আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৫ ( স্ট্রীটফুড রিভিউ প্রতিযোগিতা ) || street food review contest || ১০ % to @shy-fox

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি সত্যিই অনেক আনন্দিত এমন একটি অসাধারণ কনটেস্ট অংশগ্রহণ করতে পেরে। এর জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো @rex-sumon ভাইকে এমন একটি কনটেস্টের আয়োজন করার জন্য। আমি অনেকবারই বিভিন্ন ফুড এর রিভিউ শেয়ার করেছি এই প্লাটফর্মে আমি সত্যিই অনেক উৎসাহের সাথে এই কনটেস্টে অংশগ্রহণ করছি।

Couple Art Photography Contest Week #6(4).jpg



আজকে আমি যে স্ট্রীট ফুড এর রিভিউ আপনাদের সাথে শেয়ার করব এটা আমার অত্যন্ত প্রিয় একটি খাবার তার নাম হচ্ছে চিকেন চপ। এর আগে প্রথমেই আমি যে দোকানে সব সময় আমার এই প্রিয় খাবারটি খেয়ে থাকি তার ব্যাপারে কিছু কথা বলতে চাই। এই দোকানটি জয়দেবপুর বাস স্ট্যান্ড এলাকায় ঝুমুর সিনেমাহলের সামনে অবস্থিত। এটি একটি ভাসমান দোকান। প্রতিদিন বিকেল বেলায় দোকানের কার্যক্রম শুরু হয় একবারে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত চলতে থাকে।

এই দোকানে অসংখ্য ভালো মানের খাবার পাওয়া যায় তার মধ্যে সবচাইতে প্রিয় খাবার গুলোর মধ্যে রয়েছে চিকেন বার্গার, চিকেন চপ, মাশরুম চপ সহ আরো অনেক মজার মজার খাবার। আজকে আমি আপনাদের সাথে আমার সবচাইতে প্রিয় খাবারের ব্যাপারে আলোচনা করব সেটি হচ্ছে চিকেন চপ।

235353708_681415419481466_9212098378683316094_n.jpg

https://what3words.com/district.merge.uniform

এই দোকানের চিকেন চাপ যেমন অনেক মজা খেতে ঠিক তেমনি এর দাম অনেক কম। মাত্র 10 টাকায় একটি চিকেন চপ পাওয়া যায় দোকানে। আমি বেশিরভাগ সময় যখনই জয়দেবপুর বাজারে যাই বিকেল বেলায় তখনই চিকেন চাপ খাই। কারণ এটি আমার অত্যন্ত প্রিয় একটি খাবার এবং অল্প দামে পাওয়া যায় বলে খেতে অনেক ভালো লাগে।

234882478_880547112554089_414396806689680385_n.jpg

238706849_543023160180074_697320986593296549_n(1).jpg

ছোটবেলা থেকেই আমি বাহিরের খাবার খেতে অনেক পছন্দ করি। যার কারণে আমি বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই বা বন্ধুদের সাথে আড্ডা দিতে চাই তখনই যেখানে যে ভালো খাবারগুলো দেখতে পাই রাস্তার পাশে সেগুলো আমি খাই এটা আমার মনের একটি আনন্দ। আমার কেন জানি মনে হয় রেস্টুরেন্টের খাবারের থেকেও বাহিরের দোকান থেকে পাওয়া খাবারগুলো অন্যরকম এক টেস্ট থাকে। যা বড় বড় রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় না। কারণে রাস্তার পাশের দোকান গুলো থেকেই খেতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু আমি সব সময় একটা জিনিস খেয়াল রাখি সেটা হচ্ছে পরিষ্কার পরিছন্নতা। যে দোকানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে আমি সেই দোকানের খাবার খাই তা না হলে রাস্তার পাশের দোকান থেকে আমি খাবার খাইনা।

235561262_1295540520896876_5367349655193633258_n.jpg

আপনারা যদি খেয়াল করে থাকেন এই দোকানে যে লোক গুলো কাজ করছে তারা সকলেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে যাতে তাদের দোকানের কাস্টমাররা ভালো মানের খাবার খেতে পারে যার জন্য আমার এই দোকানের খাবার অনেক ভালো লাগে এবং তাদের ব্যবহার অনেক ভালো লাগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দোকানের খাবারের মান অনেক ভালো এবং দাম অনেক কম।

232207925_4209809575800099_5381478142773403334_n.jpg

240180062_422612999190196_3731150310533877492_n.jpg

আজকের মত আমার ছবি দিয়ে এখানে আমার স্ট্রীট ফুডে কন্টেস্টের সমাপ্তি করছি। আমি আশা করছি এভাবেই প্রত্যেকটি কনটেস্টে আমি সর্বোচ্চ চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। পরিশেষে সবাইকে বলতে চাই আপনারা যদি কেউ আমার এই খাবারের রিভিউ দেখে এ খাবার খেতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার সাথে দেখা করবেন আমি আপনাকে অবশ্যই খাওয়াবো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।

238580213_1491965827831430_8284499831126591296_n.jpg



স্থান : https://what3words.com/district.merge.uniform গাজীপুর , বাংলাদেশ।

ডিভাইস: vivo y30

Cc :
@rme
@rex-sumon
@amarbanglablog

শুভেচ্ছান্তে
@msharif

image.png

Sort:  
 3 years ago 

চিকেন চপ খেতে অনেক ভালো লাগে, অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে দোকানের সামনে। শেয়ার করার জন্য ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ আমার ব্লগ টি পড়ার জন্য।

 3 years ago 

ভাই আমিও গাজীপুরের জয়দেবপুরে থাকি। আসলে সত্যি বলেছেন চিকেন চপটি খুবই সুন্দর হয়।

এবার যদি সেখান দিয়ে বিশ্ববিদ্যালয় যায় তাহলে আমি অবশ্যই খাবো।

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

খুব সুন্দর ।অনেক খাবার পাওয়া দেখছি এই দোকানে। শুভেচ্ছা রইলো আপনাকে পোস্ট ভালোই হয়েছে

 3 years ago 

স্ট্রিট ফুডের রিভিউ টা খুব সুন্দর করেছেন। দেখে মনে হচ্ছে খাবারের গুণগত মান ভালো এবং মূল্য কম। যাই হোক খুব ভালো উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 3 years ago 

চিকেন চাপ আমারও খেতে অনেক ভালো লাগে। দেখে মনে হচ্ছে অনেক টেস্টটি হয়েছে। মাত্র 10 টাকায় এত ভালো খাবার সত্যি দারুন।

 3 years ago 

স্টেট ফুড রিভিউ কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফুড রিভিউ কনটেস্টে খুবই সুন্দর হয়েছে এবং উপস্থাপনায় গোছানো ছিল। চিকেন চপের দোকানটি আমার পরিচিত ।

 3 years ago 

আমাদের এখানেও এইরকম একটা ফুড কার্ট আছে। যাদের খাবার খুবই চমৎকার। আপনাদের খাবারটা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু। দাম ও একদম নাগালের ভিতরে।

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65634.72
ETH 3493.40
USDT 1.00
SBD 2.51