অবশেষে ঈদের শপিং সম্পূর্ণ হলো||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -১৯ শে, বৈশাখ||১৪২৯ বঙ্গাব্দ||সোমবার||গ্রীষ্মকাল||


IMG_20220502_155728.jpg


দেখতে দেখতে রমজান মাস তো শেষ হয়ে যাচ্ছে আর এক দিন আছে তাই গতকালকেই আমাদের ঈদ উদযাপন হবে। ঈদের সময় আমরা সবাই নতুন জামা কাপড় পড়ে থাকি তাই আমরা মোটামুটি সবাই শপিং নিয়ে ব্যস্ত থাকি আমিও অবশেষে শপিং করলাম। ত্রিশটা সিয়াম সাধনার পর যখন ঈদ উদযাপন করা হয় তখন অনেক বেশি মজার এবং অনেক খুশি লাগে। কারণ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দ বয়ে যাক সবার জীবনে। সবাই খুব আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সেই কামনাই করি। কথা না বাড়িয়ে আমার শপিংয়ের কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করা যায়। আমরা সাধারণত রমজান মাসে অনেক আগে থেকেই সন্ধ্যার পরে শপিং করতে বের হয় কারণ সেই সময়টা অনেক ভালো লাগে। রোজা থেকে বিকেল অথবা দুপুরে শপিং করতে অনেক ক্লান্তি বোধ হয় তাই ইফতার শেষে আমরা রাত আটটার দিকে কিছু বড় ভাই এবং বন্ধুদের সাথে বের হয়ে শপিং এর উদ্দেশ্য। আমাদের এলাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আমাদের জেলা শহর ওইখানে যাব গিয়ে শপিং করার পরিকল্পনা করি।


IMG20220429234710_00-01.jpeg

IMG20220429215147_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/traversing.classes.energetics

সাথে দেখা মেলে পুরা এলাকা জুড়ে প্রচুর মানুষের ভিড় রয়েছে ভির তো হবেই সবাই ঈদের শপিং নিয়ে বিজি তাই আমরা দ্রুত চলে যায় ইজির শোরুমে সেখানে গিয়ে দেখি সবাই বিজি কেনাকাটা নিয়ে। তাই আমরা আমাদের প্রোডাক্ট গুলো দ্রুত পছন্দ করি এবং সেগুলো টাকা পেমেন্ট করে ওখান থেকে বেরিয়ে আসে অন্য জায়গাতে গিয়ে কিছু কেনাকাটা করার জন্য। কারণ একটি দোকানে বড়লোক বানিয়ে কি লাভ বলুন তো😁।


IMG20220429235030_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/traversing.classes.energetics

রাস্তার মাঝ দিয়ে লাইট গুলো বেশ আকর্ষণীয় লাগছিল এবং পাশেই দেখি একটি ফুল যা রাতে বেশ সুন্দর লাগছে। আমাদের কেনাকাটা করতে অনেক সময় লেগে যায় কারণ আমরা অনেক মানুষ গিয়েছিলাম তো সবার কেনাকাটা শেষ করতে বেশ সময় পার হয়ে যায়।


IMG20220430002144_00-01.jpeg

IMG20220430003114_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/traversing.classes.energetics

তাই হঠাৎ রাস্তার মাঝে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখি একটি দোকানে আইস গোলা বিক্রি করছে সেটা দেখে আর লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি আমি এবং আমার এক বড় ভাই ছিল সেটি ক্রয় করে খায় এবং আত্মার প্রশান্তি পাই কারণ সেটি অনেক ঠান্ডা ছিল।


IMG20220430004101_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/traversing.classes.energetics

তারপর সবার কিনা কাটা প্রায় শেষ করতে রাত বারোটা বেজে যায় রাত বারোটার সময় পড়া এরিয়াটা অনেকটাই ফাঁকা হয়ে যায় তখন বাইক ড্রাইভ করতে বেশ মজা লাগছিল তাই এই মাথা থেকে ও মাথা একবার দুইবার ঘুরাঘুরি করি।


IMG20220430011350_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/traversing.classes.energetics

ঘুরাঘুরি করতে করতে রাস্তার একটি ধারে আমার পছন্দের একটি খাবারের দোকান দেখতে পাই খাবারের নাম টিকিয়া। আমি শহরে গেলে এই খাবারটি মিস করি না আমার কাছে অনেক ভালো লাগে।


IMG20220430005539_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/traversing.classes.energetics

শেষ করে তখন রাত বাজে 1:00 তখন ভাবলাম পাশেই একটি ব্রিজ আছে সেখানে গিয়ে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা যায় ।তাই আমরা সবাই মিলে ব্রিজের উপর চলে যায় এবং এখানে কিছু সময় অপেক্ষা করি এবং সুন্দর পরিবেশ উপভোগ করার পর বাসার উদ্দেশ্যে রওনা করি।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ঈদের শপিং বাহ খুবই ভালো লাগলো দেখে সুন্দর সুন্দর নতুন নতুন জিনিসপত্র ক্রয় করেছেন সেই সাথে শহরে সুন্দর সময় অতিবাহিত করেছেন ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে শুভ হোক আপনার যাত্রা

