ওরা এমন কেনো? ওদের মনুষ্যত্ব বলে কি কিছু নেই ? || 10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"



today 20 April,2022
আজ ০৭ই বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ


20220420_235301_0000.png



মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


আজকে রাগ,দুঃখ,অভিমান সবকিছু নিয়ে লিখতে চলেছি কিছু অব্যাক্ত কথা। আমার মাঝে মাঝে মনে হয় এই পৃথিবী,এই শহর বোধয় আমাদের জন্যে না।আমি বুঝি না মানুষগুলো এমন কেনো। কই আমরাও তো মানুষ আমরা তো কারো সাথে কোনোদিন এমন করি না,তবে তারা এমন কেনো। তারা কি মানুষ না? তাদের ভিতরে মনুষ্যত্ব মানবিকতা বলে কি কিছু নেই? ওরা কি আমাদের মানুষই মনে করে না ! পৃথিবীটা এই সব নেশাগ্রস্থ মানুষের পদচারণায় নোংরা হয়ে গিয়েছে । মাঝে মাঝে মনে হয় আমার যদি ক্ষমতা থাকতো তবে এদেরকে জেলে না পুরে সরাসরি খুন করে তাদের রক্ত দিয়ে এই পৃথিবীটাকে শুদ্ধ করতাম।


doubt-g6b39ff0b8_1280.png

image source


যাইহোক মূল আলোচনায় আসি। দিনাজপুরে থাকি অনেকদিন ধরেই,মূলত পড়াশুনার জন্যই এখানে থাকা। আর এখানে যেহেতু থাকি তাই এই এলাকা বা এখনকার মানুষদের সম্পর্কে খুব ভালো করেই জানি। এই জায়গার কিছু পাতি মাস্তান আছে তাদের সম্পর্কেও খুব ভালো করে জানি। আর এদের মনমানসিকতা একেবারেই জঘন্য। আমাদের যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে দিনাজপুর শহরে ফুলবাড়ী বাস স্ট্যান্ডে, কিন্তু এখন সবাই টেকনিকাল নামেই চিনে। যেহেতু বেশ ভালো একটি প্রতিষ্ঠান এবং ভালই নামডাক আছে সেই সূত্রে দেশের নানান প্রান্ত থেকে অনেক স্টুডেন্ট আসে এখানে পড়তে। আর আসবেই বা না কেনো দেশের সব পলিটেকনিক এর মধ্যে সবসময় সেরা দশ এ থাকে। কিন্তু আমি জবে থেকে এখানে আছি বা পড়াশুনা করছি আমার দেখা মতে এখানে ছাত্র রা পড়াশুনার পাশাাশি হয়রানির স্বীকারই হয় বেশি। যেহেতু ইনস্টিটিউট দিনাজপুর এই সেই হিসেবে আশেপাশে তো স্থানীয় ছেলেপেলেরা থাকবেই। কিন্তু সমস্যা হলো এই যে স্থানীয় ছেলেপেলেরা আছে এরা এতটাই বিকাদগ্রস্থ মানুষিকতার যে ওদের নাম শুনলে একবার থুতু ফেলতে ইচ্ছে করে । মনে হয় এখানে পড়াশুনা করতে আশাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এদের কাজ কি জানেন সারাদিন নেশা করে পলিটেকনিক এর ছাত্রদের টার্গেট বানানো,কাকে কিভাবে ফাঁসানো যায়,কার কাছ থেকে ধান্দা করা যায়। আর এদের উপদ্রব এতটাই বেশি হয়ে গিয়েছে যে এখন ক্যাম্পাস এ ঢুকলেও ভয়ে থাকতে হয়। এরা এতটাই ভয়ানক যে ওদের ভয়ে কেউ কিছু বলার সাহস এই পায় না। আর বলবেই বা কি করে আমরা তো সবাই বাইরের,আর তাদের মত তো আমরা সন্ত্রাসী না। ওদের দাপট এতটাই বেড়ে গিয়েছে যে,সেদিনের একটা ছোট্ট কাহিনী বলি। একটা বাইরের স্থানীয় ছেলে ক্যাম্পাস এর ভিতরে ম্যাডামকে টিস করেছে,ম্যাডাম সেটার প্রতিবাদ করতে গিয়ে পুরো হোস্টেল ভর্তি ছাত্রছাত্রীদের সামনে অপমানিত হয়েছে,এই লজ্জার কথা কি বলব। ম্যাডাম এর গায়ে পর্যন্ত হাত দিছে। কিন্তু দুর্ভাগ্য আমরা শুধু দাড়িয়ে দাড়িয়ে দেখছি,এমনকি প্রিন্সিপাল এই ঘটনা জানার পর ও চুপ মেরে গিয়েছে। আর আমাদের ও করার কিয়বা আছে সবার তো জীবনের ভয় আছে তাই না। মাঝে মাঝে মনে হয় এগুলোর বিরুদ্ধে রুখে দাড়াই। কিন্তু পরে যখন আমার মা বাবার কথা ভাবি তখন আর সাহস হয় না,কারণ ক্ষতিটা হলে আমারই হবে তাতে কারো কিছু যায় আসবে না। এই তো দুইদিন আগের ঘটনা একজন এসে একটা ছেলের কাছে নেশা করার জন্য টাকা চাইল ছেলেটা দিতে না করলো। ব্যাস বাইরে বের হওয়ার সাথে সাথে হাতের মধ্যে চাকু চালায় দিলো । আর ছেলেটা এখন জীবন মরণের সাথে পাঞ্জা লড়ছে মেডিকেলের বেডে। যতদূর শুনেছি ছেলেটার হাতের একটা রগ কাটা গিয়েছে। এবং এই নিয়ে মানববন্ধন ও হলো কলেজ,কিন্তু তাতে কি হলো সেই ছেলেটা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর মনের সুখে নেশা করছে।


