📱 আমার এলাকায় নৌকার মাঝি বিজয়ী। 10% Benefit of shy-fox.
আচ্ছালামুয়ালাইকুম।
আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আরও একটি নির্বাচনী পোস্ট নিয়ে হাজির হলাম।
বন্ধুরা
আজ সারাদিন আনন্দ আর হৈ-হুল্লোড়ের মধ্য দিয়া দিনটা পার করলাম।
ফাকে একটি নির্বাচনী পোস্টও করেছিলাম।
সিডিউল ছাড়াই বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানানো হলো। অবিজয়ী প্রার্থীদের মনের বল না হারানোর পরামর্শ দেওয়া হচছে।
সাথে আবেগ ও বিবেক জাগিয়ে, আনন্দ ও বেদনায় ডুবিয়ে ছিলাম নিজেকে।
বিজয়ী-অবিজয়ী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের উচা উচা বাক্যে, মুহুর্ত গুলোকে আরও এক ধাপ এগিয়ে দিয়াছিল।
সব মিলিয়ে দিনটি পার করতে আর কোন বাধা থাকল না।
নিমিষেই পার হয়ে গেল, জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজের আজান।
তারপর রাত ১০ টা।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে, শুরু হলো 'এবিবি স্কুল"শিয়াল পন্ডিতের স্কুল
সেখানেও জয়েন করে, কিছু শেখার চেষ্টা করলাম।
এডমিন, প্রফেসর, মডারেটর ও কমিউনিটির নতুন, পুরাতন মেম্বারদের উপস্থিতিতে মুখর ছিল স্কুল কক্ষ।
এখান থেকে কমিউনিটি ৯৯% জঞ্জাল মুক্ত হওয়ার বিশ্বাস টুকু আমার হৃদয়ে প্রোথিত হলো।
এখানেও প্রায় দু'ঘন্টা, মধু আহরনের চেষ্টা করলাম।
এবার রাত ১২ টার পর এই লেখা শুরু করলাম।
ঘড়ির কাটায় গুনে গুনে বিকাল ৪ টা।
গ্রামের বাড়িতে ভোট দিয়ে, ফলাফল জানার জন্য অপেক্ষা করছিলাম।
২নং ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ,
পীরগন্জ, রংপুর।
ভোট গননা শুরু হলো, রাত সাড়ে ৭টা, আমার মোবাইল খিদেয় কাতর। তন্দ্রাছন্ন মনে হলো। আবার কয়েক মুহূর্ত পরেই বিভোর ঘুমে ডুবিয়ে পড়ল।
এই মুহূর্তে ভোট গননার ফলাফল ঘোষণা করা হবে।
আমি পড়লাম বিপাকে।
ফলাফল ঘোষনা শুরু হলো। ভিডিও অডিও কিছুই আমার কাছে ধরা দিলনা। শুনলাম, ফুটবল মার্কা মেজবাহুল মেম্বার হয়েছে। চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের ফলাফল লিখে নিলাম। যা বাকি কেন্দ্রের ফলাফল জেনে প্রকাশ করব।
আজ সকাল এগারোটায়, জানতে পারলাম, সংরক্ষিত মহিলা আসনে, খুকি মাই (বক মার্কা) এবং চেয়ারম্যান প্রার্থী সাদেকুল ইসলাম(নৌকা মার্কা) বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা হয়েছে।
চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীদের প্রাপ্ত মোট ভোট ছিল, যথাক্রমে মোঃ সাদেকুল ইসলাম (নৌকা মার্ক)-১০৯০৩, হাত পাখা-১৫৯১,গোলাপ ফুল-৮৩৩।
আজকের লেখনি এখানেই।
আবার আসব অন্য কিছু নিয়ে।
দেখুন,মন্তব্য করুন।
Best Regard By @mrnazrul, Bangladesh.
Device : Walton Primo-6 Max.
w3w Location.
https://w3w.co/disengages.vertigo.baseness











দাঙ্গা হাঙার মধ্যেও আপনাদের ওখানে মনে হচ্ছে বেশ সুষ্ঠ নির্বাচন হয়েছে।এটা দেখে ভালো লাগলো।নৌকা কিংবা অন্য কেউ আমরা চায় সবাই দেশের তরেই কাজ করুক অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।
জি ভাই, আমরা সবাই একই গ্রামের মানুষ, তার উপর, নির্বাচনী দল তো রয়েছে। অনেকে শিতল থাকতে পছন্দ করেছে। আমরাও নিরপেক্ষ ভাবে গাইড করেছি, এই আর কি।
পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনার দিনটা আজকে অনেক আনন্দে কেটেছে। নির্বাচন এর হই হুল্ল তে আপনার আজকের পুরো দিনটাই কেটেছে। রাতে এসে আবার ক্লাস করেছেন যাইহোক অনেক সুন্দর দিনলিপি। শুভকামনা রইল আপনার জন্য।