আবোল-তাবোল জীবনের গল্প [ সুখ ]

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

একটা উক্তি পড়েছিলাম আমি সেটা একটু পরেই বলছি। তার আগে আরো কিছু কথা বলে নেই, আসলে স্কুল জীবনে খুব বেশী উক্তি পড়তাম এবং খাতায় নোট করে রাখার চেষ্টা করতাম। আমাদের ব্যাচের মাঝে একটা প্রতিযোগিতা ছিলো, কার চেয়ে কে কত ভালো উক্তি নিজেদের খাতার উপরের পৃষ্টায় লিখতে পারে এবং সেটার প্রতি অন্যদের কতটা আকর্ষণ তৈরী হয়। তবে খাতার উপরে একটা বেশী উক্তি লেখা যাবে না। আমরা প্রতিটি নতুন খাতার উপর একটা করে নতুন উক্তি লিখতাম। এই কারনে তখন অনুপ্রেরণামূলক নানা ধরনের উক্তি খুঁজতাম।

উক্তিটা ছিলো অনেকটা এই রকম,

সুখের চাবিকাঠি সফলতা নয়, সফলতার চাবিকাঠি হলো সুখ।

খুব ছোট একটি উক্তি কিন্তু এই উক্তিটির গভীরতা ব্যাপক যদি আপনি বুঝতে সক্ষম হন, আর যদি না বুঝেন তাহলে ছোট উক্তি বলে এড়িয়ে যাবেন এটাই সাভাবিক বিষয়। আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্যদের উক্তিগুলো পড়ি এবং শুনি তারপর বিষয়টির গভীরে যাওয়ার আগেই সেটা ভুলে যাই। কারন আমরা এসব বিষয়ে সময় ব্যয় করতে চাই না, আমাদের কাছে এগুলোর প্রতি আকর্ষণ খুবই কম।

একটু লক্ষ্য করুন, আমরা সব সময় চিন্তা করি, টাকা ইনকাম করতে হবে বেশী বেশী, সফলতার উচ্চতায় নিয়ে যেতে হবে নিজেকে, তবেই নিজের মাঝে সুখ আসবে এবং নিজেকে শান্তিময় একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবো। আমাদের সমাজের ৯০ ভাগ মানুষের মনোভাব এটা। সত্যি বলতে, একটা সময় আমার মাঝেও এটা ছিলো কিন্তু আমি সেখান হতে ফিরে এসেছি এবং তারপর তার উল্টোটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি, এখনো কিন্তু সেটা করে যাচ্ছি। কারণ আমি বুঝতে পেরেছি সুখ ছাড়া সফলতা মূল্যহীন।

ball-g2a8742058_1920.jpg

কিন্তু যদি আপনার মাঝে সুখ থাকে, যদি আপনি আপনার কাজ দ্বারা সুখ পান তাহলে বিষয়টির প্রতি, কাজের প্রতি আগ্রহ এবং নিষ্ঠা দুটোর উপস্থিতি সমানভাবে থাকবে এবং দিন শেষে কাজের ফলাফলটা আরো বেশী আনন্দময় হবে। এটাই বাস্তবতা এবং প্রতিষ্ঠিত সত্য, কিন্তু আমরা প্রতিষ্ঠিত সত্য নিয়ে না বরং নিজেদের মতো করে সব কিছু চিন্তা করি এবং সেটাকে যতটা দ্রুত সম্ভব অর্জন করতে চাই। আমরা সব কিছুকে সফলতা দিয়ে বিবেচনা করতে পছন্দ করি কিন্তু সুখ এর বিষয়টিকে কখনো গুরুত্বারোপ করি না বা করতে চাই না।

