DIY-এসো নিজে করি||পেন্সিলে আঁকা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ।(10%beneficiaries for @shy-fox)

আশা করি@amarbanglablog পরিবারের সবাই ভালো আছেন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য প্রত্যাশা করে শুরু করছি আমার আজকের অংকনটি। যদিও চিত্রঅঙ্কনে আমি খুব একটা দক্ষ না তবুও আপনাদের অনুপ্রেরণা থেকেই চিত্রটি আঁকার শক্তি পেয়েছি। আর তাই,আজকের অঙ্কনটি এঁকেছি বৃক্ষরোপণ নিয়ে যার প্রতিপাদ্য হলো,
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ,
অক্সিজেন হোক সবার আপন।
চলুন তাহলে শুরু করা যাক,

IMG_20210916_153451.jpg

gold-2789136__480.png

উপকরণ

↘️⏬↙️

  • A4 সাইজ পেপার।
  • পেন্সিল।
  • রং পেন্সিল বক্স।
  • ইরেজার।
    এবার আমার অংকনের ধাপগুলো বর্ণনা করছি এক এক করে,

ধাপ -১

IMG20210916130436.jpg

প্রথমে গাছের মূল হতে কান্ড পর্যন্ত অংকন করে নিয়েছি যাতে ড্রইং এর সাইজ টা হিসেব করতে পারি।

ধাপ -২

IMG20210916130854.jpg

এবার গাছের কান্ডটি পুরোপুরি এঁকে নিলাম এবং সেইসাথে গাছের মূলটি সম্পূর্ণ করলাম।

ধাপ -৩

IMG20210916131447.jpg

এই ধাপে গাছের পাতাগুলো অংকন করে নিলাম।

ধাপ -৪

IMG20210916132223.jpg

এবার ছেলেটির মাথার অংশটি অংকন করে স্পষ্ট করে নিলাম যাতে খুব সহজে মাতার সাথে সামঞ্জস্য রেখে পুরো বডিটা সঠিক স্ক্যালে মাটির উপরে রেখে অঙ্কন করা যায়।

ধাপ -৫

IMG20210916134233.jpg

এই ধাপে পুরো বডিটা অংকন করে নিয়েছি এবং এই ধাপেই সবচেয়ে বেশি সময় লেগেছে।

ধাপ -৬

IMG20210916135114.jpg

এবার ছেলেটির সহযোগী হিসেবে গাছটির বাম পাশে একটি মেয়ের উপরের অংশের অবয়বটা অঙ্কন করেছি।

ধাপ -৭

IMG_20210916_153824.jpg

এইবার মেয়েটির বাকি অংশটুকু অংকন করে সম্পূর্ণ করেছি। এখন শুধু রং করা বাকি।

ধাপ -৮

IMG20210916143920.jpg

এই পর্বে গাছটির পুরো অংশ এবং সেইসাথে এর পাতাগুলো রং করে নিয়েছি।

ধাপ -৯

IMG20210916150032.jpg

এই ধাপে মেয়েটিকে শুধু রং করে নিয়েছি। যদিও রংয়ের কম্বিনেশন সঠিক হয়েছে কিনা জানিনা। তবুও চেষ্টা করেছি রঙের একটা মানানসই কম্বিনেশন করতে।

ধাপ -১০

IMG_20210916_153451.jpg

এটি আমার অংকনের সর্বশেষ ধাপ এবং এই ধাপে সম্পূর্ণ চিত্রটি রং করে নিয়েছি।

আমি

IMG_20210916_173452.jpg

আমার অংকনকৃত চিত্রটি নিয়ে একটি সেলফি তুলেছি।
আর এরই মধ্যদিয়ে শেষ করেছি আমার চিত্র অংকনটি । কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই প্রত্যাশায় রইলাম ।ধন্যবাদ সবাইকে।

অঙ্কন বৃক্ষরোপণ
camera oppo A5s
Art by @mrkhan-bd
Date 16-09-2021

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

Sort:  

গাছ লাগান পরিবেশ বাঁচান। ছবিটিতে কথাটির বাস্তব রূপ ফুটে উঠেছে।আমি মনে করি গাছ লাগানো হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো কাজ।যা সকল মানুষের উপকারে আসে।
অনেক সুন্দর আর্ট করেছেন আপনি।আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

বাহ আপনার অংকটি অনেক সুন্দর হয়েছে। দেখে খুব ভালো লাগলো। যাইহোক আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।💕

 3 years ago 

চমৎকার হয়েছে ছবিটা। আপনি তো খুবই সুন্দর ছবি আঁকতে পারেন। এটা আজকের দিনে আমার দেখা সেরা ছবি। ধন্যবাদ আপনাকে।

এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ভাইয়া আপনি তো দারুণ ক্রিয়েটিভ মানুষ। সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট। আমার সত্যিই এটা দেখে ভালো লাগছে যে আপনি একটা ভালো মেসেজ দিয়েছেন আপনারা আর্ট এর মাধ্যমে যে গাছ আমাদের সকলেরই লাগানো উচিত।

সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।💕

 3 years ago 

খুবই সুন্দর অংকন করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল

মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন হয়েছে। ভাই আপনার আঁকাআকির হাত অনেক ভাল। বৃক্ষরোপনে সবাইকে মটিভেট করা উচিত।

উৎসাহমূলক মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনাদের উৎসাহই আমার চলার পথের পাথেয়।💗

খুব সুন্দর হয়েছে আপনার পোস্ট টি।কেননা এটি যেমন নিজ হাত দিয়ে পেন্সিল দিয়ে আকা বৃক্ষ রোপনের একটি ছবি তেমনি এই ছবিটি একটি সামাজিক ভাবে নিজেকে উন্নত করার ও একটি প্রতিচ্ছবি

এতো সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ড্রয়িং আমার কাছে অনেক ভালো লেগেছে,, আপনি অনেক দক্ষতার সাথে এ ড্রয়িংটি করেছেন, আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য। 💕

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Thanks a lot for your vital information and suggestion.

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার বৃক্ষরোপণ চিত্রাঙ্কন টি ধন্যবাদ

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59519.52
ETH 2532.82
USDT 1.00
SBD 2.52