চলো হারিয়ে যাই মেঘের রাজ্যে। ||নীলগিরি, বান্দরবান ||( beneficiary 10% @shy-fox)||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আমার খুব ইচ্ছা ছিল খুব কাছ থেকে মেঘ দেখব আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে।বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্রের মধ্যে বান্দারবান একটি। যাতে রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কল্পনার বাইরে। বাংলাদেশের সবচেয়ে পর্যটন সুন্দরতম এলাকায় এটি এখান থেকে একাধারে মেঘ, পাহাড়, ঝরনা, ঝিরি পথ সবকিছু উপভোগ করতে পারবেন। আমরা বান্দরবনে গিয়েছিলাম ভ্রমণের উদ্দেশ্যে বিশেষ করে মেয়ে খোঁজার উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছা নেতৃত্বের জন্য আল্লাহর এক অপরূপ সৃষ্টি। তাহলে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার গল্পাটা শুরু করা যাক।


বান্দরবানের মেঘ উপভোগ করতে হলে আপনাকে অনেক সকালে যেতে হবে।তাই আমরা সকাল ছয়টার মধ্যে একটি চাঁদের গাড়ি ঠিক করে নীলগিরির উদ্দেশ্যে রওনা করি আর নীলগিরি থেকে সবচেয়ে সুন্দর এবং ভালোভাবে মেঘ দেখা যায়।


IMG20210829103021_00-01.jpeg


চাঁদের গাড়ি দিয়ে পাহাড়ি পথ চলা
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/produces.evidently.manipulates


পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগুতে থাকি। এবং কিছুদূর এগিয়ে যেয়ে গিয়ে অনেক বৃষ্টির মধ্যে পরি। আর বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছিল আমরা মেঘের বিভিন্ন রূপ দেখতে পেয়েছিলাম।


IMG_20210901_224028.jpg


প্রবেশ পথ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/head.wifely.mystically


আমরা নীলগিরি পর্যটন কেন্দ্রে সকাল আটটার মধ্যে পৌঁছে যায়। তখন পৌঁছায় ওই সময় চারিদিকে শুধু সাদা মেঘ যেন কুয়াশার মতো আমাদেরকে ঘিরে রেখে দিয়েছে। আমরা যেন একটু সমানের কিছু দেখতে পারছিনা।


IMG20210830110805_00-01.jpeg


মেঘের রাজ্যে প্রবেশ করে মেঘ দেখা।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/head.wifely.mystically


আমাদের গা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে তারপরে প্রায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে কিছুটা রোদের আবহাওয়া পাওয়া যায়। তখন মেঘের অপরূপ সৌন্দর্যের দেখা মেলে এই মাঝে মাঝে দূর পাহাড়ের ভেসে থাকা মেঘের। দেখা মেলে আমাদের চোখে আর এই মেঘ গুলো দেখে মনে হচ্ছিল যেন তুলা।


PXL_20210830_035332180-01.jpeg


পাহড়ের সাথে মেঘের মিলন মেলা।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/head.wifely.mystically


উড়ে বেড়াচ্ছে মেঘগুলো তোলার মতো উড়ে বেড়ায় আর পাহাড়ের গায়ে লেগে থাকে যা অনেক দূর থেকে সাদা স্তূপাকারে দেখা যায়। আমরা একটি পর্যটন কেন্দ্রের উপরে গিয়ে দাঁড়িয়ে মেঘগুলোকে উপভোগ করি। আমি আগে কখনো এতো কাছ থেকে মেঘ দেখি নি এটা আমার অনেক ইচ্ছা ছিল মেঘ দেখার জন্য।


IMG20210830094244_00-01.jpeg


মেঘের সৌন্দর্য উপভোগ সাথে গরম কফি।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/head.wifely.mystically