cranium-g77b6664c4_1280.png

image source


এই ঘটনা গুলও কেন বলতেছি জানেন ? এই ঘটনাগুলোর সাক্ষী হতে হতে অতিষ্ঠ হয়ে গেছি। মনে হচ্ছে কোনো পাপবোধ এর গ্লানি আমার উপর চেপে আছে। আজকের একটা ঘটনা; আমার মেসের কিছু ছোটভাই এক বড়ো ভাইয়ের সাথে বেয়াদবি করে বসে,আর এটা হয় সাভাবিক। ওই বড়ভাই অর্থাৎ আমার বন্ধু ওদেরকে শাসন করে আর ওরাও বিনয়ের সহিত নিজেদের ভুল স্বীকার করে নেয়। এবং ভবিষ্যতে এমন ভুল হবে না বলে কথা দেয়। কিন্তু কিভাবে যেনো এই কথা বাইরে লিক হয়,আর এই কথা জানতে পারে সেই নেশাখোর পাতি মাস্তান গুলো। এরপর তারা মেসে আসে এসে মাতলামি শুরু করে। আমরা তাদের এত বুঝাই ভাই সব ঠিক হয়ে গেছে ওরা ভুল স্বীকার করে নিয়েছে কিন্তু তারা কোনোভাবেই মানতে নারাজ । এখন তাদের একটাই কথা টাকা লাগবে। অথচ আমাদের মেসের অভ্যন্তরীণ বিষয়ে তাদের মাথা গলানোর কোনো অধিকার এই নাই। এরপর তাদের থ্রেট দিয়ে যায় বিকেলের আগে তোমাদের ছয় হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে । যদি না দেও তাহলে খবর আছে এই বলে একজনের মোবাইল কেড়ে নিয়ে চলে যায়। এইসময় এমন খারাপ লাগতেছিল মনটা চাচ্ছিল শা*লাদের খুন করে তাদের রক্ত দিয়ে নিজেকে পরিশুদ্ধ করি। কিন্তু কি আর করার সেই ক্ষমতা যে নেই আমার। ছোটভাইটা শুধু কান্না করতেছিল ভাই আমার বাসা থেকে এতগুলো টাকা জীবনেও দিতে পারবে না প্লিজ আমাকে বাঁচান।আমি শুধু মাথাটা নীচু করে দাঁড়িয়ে ছিলাম বলদ এর মত। পরে মেসের সবাই মিলে টাকা ম্যানেজ করে তার ফোন নিয়ে আসি।