দেখুন আমার বাংলা ব্লগ শুরু হতেই তার সদস্যদের নিয়ে চিন্তা করছে এবং তাদের কাংখিত মান উন্নয়ন করার লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে। আমার বাংলা ব্লগ স্কুলের মাধ্যমে সকলের মাঝে কাংখিত কিছু বিষয়ের জ্ঞানের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে তারা ব্লকচেইনে নিজের একটা শক্ত অবস্থান প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। আপনি যখন কোন বিষয় সম্পর্কে সঠিক ও স্বচ্ছ একটা ধারনা অর্জন করতে পারবেন, তখন সে বিষয়ে নিজের একটি সঠিক অবস্থান নিশ্চিত করতে সক্ষম হবেন, খুব সহজেই এটা বলা যায়।

woman-gbf43c9ae1_1920.jpg

কিন্তু দুঃখটা কোথায় জানেন? এতো কিছু করার পরও যখন নিয়মিত ডিএম এর রেসপন্স করতে হয় শুধু মাত্র ভোট পাওয়া আর না পাওয়া নিয়ে, তখন সত্যি খুবই খারাপ লাগে। একজন মানুষও কখনো ডিএম এ এই কথা বললেন না, ভাই এবিবি-স্কুলের মাধ্যমে বিষয়গুলোর সম্পর্কে চমৎকার একটা ধারনা নিতে সক্ষম হয়েছি, আপনাদের ধন্যবাদ। আসলে আমাদের মানসিকতাটাই এই রকম, আমরা বুঝি কিন্তু উল্টোটা, আমরা জানি কিন্তু দিন শেষে নিজের অবস্থানে অনড় থাকি।

তাই ভোট কিংবা প্রাপ্তি দিয়ে সব কিছু বিবেচনা করার চেষ্টা করি, সুখ কিংবা আনন্দটাকে কখনো প্রাধান্য দেই না। আর একটা বিষয় সহজেই যে বিষয়গুলো পাওয়া যায় সেটার প্রতি গুরুত্বটা কমই থাকে একটু। আমারতো প্রায় এক বছর লেগেছিলো সবগুলো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারনা পেতে। কত মানুষের পেছনে যে ঘুরেছি তার হিসেব নেই, কোন একটা বিষয় জানতে অনেক সময় নষ্ট করতে হয়েছিলো, তবুও দিন শেষে খুশি ছিলাম ভোট কিংবা সাপোর্ট পাওয়া নিয়ে না বরং বিষয়টি জানতে পারার জন্য। সুখ বা আনন্দটাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করুন, সফলতা ঠিক সময় মতো ধরা দেবে, অযথা হায়-হুতাশ করতে হবে না।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

সুখের চাবিকাঠি সফলতা নয়, সফলতার চাবিকাঠি হলো সুখ।

হম ভাই আপনি সঠিক বলেছেন।সফলতার চাবিকাঠি হলো সুখ। জীবনে সফলতা না আসলে সুখ নামক ছোট পাখিটা কখনোই ধরা দিবে না। সেও পালিয়ে পালিয়ে বেড়াবে।আর যদি জীবনে সফলতা আসে তাহলে সুখ পাখিটাও আপনার পিছু পিছু ঘুড়বে।ধন্যবাদ ভাইয়া এই মহান উক্তিটি সঠিক ভাবে বোঝানোর জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও মন্তব্য করার জন্য।

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া ।

 3 years ago 

উক্তিটা আমার মাথার উপর দিয়ে গেছে বলা যায়। তবে অনেকটাই এর অর্থ বুঝতে আমি সক্ষম। আসলে ভাই আমার মতে সফলতার কোনো মাপকাঠি হয় না এটা নির্ভর করে আপনার নিজের উপর। আপনার চাহিদা যত কম থাকবে আপনার সফলতা তত দ্রুতই ধরা দেবে এবং আপনি সুখী হতে পারবেন। এটা আমার মত।

এবং এখনও কিছু কিছু সদস্য ভোটের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রেখেছে। তারা এর থেকে বের হয়ে এটাকে উপভোগ করতে পারছে না।

 3 years ago 

উপভোগ কিংবা আনন্দ সকল ক্ষেত্রে এটাকে বেশী প্রাধান্য দেয়া উচিত। ধন্যবাদ

 3 years ago 
ভাইয়া আপনার কথাগুলোর সাথে আমিও একমত। অনেকেই রয়েছেন যারা আবেগপ্রবণ ভাবেই এটা বলে থাকেন যে সুখের জন্য সফলতা খুবই গুরুত্বপূর্ণ, তবে আমি মনে করি সুখ না থাকলে সফলতা কখনোই সম্ভব না। কেননা আমাদের মন যদি তৃপ্ত থাকে ভালো থাকে তাহলেই কেবল আমরা যে কোনো কাজে মনোযোগ দিয়ে সফল হতে পারব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আজকে আমাদের মাঝে লিখেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

