রক্তের সেচে ফলানো ফসল ঘরের তোলার মুহূর্ত || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 30 May,2022
আজ ১৬ই জৈষ্ঠ্য,১৪২৯ বঙ্গাব্দ


png_20220530_231138_0000.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


"সবুজ শ্যামল শস্যে ভরা আমাদের এই সোনার বাংলা"।মাঠে ফসল ফলে আবার একটা সময় পর সেই সোনার ফসল ঘরে তুলে। যখন ঘরে ফসল তুলে কৃষকের সেই আবেগ কি কখনো দেখেছেন?এক অন্যরকম চাপা অনুভূতি প্রকাশ পায় তাদের চোখে মুখে।আর আমি যেহেতু একজন গ্রামীণ জনজীবনে বেড়ে ওঠা ছেলে তাই এই ব্যাপার গুলো ভালোভাবেই উপলদ্ধি করতে পারি।যখন জমিতে ফসল ফলানো হয় অনেকটাই নিজের সন্তান এর মত পরিচর্যা করে ফলানো হয় সেই ফসল।তারউপর এক দুশ্চিন্তায় থাকতে হয় যতক্ষণ না সেই ফসল নিরাপদে ঘরে তুলে আনা সম্ভব হয়।কারণ অনেকসময় প্রকৃতির বিরূপ আচরণে সব শেষ হয়ে যায়।সেই যত্নে বেড়ে উঠা ফসল গুলও নিমিষেই ঝরে যায়।আর আপনারা তো জানেন যারা গ্রামে থাকি আমরা সবাই মধ্যবিত্ত আর আমাদের সবকিছুই নির্ভর করে এই ফসল এর উপর।তাই এই ফসল কতটা গুরুত্তপূর্ণ আমাদের জন্য সেটা বুঝতেই পারছেন।কিন্তু দুঃখের বিষয় হলো এবার আমাদের জমিতে মোটেও একটুও ধান ভালো হয় নি।প্রাকৃতিক দূর্যোগ আর পোকার আক্রমনে ধান হয় নি বললেই চলে।


LMC_20220504_152544691_LMC 8.4.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


আমি সচারাচর জমি দেখতে খুব একটা বেশি যাই না।আব্বুই প্রায় সময় সবকিছু দেখা শোনা করে।ঈদের পর আব্বু আমাকে বলে জমি গুলা একটু দেখে আয় তো,এবার তো ধান ভালো হয় নাই কিযে হবে আল্লাহ ভালো জানে।আর জমিতে ফসল ভালো হয় নি দেখে আব্বুর মনটাও অনেকটা খারাপ।এদিকে জমিতে গিয়ে আমি দেখি জমির এক পাশ থেকে ধানে পোকার আক্রমণ শুরু হয়ে গেছে আর ধান গুলও কেনো জানি সময়ের আগেই পেকে গেছে,আবার অন্য দিকের ধান গুলো এখনও কাচা।আমি বিষয়টা বুঝতে পারলাম,বাড়িতে এসে আব্বুকে বললাম যেটুক জায়গায় পোকার আক্রমণ হয়েছে সেই টুক অংশ কালকের মধ্যেই কেটে ফেলেন নাহলে পুরো জমিতে একটুও ধান পাওয়া যাবে না।সেই জন্যে পরের দিন আবার লোক মাধ্যম সেই ধান গুলো কেটে নিয়ে আসা হলো।আর ধানের অবস্থা তো আপনারা দেখতেই পারছেন।


LMC_20220504_152541113_LMC 8.4.jpg

LMC_20220504_152616816_LMC 8.4.jpg

LMC_20220504_152611349_LMC 8.4.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