thinking-gbe06a7770_1280.png

image source


এইসব দেখতে দেখতে আজ বড়ো ক্লান্ত । সেই নেশাগ্রস্থ বিকার ছেলেগুলোর জন্য এক বালতি ঘৃনা জানোনা ছাড়া আর কিছু বলার নেই। আমরাও তো মানুষ,আমাদের এলাকাতেও মানুষ আসে কিন্তু আমরা তো তাদের সাথে এমন করি না ! বরং তাদেরকে যথেষ্ট সম্মান জানানোর চেষ্টা করি কারণ তারা আমার অথিতি। এইযে তারা জোর করে অনেকটা ডাকাতি করার মতো করে টাকা নিল,মানুষের মনে কষ্ট দিয়ে । এখন আমার প্রশ্ন হচ্ছে সেই টাকা কি তারা হজম করতে পারবে ? অন্যের কষ্টার্জিত টাকা মেরে দিয়ে কতটা আনন্দ পায় তারা ? তাদের কি বিবেকে একবারও বাঁধে না ? আমার কাছে কেনো জানি মনে হয় ওরা মানুষ না,মানুষের মত ওদের মানুষিকতা নয়। ওরা কেবলই একজন সন্ত্রাসী এবং নেশাগ্রস্থ বিকার চিন্তাধারার মানুষ । জীবনে তো কখনো সৎ উপায়ে উপার্জন করার ক্ষমতা নেই মানুষের টাকা এভাবে মেরেই নিজের নেশা করার টাকা তুলে আর সংসার চালায়। এগুলো স্রষ্টাও সহ্য করবে না ভাই,সময় আছে নিজেদের শুধরে নাও।



যাইহোক উপরওয়ালা ওদের বুঝ দিক,ওদের মনুষ্যত্ব জেগে উঠুক শুধু এটুকুই চাইবো।সবাই ভাল থাকবেন সুস্থ থাকেন আর এরকম মানুষদের থেকে দূরে থাকবেন।

আল্লাহ হাফেজ🌿



8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমার পরিচয় :

প্রথমত আমি একজন বাঙালি।এবং দ্বিতীয় আমি একজন আমার বাংলা ব্লগ এর নিবেদিত সৈনিক।আপাতত এতটুকুই অর্জন করতে পেরেছি। তারপরেও যদি বলতে হয় আমি একজন ছাত্র এবং শিক্ষানবিশ হিসেবে সবার কাছ থেকেই শিখছি।সেই সাথে আমি স্বাধীন চেতা ভাবুক শ্রেণীর একজন ব্যাক্তি।নিজের চিন্তা ভাবনা গুলোকে ব্লগে প্রকাশ করার এক অনন্য প্লাটফর্ম পেয়ে আজ আমি গর্বিত।সবসময় নিজেকে আবিষ্কার করি ভিন্ন এক রূপে আর নিজের আবিষ্কার গুলো প্রকাশ করি আপনাদের সামনে।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 2 years ago 

স্থানীয় প্রশাসন যখন নিশ্চুপ তখন কি আর করার। নেশা হচ্ছে ভয়ঙ্কর । এটার কারনে মানুষ গুলো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে কি করছে সে নিজেও জানে না। তবে সকলের উচিত প্রতিবাদ করা। মূলত এগুলো রাজনৈতিক ইন্ধনে হয়ে থাকে। বেশী কিছু বলার নেই। সাবধানে থাকবেন।

 2 years ago 

ভাই কি বলবো ওদের তো জেলে ঢুকার ও কোনো ভয় নেই,বের হয়ে সেই আগের মতোই।তখন মনে হয় ওরা আরো হিংস্র।আর স্থানীয়দের সাথে ওটা কোনো ঝামেলায় করে না,ওরা শুধু টার্গেট করে বাইরে থেকে কারা আসছে তাদেরকে,কারণ তাদেরকে প্রোটেক্ট করার মতো কেউ থাকে না😢

আপনি অনেক সুন্দর কিন্তু কখনোই আপনি আপনার পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছেন। আসলেই কিছু ছাত্র এমন উদ্ভট টাইপের হয়ে থাকে যারা শুধু অন্যদের ফাঁসানো নিয়ে ব্যস্ত থাকে। এরা সবসময় অন্যের ক্যারিয়ার নষ্ট করে দিতে মরিয়া হয়ে থাকে। এসকল দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বাঁচতে হলে এদের কে আগে সচেতন করতে হবে। ভালোবাসার সুন্দর গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ওরা কোন ছাত্রই না আমাদের ক্যাম্পাস এর, ওরা এখানকার ওই স্থানীয় ছেলেপেলে যারা প্রচন্ড নেশাগ্রস্ত। ওরা তো ভাই সচেতন আর হবেনা তাই আমাদেরকে এড়িয়ে চলতে হবে।

