গরম পোশাকের খোঁজে
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , জানুয়ারি ১৭/২০২৩
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করতে চলেছি সেটা সাধারণত প্রত্যেক বছরের কালে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আমাদের পার্শ্ববর্তী জেলার নাম হচ্ছে চুয়াডাঙ্গা আর এই চুয়াডাঙ্গা এমনই একটি জেলা সেখানে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ঠান্ডা পড়ে। তাহলে হয়তো বুঝতেই পারছেন যখন আমাকে পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকে প্রত্যেক বছর তাহলে আমাদের এলাকাতেও সেই ধরনের প্রভাব কিছুটা লক্ষ্য করা যায়। আর এইজন্যই প্রত্যেকে চেষ্টা করে নিজেদের সাধ্যমত গরম পোশাক কেনার। যাদের বেশি পরিমাণে টাকা পয়সা রয়েছে তারা বিভিন্ন ধরনের বড় বড় মার্কেট থেকে গরম পোশাক সংগ্রহ করে কিন্তু যাদের টাকা পয়সার পরিমাণ কম রয়েছে তারা তো আর দামি কোন গরম পোশাক নিজেদের এবং নিজেদের পরিবারের জন্য সংগ্রহ করতে পারেনা। তাই তারা এই ধরনের মার্কেট থেকেই চেষ্টা করেন নিজেদের পরিবারের এবং নিজেদের জন্য গরম পোশাক সংগ্রহ করতে।
যদিও এই মার্কেটে পুরাতন গরম কাপড় দিয়ে হয় করা হয় কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এখানে খুবই উন্নতমানের কিছু কাপড় পাওয়া যায়। হয়তোবা এগুলো কোন শীত প্রধান দেশ থেকে নিয়ে আসা গরম পোশাক। কোন দামের দিকে অনেক সাশ্রয়ী। যার ফলে কারণে যাদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল তারা অনায়াসেই এই ধরনের মার্কেট থেকে নিজেদের সাধ্যমত পোশাক সংগ্রহ করতে পারে।
এই মার্কেটে আমি যখন প্রবেশ করলাম সত্যিই অবাক হয়ে গেলাম। কেননা সেখানে আমি এমন কিছু পোশাক দেখতে পেলাম যা খুবই দামি। এই পোশাকগুলো যদি মার্কেটে নিয়ে বিক্রয় করা হয় তাহলে নিঃসন্দেহে চার-পাঁচ হাজার টাকা করে বিক্রয় করা যাবে। কিন্তু সেগুলো এখানে বিক্রয় করা হচ্ছে ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এখানে আসার পরে এমনও কিছু পোশাক দেখতে পেলাম যেগুলো বিক্রয় করা হচ্ছে যথাক্রমে ২০,৫০,১০ করে। তাহলে বুঝুন কত কম দামে এই মার্কেটে গরম পোশাক বিক্রয় করা হয়।
আমার কাছে মনে হয় যদি এই ধরনের মার্কেট আমাদের এলাকাতে না থাকতো তাহলে গরিব মানুষের খুবই কষ্ট হতো। তারা পারতো না ভালো মার্কেট থেকে দামি পোশাক কিনতে যার কারণে শীতে তাদেরকে অনেক কষ্ট করতে হতো। এই ধরনের মার্কেট সম্পর্কে যদি আপনাদের কোন ধারনা থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজকের মত এই পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির নতুন কোন একটা পোস্ট এর মাধ্যমে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া খুব সুন্দর পোস্ট করেছেন। আজ আবার একটু বেশি শীত শুরু হয়েছে। এই শীতে যার যেমন সামর্থ আছে সে তেমনি গরম জামা কিনেছে। আমরা অনেক সময় মার্কেটে যা না পাই তা বাহিরে পাওয়া যায়। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমাদের এলাকাতে শীতের পরিমাণটা একটু বেশি রয়েছে এখন।
নিজেকে গরম রাখার জন্য এই শীতের সময়ে শীতের কাপড় খুব জরুরী। আমিও এর আগে লক্ষ্য করেছি যে পুরাতন মার্কেটে কিছু কিছু শীতের কাপড় পাওয়া যায় যেগুলা খুবই উন্নতমানের। এটা ঠিক যে সেই কাপড়গুলো দেখে মনে হবে মার্কেটে এগুলোর দাম ৪ থেকে ৫ হাজার টাকা। সহমত পোষণ করছি ভাইয়া যে এই মার্কেট গুলো যদি না থাকতো তাহলে গরিব মানুষের শীত নিয়ে আসলে অনেক কষ্ট করতে হতো।
গরিব দুঃখী মানুষের জন্য এটা খুবই উপযোগী একটা মার্কেট।
আসলে সবার সামর্থ্য এক রকম নয়, একেকজনের সামর্থ্য এক এক রকম। যার সামর্থ্য আছে অনেক দামি পোশাক পড়ার সে বড় কোন শপিংমলে চলে গিয়েছে কিন্তু যার কোন সেরকম সামর্থনের সে হয়তো এরকম ছোটখাটো দোকান থেকেই শীতের জন্য পোশাক ক্রয় করছে। আর আমি মনে করি এরকম ছোটখাটো দোকান থাকার ফলে অনেকের অনেক বেশি সুবিধা হয়েছে কারণ অল্প টাকার মধ্যেই শীতের পোশাক পেয়ে যাচ্ছে। এতে করে গরীব দুঃখী মানুষ অনেক দিক দিয়েই নিজের শীত নিবারণ করতে পারছে ব্যাপারটা সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
দোকানে থেকে আমার কাছে মনে হয় এই দোকান সব থেকে বেশি ভালো মানের কাপড় পাওয়া যায়।
এই শীতের সময় গরম পোশাক আমাদের সকলের অনেক জরুরি।আপনি ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের মার্কেটেও ভালো পোশাক বিক্রি হয় যা অন্য নিউ মার্কেটে নিয়ে গেলে ডাবল টাকা তে বিক্রি করে।ধন্যবাদ সুন্দর ব্লগটি শেয়ার করার জন্য।
নিউমার্কেট এর দোকানদারদের কে দেখলে তো মনে হয় তারা ডাকাত।