মানবসভ্যতা যত উন্নত হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা ও অসততা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

sc-01.png

২০১২ থেকে আমি সফটওয়্যার ডেভেলপার এর কাজ করে আসছি, আমার ম্যাক্সিমাম কাস্টমার সবই কিন্তু উন্নত বিশ্বের । এশিয়ায় আমার কাস্টমারের সংখ্যা শতকরা ১-১০% । গতমাসের স্ট্যাটিসটিক্স অনুযায়ী সবচাইতে বেশি কাস্টমার পেয়েছি আমেরিকা থেকে । অথচ পেপালে ফ্রড এর শতকরা হার নিম্নরূপ -

১. আমেরিকা : ৪৫%
২. দক্ষিণ আমেরিকা : ৪.৬%
৩. অস্ট্রেলিয়া : ২৪%
৪. আফ্রিকা : ২%
৫. ইউরোপ : ২১%
৬. এশিয়া : ৩.৪%

sc-03.png

উন্নত বিশ্বে দেখুন সবচাইতে ফ্রডের পার্সেন্টেজ বেশি । অথচ, ওরাই আমাদেরকে বলে গরীব দেশের অসভ্য জনসাধারণ । অথচ দেখুন, অনলাইনে ওরাই সবচেয়ে অসৎ কাজ-কর্মে যুক্ত । হ্যাকিং থেকে শুরু করে যতরকমের অনলাইন ফ্রড আছে সবগুলিই হয়ে থাকে তথাকথিত উন্নত বিশ্বে । উপরের চার্টে দেখুন তৃতীয় বিশ্বের অনলাইন ফ্রড, আফ্রিকা : ২%, দক্ষিণ আমেরিকা : ৪.৬% এবং এশিয়া : ৩.৪% । আর সবচাইতে সভ্য দেশগুলির জনসাধারণের ফ্রড, আমেরিকা : ৪৫%, অস্ট্রেলিয়া : ২৪%, ইউরোপ : ২১% ।

এবার আমি আমার গত ছ'মাসের পেপাল একাউন্টের চার্জব্যাক এবং ডিসপিউট ক্লেম এর তালিকাটি নিচে তুলে ধরলাম :

Untitled.png

sc-02.png

গত ছয় মাসের আমার পেপ্যাল একাউন্টের রেসল্যুশন সেন্টারে একটিভ কেস আছে ২টি । আর ক্লোসড কেস ১০টি । সবগুলি ক্লেমই ফলস । সবগুলো প্রজেক্টই আমি সময়মতো ডেলিভারি দিয়েছিলাম । অথচ সফটওয়্যার ডেলিভারি পাওয়ার পরে কেউ ১০ দিন পর, আবার কেউ বা ১ মাস পরে ফলস ক্লেম করেছে পেপালে । তারা ম্যাক্সিমাম ক্লেম করেছে যে তাদের ট্রানসাকশানগুলো unauthorized । কত বড় অসৎ হলে মানুষ এমনটা করতে পারে বুঝুন ।

ফর্চুনেটলি, আমি সবগুলি পেপাল কেসই জিতেছি সবরকমের এভিডেন্স সাবমিট করার পরে ।কিন্তু, কেস জিততে ১০ দিন থেকে ৬ মাস লেগে যায় সাধারণত । ততদিন পর্যন্ত ফান্ডস লকড থাকে । এটাই সবচাইতে খারাপ দিক এটার ।

তাই বলছি মানুষ যত সভ্য হচ্ছে দিন দিন তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা ও অসততা ।

Sort:  

Good!

 3 years ago 

আধুনিক সভ্যতায় প্রযুক্তি নির্ভর দুনিয়ায় অগ্রগতির পথ যতই এগিয়ে চলেছে। মানুষ বড্ড বেশি সৌখিন হয়ে যাচ্ছে । এমনকি প্রযুক্তির অপব্যবহার করে সুস্থ সাধারণ ততা সমস্ত স্থরের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে প্রতারকরা। তারা মনুষত্বহীন কাজ করছে। তাদের নিজেদের স্বার্থ রক্ষা করে অন্যদের ক্ষতি করছে। দাদা খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। সকল দেশের % সুন্দর ভাবে ধাপে ধাপে দেখিয়া দিয়েছেন। অনেক কিছু জানলাম পোস্টি পড়ে। অসংখ্য ধন্যবাদ দাদা