 3 years ago 

জি ঈদের শপিং করতে গিয়ে অনেক ভালো সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

 3 years ago 

শপিং করতে গিয়ে দেখি ভালো একটা মুহূর্ত কাটিয়েছেন ভাই। আসলে ভাই 25 কিলোমিটার দূরে গিয়ে শপিং করেছেন এটা জেনে অনেক অবাক লাগলো। যাক আমি তো ভাই আমার বাড়ির পাশে তাও ঈদ শপিং করতে গিয়ে আলসেমি লাগে। সবচেয়ে ভালো লাগলো যে আইসক্রিমের গোলা খেয়েছেন।আমার কাছে এই আইসক্রীমটি অনেক ভালো লাগে।শপিংয়ের খুব সুন্দর একটি বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন।আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল ভাই।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভালো লাগলো যে আইসক্রিমের গোলা খেয়েছেন।আমার কাছে এই আইসক্রীমটি অনেক ভালো লাগে।শপিংয়ের খুব সুন্দর একটি বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন

মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাহ ঈদ শপিং করতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। যেটা দেখে খুবই ভালো লাগলো। এরকম করতে গিয়ে কাটানো মুহূর্ত আমার অনেক অভিজ্ঞতা রয়েছে মামা।

 3 years ago 

বাহ ঈদ শপিং করতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। যেটা দেখে খুবই ভালো লাগলো। এ

মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাই ঈদের শপিং যখন করতে যাব তখন মনটা খুব আনন্দে মেতে থাকে। এতটা ভালো লাগে এখনই গিয়ে সব কিনে নিয়ে আসি। কিন্তু যখন বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে পছন্দ হয় না, এই দোকান তো সেই দোকান এভাবে করতে করতে শরীরে এত ক্লান্ত হয়ে যায় ঈদের মার্কেটের মজাটাই নষ্ট হয়ে যায়। আপনাকে দেখলাম মাঝখান দিয়ে আপনি ক্লান্ত হয়ে আইসক্রিম খাচ্ছেন বোঝা যাচ্ছে আপনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন। যাক আপনার আনন্দঘন মুহূর্ত সেইসাথে ক্লান্তিমাখা সময়টাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কিন্তু যখন বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে পছন্দ হয় না, এই দোকান তো সেই দোকান এভাবে করতে করতে শরীরে এত ক্লান্ত হয়ে যায় ঈদের মার্কেটের মজাটাই নষ্ট হয়ে যায়।

একদম ঠিক বলেছেন। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

 3 years ago 

শপিং করতে আসলে আমাদের সবারই অনেক ভালো লাগে। তবে আজকে সব থেকে বেশি ভালো লাগলো আপনার হাতে আইসক্রিম গোলা দেখে। শপিং করা হালকা খাওয়া-দাওয়া করা একটু ঘুরে বেড়ানো সবকিছু বেশ ভালোই হয়েছে দেখছি। এখন ঈদটা জমিয়ে কাটানোর পালা। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ভাই।

 3 years ago 

জি ভাইয়া শপিং করতে অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত প্রকাশ করেছেন

 3 years ago 

অবশেষে আপনি ঈদের শপিং করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। সামনে ঈদ যদিও আজ ঈদ চলে গেল আর ঈদ উপলক্ষে শপিং করাটাই স্বাভাবিক। ঈদের শপিং করতে গিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সঙ্গে কিছু খাওয়া-দাওয়া করেছেন রেসিপিগুলো অনেক বেশি এবং লোভনীয় ছিল দেখেই বোঝা যাচ্ছে। আমার পক্ষ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা।

 3 years ago 

সামনে ঈদ যদিও আজ ঈদ চলে গেল আর ঈদ উপলক্ষে শপিং করাটাই স্বাভাবিক। ঈদের শপিং করতে গিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন

মূল্যবান মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভরপুর ঈদের শপিং করেছেন এখন একটু কষ্ট করে আমার কিছু ঈদ বোনাস দিয়ে দায়িত্ব শেষ করুন 😁
ঈদ মোবারক ভাইয়া।
ঈদের দাওয়াত রইল ভাবিকে নিয়ে চলে আসবেন 😜

 3 years ago 

ঈদের দাওয়াত রইল ভাবিকে নিয়ে চলে আসবেন 😜

আমি পিওর সিঙ্গেল ভাবি কোথায় পাবো।

 3 years ago 

সিঙ্গেল থাকলেও সেটায় ভেজাল থাকে আগে জানতাম না।
শুভময় হোক আপনার পিওর সিঙ্গেল লাইফ 😜😇

 3 years ago 

আপনি ঈদের শপিং করার মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করেছেন খুবই চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন মনে হচ্ছে। আসলে এদের সবারই কমবেশি প্রায় প্রত্যেকেই শপিং করে থাকে, ঈদের দিনে নতুন জামা কাপড় সবারই মন চাই।
এটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আপনি ঈদের শপিং করার মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করেছেন খুবই চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন মনে হচ্ছে

ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93785.26
ETH 3367.35
USDT 1.00
SBD 3.26