আপনি ভালো একটা প্রতিষ্ঠান পড়াশোনা করেন আপনি আপনার কাঙ্খিত সাফল্যের লক্ষ্যে অগ্রসর হবেন।
যে সকল লোক নেশা করে তারা নিজেকেই ভাল করে চিনে না। নেশা খুবই জঘন্য এবং ভয়ঙ্কর তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাকে একটি সচেতন মূলক পোস্ট করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু যারা নেশা করে তারা কিন্তু নিজেকেই ভালো করে চিনে না। কিন্তু ওদের সাথে তো কেউ মিশতে যায় না বরং ওরাই যাকে ইচ্ছা তাকে ধরে মারধর করে এবং টাকা হাতিয়ে নেয়।

 2 years ago 

দেশের সব জায়গায় এমন কিছু পাতিনেতা বিস্তার করছে, তাদের কেউ কিছু বলতেও পারেনা, তাদের ভালো কথা বল্লেও ভাবে এই মনে হয় আমাদের খারাপ কথা বলছে।তাই ভালো মানুষ গুলো এদের কিছুই বলে না।

সেই নেশাগ্রস্থ বিকার ছেলেগুলোর জন্য এক বালতি ঘৃনা জানোনা ছাড়া আর কিছু বলার নেই

এটাই করতে হবে এই ছাড়া কোন উপয় না।

 2 years ago 

সত্যিই ভাই অনেক খারাপ লাগছে নিজেকে। এই বাধ্য হয়েই এই ব্লগটি লিখেছি।

 2 years ago (edited)

প্রথমেই বলি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আমি নিজেও। আমি আমিনুল ছাত্রাবাসে চার বছর ছিলাম এবং পড়াশোনা শেষ করেছি। আমি দেখেছি আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের আশেপাশে কিরকম নেশার আকড়া বসে। আর সবথেকে বড় ব্যাপার আপনি যেগুলো এখন বলছেন তা আমি আজ থেকে বারো-তের বছর আগে ফেলে এসেছি। শুনুন আমি কি বলছি। আমাদের হোস্টেলে একমাত্র আমি এবং আমার এক বন্ধু ছাড়া ৯৮% ছাত্র নেশাগ্রস্ত ছিল। আমাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি একবার চাঁদাবাজির শিকার হতে হয়েছে। তবে সবথেকে বড় বিষয় ধৈর্য এবং বুদ্ধির সাথে সবকিছু মোকাবেলা করতে হবে। দেখুন ওখানে আপনার প্রধান উদ্দেশ্য কি? লেখাপড়া তাইতো। আমি জানিনা আপনি কোন সেমিষ্টারে পড়েন। শুনুন ময়লা ঘাটলে আপনার হাত নোংরা হবে। মনে করুন আপনি খনিকের অতিথি। নিজের প্রধান উদ্দেশ্য ঠিক রেখে ওখান থেকে চলে আসুন। আর আপনি শিক্ষিত ছেলে খুন করে গোসল করবো এগুলো কথা আপনার সাথে মানায় না। খুন কখনো সমস্যার সমাধান করতে পারে না। মন থেকে ওদের ঘৃনা করুন আর পড়াশোনা শেষ করুন। আর ভালো একটি অভিজ্ঞতা নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যান মানবতা রক্ষায়।
দোয়া রইল।

 2 years ago 

এবার 6th সেমিস্টার।আসলে ভাই কি বলবো,যদি কিছু করার না থাকে অন্তত ঘৃনা জানানো আবশ্যক।আমি ছোটবেলা থেকেই একটু প্রতিবাদী।চোখের সামনে কিছু অন্যায় দেখলে খুব সহজে মেনে নিতে পারি না ভাই।আর ওরা তো নেশাখোর মানুষ না ভাই,ওদেরকে কেউ যদি মারে তবে মনে হয় না সৃষ্টিকর্তা কোনো পাপ দিবে,বরং পৃথিবী তার পাপ ,গ্লানি থেকে একটু মুক্তি পাবে।