আসলে দাদা, দিন বদলানোর সাথে সাথে মানুষের মধ্যের থাকা মনুষত্ব গুলোও পাল্টাচ্ছে। যদিও আমি নিজে পেপ্যাল সম্পর্কে বেশি একটা বুঝি না। কারণ,আমাদের দেশে এটা নিষিদ্ধ। যদিও উপরের পরিসংখ্যান দেখে খারাপ লাগল, যদি আমরা আধুনিক হওয়ার সাথে সাথে আমাদের মনুষ্যত্বটাকেও উন্নতি করতে পারতাম তাহলে হয়ত, আমাদের আধুনিকতাটা সার্থক হতো।

আপনে অনেক সুন্দর ভাবে বিষয়টাকে বুঝিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা সব সময় এতো সুন্দর সুন্দর বিষয় সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা দাদা।💞🥰

 3 years ago 

দাদা পেপ্যাল সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। তবে শুনেছিলাম পেপ্যাল নাকি ডলার বাই সেলের মতো।তবে উপরের পরিসংখ্যান দেখে দুঃখ হলো। দিন দিন মানুষের আচরণ ও পরিবর্তন হচ্ছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা বিষয়টি শেয়ার করার জন্য।

 3 years ago 

মানুষ ডিজিটাল হওয়ার সাথে সাথে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে দাদা। যারা এভাবে আপনাকে হয়রানির শিকার করাচ্ছে তারা কখনোই মানুষ হতে পারে বলে আমার মনে হয় না।

আর প্রতারণা করে কখনো কোনো প্রতিষ্ঠানকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে তারা পারবে না।

 3 years ago 

সভ্যতার পাল্লা ভারী হলেও সততার পাল্লা ভারী হচ্ছে না। সময়ের সাথে সাথে সভ্য সমাজের মানুষগুলো এগিয়ে যাচ্ছে আরো বেশি প্রতারণার দিকে। মানুষ সভ্য জাতিতে পরিণত হলেও মনুষ্যত্ব বোধ লোপ পেয়ে যাচ্ছে।

চোর নাকি স্বর্গেও ছিল। প্রতারক ও অসতেরা এই পরিচয় পেতেই হয়ত ভালবাসে। এরা মানুষ নাকি অন্য জাতি তা আমি জানিনা। আজও তাদের আত্মার দৌরাত্ম চোখে পড়ার মত। আপনাকে স্বাগতম

 3 years ago 

ফ্রডের বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন দাদা। কারণ বর্তমান সময়ে ফ্রডদের এতো পরিমাণ বেড়েছে যে মানুষ তা পরিকল্পনা করতে পারে না । বিশেষ করে উন্নত বিশ্বে এর প্রবণতা বেশি । বর্তমান সময়ে সত্য ও ন্যায় পরায়ন মানুষ খুজে পাওয়ায় মুশকিল। এই রকম অর্থ জালিয়াতি বা ফ্রডদের কারনে সাধারণত মানুষের ভোগান্তির শেষ হয় না।

 3 years ago 

সত্যিই মানুষ আধুনিকতার সঙ্গে তাল মেলাতে উন্নত হলেও তাদের মনুষ্যত্বগুলি অবনতির পথে হাঁটছে।একটি নতুন বিষয় সম্পর্কে জানতে পারলাম পরিসংখ্যান দেখে।আমরা তো জানতে ও পারতাম না উন্নত বিশ্বের মানুষগুলো এই ধরনের নিচু মনমানসিকতার কাজগুলো করে।ধন্যবাদ দাদা বিষয়টি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে শুধু অর্থনৈতিক দিক থেকে বড় হলেই যে বড়লোক হয়ে গেল এমনটা নয়। এদের মনটা এখনও বড় হয়নি। এরা আমাদের মতো গরিব দেশকে পাত্তা দেয়না কিন্তু বাটপারি করে বেড়ায় পুরো পৃথিবী জুড়ে। ধিক্কার জানাই এই সমস্ত বাটপারদের।

 3 years ago 

বড়লোক হতে গেলে প্রথমে বড় মনের হতে হবে । টাকা মাটি, মাটি টাকা ।

 3 years ago 

জি দাদা। সহমত ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98914.40
ETH 3374.27
USDT 1.00
SBD 3.08