচ্ছে আর সেই জন্য একটা মিটার দরকার হবে। ভাল থাকবেন।
IMG20211030121054.jpg

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65744.86
ETH 3466.75
USDT 1.00
SBD 2.62