এতদিন থেকে আছি আমার চোখের সামনে অনেক কিছুই হয়েছে,সব কিছু এখনো মনে আছে,তবে কখনো কোথাও কিছু বলি না।তাই মনের বোবা কথা গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।আর আপনার সময় পরিস্থিতি কেমন ছিল জানা নেই,তবে পরিস্থিতি এখন ভয়াবহ।কোনো দোষ ছাড়াই এখন ছেলেদের ধরে তাদের কাছ থেকে নেশা খাওয়ার টাকা তুলে,মেয়ে নিয়ে তুলে হোস্টেলে।এমনকি স্যার ম্যাডাম রাও কিছু বলার সাহস পায় না।সেদিন তো ম্যাডামকে থাপ্পড় মারে বসেছে।যেখানে শিক্ষকরা নিরাপদ নয় সেখানে আমাদের অবস্থা কি ভাবেন।প্রিন্সিপাল প্রতিবাদ করতে গেলে প্যান্ট ভিজে যায়,উল্টা প্রিন্সিপাল কে বলে গেট এর বাইরে বের হও দেখতেছি টোক।দেখুন এমন কোনো কিছু তো কোনো একদিন আমার সাথেও হতে পারে তখন ও কি এই কথা বলবেন আপনি?কাউকে আক্রমণ করার জন্য এখন ওদের কোনো রিজন লাগে না শুধু নেশা করার জন্য টাকা না থাকলেই হইসে, তখন ওরাই এসে যেকোনো একজনকে তুলে নিয়ে মাইর লাগায় আর সবশেষে জরিমানা,এভাবে কতদিন চলতে পারে ভাই আপনিই বলেন?

ভাইয়া সত্যি কথা গুলো দিলে লাগছে ম্যাম যে শিক্ষা দেয় সে আমাদের মায়ের মত করে ভালোবাসা দিয়ে সব কিছু শিখায়। ভাই আমার মতে এদের কি করার দরকার যেমম টা আমি করেছি ভোলা পলিটেকনিক্যাল এ এমন বাজে ছেলেদের উত্তাপ ছিল ম্যামের সাথে খারাপ আচরণ করার কারনে আমার ভাইয়া আবার ছাত্র লিগের নেতা তাই তার মাধ্যমে ঢাকা থেকে ১০০ ছেলে নিয়ে পুরো ভার্সিটির বদমাইশ গুলোকে রাম দোলাই দেই সেখান থেকে আর এমন হয় না তবে হ্যা আমি সেখানে আর পড়াশোনা করি না এমন টা ওদের সাথে করলে ঠিক হয়ে যাবে কারন আপনি আর আমি যদি প্রতিবাদ না করি ওদের বা খারাপদের দিন দিন সাহশ বারবে। আর হ্যা দিনাজপুর বাদুরিয়া ফুলবাড়িয়াতে আমি ছিলাম সপ্ন পরী ওটার আসে পাশে যাই হোক ভাইয়া এটা আপনার একটা প্রতিবাদ সেখানে আমার এস আই বন্ধু আছে দেখি কি করা যায়। এস আই সুমন

 2 years ago 

ভাই কি বলবো এখানে যতগুলো সিন্ডিকেট আছে তারা সব গুলাই এক। আর এরা এতটা খুঙ্কার কাউকে খুন করতেও দ্বিধা বোধ করে না।সেদিন তো একজন প্রাণে বেচে আছে,তবে তার হাত আদৌ ঠিক হবে কিনা জানা নেই,আর এখানে যে নেতারা আছে ওরাই এদেরকে জমের মত ভয় পায়।কলেজ এর ভিপি তো নামেই ভিপি।আর এরা এতটাই ভয়ানক জেল বা পুলিশ কোনটার ও ভয় নেই এদের।

 2 years ago 

ভাই খুবই খারাপ লাগলো সত্যি বলতে। কলেজে ম্যামের সাথে এমন করলো!! খুবই দুঃখজনক ব্যাপার এটা। কিন্তু কি আর করা স্থানীয় এসব পোলাপানকে কিছু বলাও মুশকিল। এতদূর থেকে পড়তে এসে যদি এসব করতে হয় তাহলে কেমন লাগবে। মেসের ছোট ভাইটাকেও ছাড় দিলনা 😢। আমাদের কলেজে আবার এসব হয়না বলা চলে। তবে প্রোগ্রামে যেতে বলে বিভিন্ন রাজনৈতিক। ভাগ্য ভাল যে মেসে থাকি উনি আবার আমাদের যেতে দেয়না।

যায়হোক, একটা কথাই বলবো আল্লাহ তায়ালা ওদেরকে সঠিক বুঝ দান করুক।

 2 years ago 

রাজনৈতিক কোনো চাপ নেই তবে এই সব বখাটেদের উৎপাতে ছাত্র ছাত্রীরা অনেকটাই হেনোস্ত।তবে কিছু করার নেই আল্লাহ সবাইকে বুঝদান দিক এই কাম্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32