You are viewing a single comment's thread from:
RE: রক্তের সেচে ফলানো ফসল ঘরের তোলার মুহূর্ত || 10% for @shy-fox
যখন কৃষক ফসলের মাঠে ফসল দেয় সেটা যদি সুন্দরভাবে হয় তাহলে তারা খুবই খুশি হয়। কিন্তু যদি সেই ফসল ভালো না হয় তাহলে তাদের মন খারাপ থাকে। আপনি ঠিকই বলেছেন আসলে এগুলোকে কৃষকের রক্তের সেচের ফসল। আপনি দারুন কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন খুব ভালো লাগছে আপনার পোস্ট।
হ্যাঁ ভাই, কারণ এই ফসলের উপর নির্ভর করে পরবর্তী ফসল ঘরে আসা পর্যন্ত কৃষকের পরিবারটা কেমন চলবে। আসলে কৃষকদের তো আর আলাদা কোনো ইনকাম সোর্স থাকেনা সেজন্যই।