ধান নিয়ে আসার পর ধান মাড়ার মেশিনকে খবর দেওয়া হলো ওরাও এসে হাজির।আসলে প্রযুক্তির উন্নয়নে মানুষের পরিশ্রম এখন অনেকটাই লাঘব হয় গেছে।মানুষের কষ্ট যেমন লাঘব হয়েছে ঠিক ততটাই সময় ও সাশ্রয় হয় আর কাজটাও ঠিকঠাক মত হয়।আমার আবার ভালই লাগে ধান মা এই যন্ত্র।সবগুলো একদম প্রসেস করে দেয়।ধান একদিন,খেড় একদিন আবার ধান ও অনেক পরিষ্কার হয় পড়ে আবার ঝাড়তে হয় না।আর গাড়ির সাথে ওদের নিজস্ব লোক ছিল তাই আমাদের সেখানে তেমন কোনো কাজই করতে হয় নি এটা একটা সুবিধা😁।


LMC_20220504_152627005_LMC 8.4.jpg

LMC_20220504_152624620_LMC 8.4.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তারপর ধানগুলো সব এক জায়গায় পালা করতেছিল।আর ধানের এই অবস্থা দেখে আব্বুর মনটা অনেকটাই খারাপ। সবাই বলতেছিল এত পরিচর্যার পরেও ধানের এই অবস্থা কেন? তাও ভালো যে সব গুলো জমিতে এমন হাল হয় নাই।খালি উচা জমি গুলোতেই এমন হয়েছে।আর ধানের অবস্থা দেখেন ধানের থেকে পাতান বেশি।যেখানে প্রতিবছর কাঠা প্রতি দুই থেকে আড়াই মণ ধান পাওয়া যায় সেখানে এবার এই জমি গুলো থেকে দেড় মণ ধান পাওয়া অনেক কষ্টের ব্যাপার।তবে এগুলা নিয়ে মণ খারাপ এর কিছু নাই,একবার ফসল ভাল হবে একবার খারাপ হবে এটাই স্বাভাবিক।তবে যাইহোক পরে মেসে এসে আব্বুরে একদিন ফোন করে জানতে চাইলাম বাকি জমির ধান গুলো কেমন হইছে।আব্বু কে ভালই হইছে,কিন্তু বৃষ্টি হওয়াতে ধান কাটার যা দাম এরপরের বার থেকে মনে এইসব চাষ-আবাদ ছেড়ে দিতে হবে.....।


যাইহোক আজকের মত এতটুকুই।সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক ভালোবাসা রইলো।


আল্লাহ হাফেজ🌿



ডিভাইস:মোবাইলঅবস্থান

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি ঠিকই বলেছেন ভাইয়া এগুলো কৃষকের রক্তে সেচের ই বটে।কারণ তারা যেভাবে প্রথম থেকে কষ্ট করে টা আর বলার মত না।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর করে ফটো গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

একদম আপু ঠিক ধরেছেন। সবচেয়ে খারাপ লাগে তখন যখন এত কষ্ট করে ফসল ফলানোর পরেও সেই ফসল প্রকৃতির বিরূপ প্রভাবে নষ্ট হয়ে যায়।

কঠিন শিরোনাম একটি কথায় কৃষক কুলের সমস্ত ভাবনা উঠে এসেছে। আর কিছু বলার দরকার নাই। ছবির প্রশংসা তো সবসময়ই করা হয় ।উপস্থাপনার প্রশংসা করা হয়। আমি এই পোস্টে শুধুই শিরোনামের প্রশংসা করলাম

 2 years ago 

আপনার মত একজন জ্ঞানী মানুষের মুখ থেকে এরকম চমৎকার একটি মন্তব্য এবং প্রশংসা পেয়ে সত্যিই আমি অনেক আনন্দিত। যাইহোক হোক সবার চোখে সবকিছু ধরে না, কিন্তু জ্ঞানী মানুষের চোখে ভালো জিনিস যে এড়ায় না এই মন্তব্য তারই প্রমাণ। অবিরাম ভালবাসা রইল ভাই আপনার জন্য। 🖤

 2 years ago 

আমি মনে করি একজন কৃষকের তখনই অনেক বেশি সার্থকতা যখন নিজের মাথার ঘাম পায়ে ফেলে সোনালী ফসল ফলিয়ে সেই ফসল ঘরে তোলে। এর থেকে সুখের মুহূর্ত হয়তো তার জীবনে আর কখনো আসেনি। আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে পুরো ব্যাপারটা বুঝিয়ে লিখেছেন সত্যি অনেক বেশি ভালো ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কিন্তু সেই ফসল যখন ঘরে তোলার পূর্বেই জমিতেই আধমরা হয়ে যায় তখন আবার সেই কৃষক ঐ অনেকটা ভেঙে পড়ে। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

