RE: আবোল-তাবোল জীবনের গল্প [ সুখ ]
একদমই ঠিক বলেছেন ভাইয়া সুখে একটা দিন কাটাতে পারলেই অনেক কিছু। কিন্তু অনেক টাকা পয়সার চিন্তায় দুঃখের দিন কাটানো আসলেই বোকামি। ছোট বেলায় আমিও উক্তি সহ ডায়েরি গুলো কিনতাম। ডায়েরির প্রতিটি পেজে কিছু না কিছু লেখা থাকতো মনোযোগ দিয়ে পড়তাম। জীবন চলার পথে এগুলো খুবই অনুপ্রেরণা জাগাতো। আপনার উক্তি টিও অনেক সুন্দর। সুখ ছাড়া জীবন অর্থহীন।
আমিও প্রথম প্রথম ভাবতাম ভোট পাইনা কেন। কিন্তু রিয়েলাইজ করলাম পরে যে আমি তো কিছু শিখিইনি এখন। আগে ভালো মতো শিখে নিই পোস্ট করে তবে তো সব হবে। তার আগে মন খারাপ করা আসলে বোকামি। আর এবিবি স্কুল থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে ও শিখতে পারছি এখন অনেক হ্যাপি। আপনাদেরও অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের এইসকল বোকা বোকা প্রশ্নে আপনারা বিরক্ত না হয়ে সুন্দর ভাবে আন্তরিকতার সাথে আমাদের সবকিছু বুঝিয়ে দেন। আপনারা আছেন বলেই আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।