You are viewing a single comment's thread from:

RE: মানবসভ্যতা যত উন্নত হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা ও অসততা

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সমসাময়িক বিষয়টি আমাদের সাথে শেয়ার করে সতর্ক করে দেওয়ার জন্য। আপনার সাথে সম্পূর্ণ একমত আমি, বিশ্বের উন্নত দেশগুলোর সবচেয়ে বেশি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আছে, আর নিজেদেরকে সবকিছুর আড়ালে রেখে তারা বিশ্ববাসীকে সঠিক পথে থাকার বুলি শোনাচ্ছে।
যেমন তাদের কিছু কর্মকাণ্ড তুলে ধরছি,
১. সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে উন্নত বিশ্বগুলোয়, ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনিরাপদ হচ্ছে এই বিশ্ব।
২. পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেই উন্নত বিশ্ব গুলিই, আর বিশ্ববাসীকে পরমাণু মজুদ রাখা থেকে বিরত থাকার বুলি আওড়াচ্ছে প্রতিনিয়ত।
৩. পৃথিবীর অক্সিজেন নামে খ্যাত আমাজনকে নিজেদের স্বার্থেই দিনদিন উজার করে চলেছে, আর সেইসাথে উন্নয়নশীল এবং গরীব দেশগুলোকে প্রতিনিয়ত বুলি আওড়াচ্ছে
গাছ লাগান পরিবেশ বাঁচান।

সারাংশ :
সমাজে যারা ক্ষতিকর তাদের সাথে সবসময় সর্বোচ্চ সতর্কতায় পথ চলা উচিত। এমন কাজ কখনো না করা ,যা নিজের, পরিবারের, সমাজের এবং আগামী বিশ্বের জন্য বিপদজনক। আগে নিজে এই সকল ক্ষতিকর কাজ থেকে বিরত থাকবো তারপর সমাজকে বিরত রাখার চেষ্টা করবো।

বদলে যাও, বদলে দাও।

এটাই আমাদের শ্লোগান হোক। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59388.60
ETH 2528.39
USDT 1.00
SBD 2.50