যখন কৃষক ফসলের মাঠে ফসল দেয় সেটা যদি সুন্দরভাবে হয় তাহলে তারা খুবই খুশি হয়। কিন্তু যদি সেই ফসল ভালো না হয় তাহলে তাদের মন খারাপ থাকে। আপনি ঠিকই বলেছেন আসলে এগুলোকে কৃষকের রক্তের সেচের ফসল। আপনি দারুন কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন খুব ভালো লাগছে আপনার পোস্ট।

 2 years ago 

হ্যাঁ ভাই, কারণ এই ফসলের উপর নির্ভর করে পরবর্তী ফসল ঘরে আসা পর্যন্ত কৃষকের পরিবারটা কেমন চলবে। আসলে কৃষকদের তো আর আলাদা কোনো ইনকাম সোর্স থাকেনা সেজন্যই।

 2 years ago 

সোনালী ফসল ঘরে ওঠানো কৃষকেরা ব্যস্ত ।সেই দৃশ্য পটভূমির দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিলেন। যেটা সত্যি আমাকে মুগ্ধ করেছে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি যখনই ফটোগ্রাফি গুলো করেছি তখন অতটাও ব্যস্ত ছিল না, এই ধানগুলো পোকায় ধরেছিল তাই বাধ্য হয়ে তারা তারি করতে হয়েছে আমাদের।

 2 years ago 

ছোটবেলায় ফসল ঘরে তোলার সময়টাতে বেশিরভাগ বাড়িতে কাটিয়েছি। এ কারণে বুঝতে পারি যে কত কষ্ট করে এই ফসল সকলের ঘরে তুলতে হয়। অসাধারণ খুব সুন্দর ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা দিয়ে পোষ্টটি লিখেছেন ভাইয়া। ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার এই মন্তব্যটি শুনে সত্যি অনেক ভালো লাগলো। যারা কখনও গ্রামে থেকেছে গ্রামের মানুষদেরকে কাছে থেকে দেখেছি কেবল তারাই অনুধাবন করতে পারবে এই ব্যাপারগুলো।

 2 years ago 

সত্যি কথা বলতে আমাদের দেশের কৃষকরা কষ্ট করে অনেকেই সোনার ধান ফসল ফলানোর জন্য। কারণ আমি দেখেছি গ্রামে গিয়েছিলাম এর মধ্যে সব ধান বৃষ্টিতে পড়ে গিয়েছিল। দেখে কতটা খারাপ লাগলো আমার। কারণ ভাবলাম আমাদের দেশের কৃষকরা কত কষ্ট করে এই ধানগুলো রোপণ করেছে। আসলে দিন শেষে যখন সোনালী ধান ঘরে তোলে কৃষকরা তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায়।যাই হোক ভাল লাগল ভাই খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কিন্তু সেই দিন মনে হয় আর আগের মত নেই ভাই, একই তো অনেক টাকা দিয়ে ফসল ফলাতে হয়, তার উপর আবার প্রকৃতির বিরূপ প্রভাব। আবার দেখা যায় শ্রমিক পাওয়া যায় না সেই ধান ঘরে তোলার জন্য। আবার দিন শেষে সেই ধানের ও দাম নেই। অর্থাৎ বলা চলে কৃষকরা অনেকটাই অবহেলিত।

 2 years ago 

আপনার টাইটেল টি আমার ভাল লেগেছে। রক্তের সেচে কষ্টের ফসল। সত্যিই তাই। কত পরিশ্রমের ফল এটি। মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফসল ফলায়। যখন নতুন ধান তার ঘরে উঠে তার আনন্দের আর সীমা থাকে না। ভাল লিখেছেন ভাই। পিক গুলো দেখে আমার অনেক ভাল লেগেছে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69731.54
ETH 3810.82
USDT 1.00
SBD 3.84