আমি নিচের কফি হাউস থেকে এক কাপ কফি নিয়ে আসি মেঘের সাথে উপভোগ করব। তাই কফি নিয়ে যখন ছাদের উপরে দাঁড়িয়ে থাকি আর কফির কাপে চুমুক দেয় তখন মেঘের আবহাওয়া এসে গায়ে দোলা দিয়ে ঠাণ্ডা অনুভূতি করিয়ে চলে যায় অসাধারণ অনুভূতি ছিল এর আগে এত ভালো অনুভূতি আমি পাইনি আর কফিটার স্বাদ যেন দ্বিগুন বেড়ে গেলো।


IMG20210830093748_00-01.jpeg

IMG20210830094339_00-01.jpeg

IMG20210830094906_00-01.jpeg


মেঘের সৌন্দর্য উপভোগ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/head.wifely.mystically


কফিটা শেষ করে পর্যটন কেন্দ্রের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের ওরা দেখছিলাম আর ভাবছিলাম আমিও যদি মেঘের সাথে উঠতে পারতাম আমিও যদি মেঘকে অনেক কাছ থেকে ছুঁতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তারপর আমরা অনেক সময় এই মেঘের খুনসুটি দেখি যখন রোদ উঠে যাচ্ছে তখন মেঘের খুনসুটি গুলাও কমে যাচ্ছে। মেঘ কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আর আপনারা যদি মেঘ উপভোগ করতে চান তাহলে অনেক সকালে আসতে হবে আর যদি একটু দেরি হয়ে যায় মেঘের খুনসুটি ভালোভাবে দেখতে পারবেন না।

আবারো যেতে ইচ্ছে করে মেঘের খুনসুটি দেখতে আবারো ঘুরতে ইচ্ছে করে পাহাড়ি এলাকা দিয়ে ইনশাআল্লাহ আবার দেখবো এই প্রাকৃতিক সৌন্দর্য।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

নীলগিরি, সত্যি অসাধারণ একটা স্পট, যেন হৃদয় জুড়িয়ে যায়। দৃশ্যগুলো সত্যি দেখার মতো, মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার অনুভূতি।

ফটোগ্রাফিগুলো সত্যি বেশ চমৎকার হয়েছে, মেঘগুলোকে খুব সন্দুর লাগছে।

 3 years ago 

ধন্যবাদ❤️❤️।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলি খুবই সুন্দর হয়েছে।খুবই সুন্দর জায়গা।চারিদিকে শুধু মেঘ আর মেঘ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

জায়গাটা খুবই সুন্দর।ছবি গুলো দেখে মনে হচ্ছে আপনি আকাশের উপরে আছেন আর আকাশ আপনার নিচে।বাহ দারুন ব্যাপার🥰

 3 years ago 

জ্বী। আমি যে স্পটে দাড়িয়ে আছি তার নিচে যে পাহাড় গুলো আছে ওই জায়গা দিয়ে মেঘ উরে যাচ্ছে।

নীলগিরি নীলাচল এই জায়গাগুলো আসলে স্বপ্নের মত। প্রকৃতি যে কত সুন্দর ওইসব জায়গায় গেলে বুঝা যায়। চমৎকার সব ছবির মাধ্যমে জায়গাটা কারো অপরূপ ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ ❤️❤️

 3 years ago 

জায়গাটা বেশ সুন্দর। মেঘের রাজ্য থেকে পৃথিবীর দিকে তাকিয়ে থাকা।

এতো ভালো আবহাওয়া সাথে কফি। পুরো জমে গেছে নিশ্চই।

 3 years ago 

জ্বী অনেক ভালো লেগেছে।সুন্দরতম সময় ছিল।

 3 years ago 

নীলগিরি নীলাচলের কথা অনেক শুনেছি। এগুলো নাকি চির সবুজ এবং মেঘের রাজ‍্য। আপনার ভ্রমণ কাহিনি প্রথম থেকেই পড়ছি। খুব ভালো লাগল। আপনার জন্য শুভকামনা।।।

 3 years ago 

ধন্যবাদ।

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32