📱📱 সময়ের দোলাচালে "ইলিশ রেসিপি প্রতিযোগিতা" || 10% Benefit of shy-fox.

IMG_20211024_132850~2-01.jpeg

IMG_20211024_132825~2-01.jpeg

বন্ধুরা

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত ফটোগ্রাফি পর্ব উপস্থাপন করার জন্য লেখতে বসলাল

আলহামদুলিল্লাহ
আমি ভাল আছি।
আশাকরি আপনারাও ভাল থেকে কাজের প্রতি মনোনিবেশ করতে পারছেন।

আমার আজকের লেখায় তুলে আনার চেষ্টা করব,সমসাময়িক বিষয় বাজারে ইলিশ ছিলনা.

"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে ইলিশ মাছ রান্নার প্রতিযোগিতা।

নিচে লিংক

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ০৮ ( শেয়ার করো তোমার জানা সেরা ইলিশ রেসিপি। )

যা মডারেটর @moh.arif ভাই কর্তৃক গত ২১-১০-২০২১ তারিখের হ্যাংআউট আলোচনার মাধ্যমে ঘোষনা করা হয়ে ছিল।

**ঘোষণার পরপরই বাংলাদেশে শুরু হয়ে যায় ইলিশ বিড়ম্বনা।
প্রতিবছরের ন্যায় এবারো সরকারি ভাবে ইলিশ ধরা কয়েক দিনের জন্য বন্ধ ঘোষনা আসে।
আমরা বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা পড়ে যাই বিপাকে।
বলতে পারেন, এটা, "ইলিশ হাহাকার । আমরা ইলিশ যোগাড়ে, যার যার অবস্থান থেকে তৎপর হয়ে উঠি

খালার বাড়ি, নানীর বাড়ি, দাদার বাড়ি, চাচার বাড়ি সব জায়গায় ফোনে,ম্যাসেজে এবং ভিডিও কলে খুঁজতে থাকি।
বাদ পড়েনি বন্ধু-বান্ধব, দুরাত্মীয় এবং জানা শুনা কোন ব্যাক্তিও।

যেসব আত্মীয় স্বজনরা আমাদের খোজের অপেক্ষায় বছর বছর অপেক্ষা করেছে, তারাও আমাদের খোজ পেয়ে হাপ ছাড়ার চেষ্টা করেছে।

কিন্তু না, আমরা আমাদের প্রয়োজনের কথা বলার সাথে সাথে তারা আমাদের স্বার্থপরতার কথা আরেক বার চোখের সামনে ভেসে তুলেছে।

আর সে আত্মীয়সজন, বন্ধু-বান্ধব যদি শহরে বসবাসকারী হয়ে থাকে, তাহলে ফোন কেটে দিয়েই, স্বপরিবারে কয়েক দফায় আলোচনার ঝড় তুলেছে।

হিসেব-নিকাশ করেছে আমাদের পাওয়ার পক্ষে স্বার্থপরতার কথা। আর যাদের যোগাযোগ অটুট ছিল, তারাতো বাহবা কুড়িয়েছেন।

অবশেষে হয়ত কেউ পেয়েছে আবার কেউবা পায়নাই।
যারা পেয়েছে তারা হয়ত অনেকে অংশ গ্রহণ মুলক পোস্টটি করেছে।
আবার অনেকে প্রস্তুতি নিতে নিতে @rme বাবুর ঘোষণা পেয়ে, সময়ের সুযোগের আশায় থেমে গেছেন।
হয়তো কোন একসময় পোস্টটি করবেন।

কিন্তু সমস্যা হলো, যারা কাংখিত ইলিশ মাছ পান নাই তাদের অপতৎপরতা কমিউনিকে দুষিত করেছে।

তাঁরা যেমন-তেমন করে, যা নয় তাই দিয়ে পোস্ট তৈরি করে অংশগ্রহন করেছে।

যাহা কমিউনিটিকে হেয় করার একটি প্রয়াস।

এমন অংশ গ্রহণ কারিরা যেন তাদের পোস্টটি ডিলিট বা অডিট করে, পুনরায় অংশগ্রহন করতে না পারে, তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন ফাউন্ডার @rme ও এডমিন moh.arif ভাই সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি জোর আহবান জানাচ্ছি

উত্থাপিত বিষয়টি আমার একান্ত ও নিজস্ব মতামত।
কারো ভাল নাগলে, ক্ষমার আশায় থাকলাম

ছবির ফুলগুলোকে আমরা মাইক ফুল বলে ডাকি। দুদিন আগে আমার টব বাগানে ফুটলে আমি তা মোবাইল ক্যামেরায় বন্দি করি।
দেখুন, মন্তব্য করুন
*।

IMG_20211024_132908~2-01.jpeg

IMG_20211024_132802~2-01.jpeg

IMG_20211024_132816~2-01.jpeg

IMG_20211024_132822~2-01.jpeg

IMG_20211024_132835~2-01.jpeg

IMG_20211024_132758~3-01.jpeg

IMG_20211024_132902~2-01.jpeg

Best Regard By @mrnazrul, Bangladesh

***Device : Walton Primo-6 Max ***

w3w Location
https://w3w.co/sidekicks.drizzly.buffers

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png
HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUPSh5utmqRLJSaoLpKJXxTiduhp2bjMfCDM7wearD9tMFpT7ea1EmDiNyphAJRMxJrrumki9cFaMU.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ০৮ ( শেয়ার করো তোমার জানা সেরা ইলিশ রেসিপি। )

Regards

Sort:  
 3 years ago 

আপনার ফটোগ্রাফি সহ লেখনি অতি চমৎকার হয়েছে চাচা।বাস্তব কথাই বলেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তোমাকেও অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার ফটোগ্রাফি টি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

 3 years ago (edited)

চাচা আপনি বিশাল বিশাল ফুলের ছবি তুলেছেন। দেখে খুবই ভালো লেগেছে।ইলিশ মাছের রেসিপি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

দাওয়াত রইল

 3 years ago 

দাওয়াত গ্রহণ করলাম।

 3 years ago 

ওয়াও চাচা এই বয়সে তো দারুন ফটোগ্রাফি করছেন। প্রত্যেকটা ফুলই খুব সুন্দর লাগতেছে। আর আপনার ইলিশ মাছের রেসিপিটা চমৎকার হয়ছে,,,,,,,হাহাহোহো

ইলিশের রেসিপি চাখতে দাওয়াত রইলো

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59060.44
ETH 2608.94
USDT 1.00
SBD 2.43