এই উক্তিটি আগে আমি কখনো পড়িনি তবে আমি এভাবে করে চিন্তা করতাম এবং অনুভব করতাম। সত্যি শুধুমাত্র যদি আমরা এই বিষয়টা মেনে নেই যে সফলতার মাঝে সুখ নেই বরং সকল সুখের মাঝে সফলতা। তাহলে আমাদের সমাজে থাকা যত কষ্ট দুঃখ দুর্দশা এবং গ্লানি রয়েছে সব মুছে যাবে এবং আমরা আসলে জীবনের প্রকৃত মানে ও সুখ খুজে পাব। কেউ যদি মনে করে অঢেল টাকা হলে সে সফল হয়ে যাবে এবং সুখী হবে সেটা বরং ভুল হবে। খুব চমৎকার করে কথাগুলো বলেছেন এবং বরাবরের মতই আপনার পোস্ট যেকোনো সময়ে মোটিভেশন ও শিক্ষণীয়।

 3 years ago 

সেটাই ভাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সর্বদা উল্টোভাবে চিন্তা করতে পছন্দ করি। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া ব্যক্তিগত ভাবে বলতে গেলে আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কারণ আপনি যতটা রসিকতার মানুষ ততটাই
আইকনিক মানুষ। যে কিনা অনুপ্রেরণা দেয়ার সাথে সাথে মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে থাকেন।আসলে ভাইয়া আপনার অনেক পোস্ট পড়ে আমি খুবই উপকৃত হই। ধন্যবাদ ভাইয়া এরকম পোস্টগুলো করার জন্য।

 3 years ago 

আপু সত্যি বলতে আমরা সবাই একেক ধরনের আইকনিক মানুষ, আমাদের সকলের ভেতরে অসম্ভব একটা শক্তি আছে কিন্তু দুঃখজনক হলেও আমরা সবাই সেটার ব্যবহার করতে পারি না। ধন্যবাদ

 3 years ago 

জ্বি ভাইয়া।

 3 years ago 

আসলে বড় সমস্যা আরো একটি ভাইয়া।আমরা এমন জাতি যে ভুল ধরলেই তাকে অপছন্দ করা শুরু করে দি।শিখানোর ফলে ধন্যবাদ তো দূরে থাক,কৃতজ্ঞতাবোধটাও অনেকক্ষেত্রে পাইনা।আমরা আসলে মানুষ হতে পারছিনা।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন ভাইয়া সুখে একটা দিন কাটাতে পারলেই অনেক কিছু। কিন্তু অনেক টাকা পয়সার চিন্তায় দুঃখের দিন কাটানো আসলেই বোকামি। ছোট বেলায় আমিও উক্তি সহ ডায়েরি গুলো কিনতাম। ডায়েরির প্রতিটি পেজে কিছু না কিছু লেখা থাকতো মনোযোগ দিয়ে পড়তাম। জীবন চলার পথে এগুলো খুবই অনুপ্রেরণা জাগাতো। আপনার উক্তি টিও অনেক সুন্দর। সুখ ছাড়া জীবন অর্থহীন।
আমিও প্রথম প্রথম ভাবতাম ভোট পাইনা কেন। কিন্তু রিয়েলাইজ করলাম পরে যে আমি তো কিছু শিখিইনি এখন। আগে ভালো মতো শিখে নিই পোস্ট করে তবে তো সব হবে। তার আগে মন খারাপ করা আসলে বোকামি। আর এবিবি স্কুল থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে ও শিখতে পারছি এখন অনেক হ্যাপি। আপনাদেরও অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের এইসকল বোকা বোকা প্রশ্নে আপনারা বিরক্ত না হয়ে সুন্দর ভাবে আন্তরিকতার সাথে আমাদের সবকিছু বুঝিয়ে দেন। আপনারা আছেন বলেই আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58211.91
ETH 2476.26
USDT 1.00
SBD 2.38